****************নেট ব্রাউজ এর সময় - TopicsExpress



          

****************নেট ব্রাউজ এর সময় স্বয়ংক্রিয় ভিডিও বন্ধ রাখবেন যেভাবে***************** ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ব্রাউজার দিয়ে ইন্টারনেটে কোনো কিছু পড়তে গেলে প্রায়ই সেখানে বিভিন্ন ভিডিওর দেখা মেলে। সমস্যা হলো, কোথাও ক্লিক না করলেও এসব ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে। এতে অযথা ইন্টারনেটের ব্যবহার বেড়ে যায়। অনাকাঙ্ক্ষিতভাবে চলমান এসব ভিডিওর বেশির ভাগই চলে শকওয়েভ ফ্ল্যাশ নামের একটি বিশেষ প্রোগ্রামে। এসব ফ্ল্যাশ ভিডিও পুরোটাই বন্ধ না করে বরং এগুলো চলার সময় যেন ব্যবহারকারীর অনুমতি নিয়ে চলে তার ব্যবস্থা করা যায়। কীভাবে কাজটা করবেন তা নিচে দেখানো হলো— গুগল ক্রোম .গুগল ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে ওপরে ডান কোনায় থাকা মেনু আইকনে ক্লিক সেটিংস অপশন বাছাই করুন। নতুন যে পৃষ্ঠা আসবে তার নিচের দিকে Show advanced settings-এ ক্লিক করুন। একটু নিচে গিয়ে প্রাইভেসি অংশের Content settings বোতামে ক্লিক করতে হবে। নতুন উইন্ডো এলে Plug-ins অংশে Click to play অপশনটি নির্বাচন করে Done করুন। এর পর থেকে কোনো ফ্ল্যাশ ভিডিও থাকা বিষয়বস্তু ধূসর রঙের দেখা যাবে। সেখানে ক্লিক করলে তবেই ভিডিও চলবে। ফায়ারফক্স .ব্রাউজারটি চালু করে ওপরে ডানের মেনু থেকে প্লাগ-ইনসে ক্লিক করুন। আবার ঠিকানা লেখার ঘরে about: addons লিখে এন্টার করে বাঁয়ে থাকা Plug-ins অংশে ক্লিক করতে পারেন। এবার ডানে থাকা তালিকা থেকে Shockwave Flash লেখাটি বের করুন। এর ডান পাশে থাকা মেনু থেকে Ask to Activate অপশনটি নির্বাচন করে দিন। এর পর থেকে কোনো ফ্ল্যাশ ভিডিও এলে ব্রাউজারে ওপরের দিকে একটি বার্তা দেখিয়ে চালু করার জন্য ব্যবহারকারীর অনুমতি চাইবে। ইন্টারনেট এক্সপ্লোরার .ওপরের মেনুবার থেকে টুলস অপশনে ক্লিক করে Manage add-ons নির্বাচন করুন। এবার বাঁয়ের Toolbars and Extensions বাছাই করে Shockwave Flash Object অপশনে দুই ক্লিক করুন। নতুন একটি বাক্স এল। সেখান থেকে Remove all sites বোতামটিতে ক্লিক করুন। তারপর খোলা থাকা সব উইন্ডো বন্ধ করে দিন। ফ্ল্যাশ ভিডিওবিষয়ক কোনো বিষয়বস্তু থাকলে ব্রাউজারের নিচের দিকে একটি বার্তা দেখাবে। আপনার পছন্দের পণ্যটি কিনতে ও মূল্য যাচাই করতে এখনি ভিজিট করুন - bdcost/
Posted on: Thu, 08 Jan 2015 05:38:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015