◆ না পড়লে চরম মিস ◆ আবুল - TopicsExpress



          

◆ না পড়লে চরম মিস ◆ আবুল গাড়ি চালিয়ে যাওয়ার সময় দেখল, এক লোক রাস্তার পাশের মাঠে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। আবুলঃ কি ব্যাপার? ঘাস খাচ্ছো কেন ?? লোকঃ স্যার, আমি ৩ দিন ধরে কিছু খাইনি। আবুলঃ ঠিক আছে, তুমি আমার সাথে চলো। লোকঃ স্যার, আমার সাথে আমার স্ত্রীও আছে। আবুলঃ তাহলে তাকেও নিয়ে নাও। লোকঃ স্যার, আমার ৩টা ছেলে-মেয়েও আছে। করিম সাহেবঃ ঠিক আছে, সবাইকেই নিয়ে নাও। লোকঃ স্যার, আপনার মনে এত দয়া! এতজনকে নিয়ে আপনার কোনো সমস্যা হবে না তো? . . . . . . . আবুলঃ আরে না, আমার বাগানের ঘাসগূলো বেশ বড় হয়ে উঠেছে !!! হাঃ হাঃ হাঃ আমারে মাইরালা . . . এই হলো পরোপকারের নমুনা !!! yk
Posted on: Mon, 01 Jul 2013 15:25:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015