"জেনে রাখা ভাল" "পরবর্তী - TopicsExpress



          

"জেনে রাখা ভাল" "পরবর্তী বার গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন করার পূর্বে আপনার যা যা জানা প্রয়োজন" আমাদের ইন্টারনেট জীবনে গুগল অথবা অন্যান্য সার্চ ইঞ্চিন প্রায় অবিচ্ছেদ্যই বটে। প্রয়োজনের বিষয়ের জুতো সেলাই থেকে চন্ডীপাঠ অথবা গুরুত্বপূর্ণ তথ্য থেকে চুদুরবুদুর সাইট পর্যন্ত সব খুঁজতেই লোকে এদের ব্যবহার করে পূর্ণ আস্থাতেই। কিন্তু এই এরা কিন্তু এত সাধু নয়। এরা প্রতিনিয়ত আপনার উপর নজরদারি করে চলছে আর শুধু তাই নয়, আপনার IP Address সহ আপনার অনেক তথ্যই এরা সংরক্ষন করে থাকে। সার্চের উপর ভিত্তি করে এরা একেকজনের প্রোফাইল তৈরী করে থাকে। তবে সবচেয়ে ভয়ানক ব্যাপার হল এদের এসব তথ্য অচিরেই হস্তগত হচ্ছে আমেরিকার প্রজেক্ট PRISM এর। এই প্রজেক্ট তথাকথিত Terrorism ফাইটিং এর নামে এরকম লাখ লাখ লোকের উপর নজরদারি করে থাকে আর তলেতলে এদের সহায়ক হয়ে থাকে এসব সার্চ ইঞ্জিনসহ আরও বিভিন্ন সাইট। যদিও এরা সাধারনত PRISM এর কাছে Data দেয়া অস্বীকার করে কিন্তু এটা শুধুই লোক দেখানো। আসলে আমরা যে ইন্টারনেট ওয়ার্ল্ডকে ওপেন মনেকরি তাতেই এভাবে গুপ্তভাবে আমাদের স্পাই করা হচ্ছে। এরা আমাদের IP Address ট্রাক করে রাখে ফলে আমাদের কারও লোকেশন ট্রাক করা অসম্ভব না এদের পক্ষে। এখন প্রশ্ন আসতেই পারে এতে আমাদের ক্ষতি কি। এর সহজ উত্তর হল প্রাইভেসি। অনেকেই অনলাইন জীবনে নিজের গোপনীয়তাকে অনেক গুরুত্ব দিয়ে থাকেন কিন্তু আপনি যদি জানেন আপনার অনেক ডিটেইলসই এরা রাখে তবে সেটা অনেকের কাছেই বিব্রতকর হতে পারে। এছাড়া তথাকথিত War on terrorism শিট তো আছেই। হয়তো আপনার অস্ত্র, যুদ্ধবিদ্যা এসব সম্পর্কে আগ্রহ আছে। আপনি যদি এসব সম্পর্কে বেশী খোঁজখবর নেন তবে সন্দেহের তালিকায় চলে যেতে পারেন। যদিও এদেশে এটার বেশী ঝুঁকি নেই। আবার "টিকফা" র ফলে যদি এদেশে পাইরেসি আইনের কঠোর বাস্তবায়ন হয় তবেও সেটা বিপজ্জনক হতে পারে। সেক্ষেত্রে আমেরিকা এদেশে Spying বৃদ্ধি করবে আর আমরা যারা Paid আইটেম ফ্রি নামাতে পছন্দ করি Pirate/wap সাইট থেকে তাদের সহজেই ফাঁসানো যাবে কারন এইসব সার্চ ইঞ্জিন ভাল করেই রাখে আমাদের কর্মকান্ডের খবর। যদিও এগুলো বেশীরভাগই Assumption এর উপর ভিত্তি করা তবে পয়েন্টগুলো পুরোপুরি Deny করা যায়না। আর সাবধানে থাকা ভাল বুদ্ধি। এক্ষেত্রে আপনি যা যা করতে পারেন, 1. বিতর্কিত, অ্যাডাল্ট অথবা পাইরেটেড জিনিস খুঁজতে হলে আগে ব্রাউজারে Incognito অথবা Private ব্রাউজিং অন করে নিন। 2. **বিতর্কিত জিনিস থেকে দূরে থাকেন। ভালো হবে।** 3. অলটারনেটিভ সার্চ ইঞ্জিন যারা আপনার ডাটা হিসেবে রাখেনা এদের ব্যবহার করতে পারেন যেমন- Duckduckgo, ixquick, startpage ব্যবহার করুন। এরা গুগল বা অন্যান্য মেইনস্ট্রিম সার্চ ইঞ্জিন বেসড কিন্তু আপনার ডাটা সংরক্ষন করেনা। 4. Proxy server অথবা Proxy website ব্যবহার করে বিতর্কিত জিনিস খুঁজুন।যেমন- 2proxy, 3proxy। 5. কম্পিউটার ব্যবহারকারীরা IP Address হাইডার ব্যবহার করুন। বিঃ দ্রঃ এগুলো অতিমাত্রায় Advanced tactics। বর্তমানে ব্যবহার না করলেও কিছুনা তবে জেনে রাখা ভাল। পোস্টটাও জেনে রাখে ভাল টাইপের পোস্ট। দায়িত্ব বা ঔচিত্য টাইপের এলিমেন্ট থাকলেও তা বেশী গুরুত্বের সাথে গ্রাহ্য না করলেও ক্ষতি নেই।
Posted on: Sun, 01 Sep 2013 16:56:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015