•|• ছেলেদের খুব দরকারী - TopicsExpress



          

•|• ছেলেদের খুব দরকারী টিপসঃ অকাল বীর্যপাত •|• পুরুষ যদি উত্তেজনার শুরুতেই বীর্য ত্যাগ করে তবে তাকে অকাল বীর্যপাত বলে। নারীর সাথেদৈহিক মিলনের সময় পুরুষ নানা ভাবে নারীকে উত্তেজিত করে। এই সময় উভয়েই উভয়েই শরীর স্পর্শ করে এবং নানাভাবে আদর করে। অনেক পুরুষের এই সময়েই বীর্যপাত হয়ে যায়। এতে করে পরবর্তী যৌন উত্তেজনা আর তীব্র হয় না। অকাল বীর্যপাতের ব্যাপারে কয়েকটি পরামর্শ হলো– *লিঙ্গে স্পর্শ না করা। *প্রথমেই তীব্র উত্তেজিত না হওয়া । *পারস্পরিক হস্তমৈথুন। *নিজেকে যতোটা সম্ভন টেনশন মুক্ত রাখা। *লিঙ্গের উত্তেজনা ধরে রাখা ইত্যাদি । চিকিৎসা *ডায়াজিপাম অথবা লিব্রিয়ামের ব্যবহার । *যৌনমিলনের আধাঘন্টা আগে ট্যাবলেট মেলারিল ৫থেকে ১০ মিঃগ্রাম সেবন। ফোঁটা ফোঁটা বীর্যপাত পুরুষের যৌন জীবনের একটি সমস্যা। বিভিন্ন শারীরিক এবং মানসিক কারণে এই অবস্থার সৃষ্টি হতে পারে। সাইকোজেনিক কারণে অবশ্য এই সমস্যা হয় বেশি। অনেক ক্ষেত্রে আঘাতজনিত কোনো কারণে ও এটি হতে পারে। তাই ভয়ের কোন কারণ নেই। •|• পেজে লাইক না দিলে আপনি আর আমাদের পোস্ট দেখতে পাবেননা। তাই প্রতিদিন নিয়মিত পোস্ট দেখতে লাইক দিয়ে পেজে একটিভ থাকুন •|•
Posted on: Sun, 26 Oct 2014 14:39:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015