===নোয়াখালির ভাষায় একটা - TopicsExpress



          

===নোয়াখালির ভাষায় একটা রম্য কবিতা== Like (y) Comment (y) Share (y) ভোডের সময় হেতি কইছে দশ টিঁয়া সের চাইল দিব বালা মন্দ দেখব হেতি যে জন ডোঙ্গায় ভোড দিব। হোলা-মাইয়ার লেয়া হড়া বিনা হইসায় চালাইব অল্প-হইসায় হগল জিনিস বেক মাইনেষরে খাওয়াইব। হেতি অন হিরি গেছে হন্চাষ টিঁয়ায় চাইল্ বেছে হারা দেশে মারামারি হেতিরা সব ঘুম গেছে। হারাদিন কাম কইল্যে হেডের ভাত জুডে না— চৌয়ে-মুয়ে আঁধার দেহি বিজলী ওতো থায়ে না। দিন-দুহুরে খুন-খারাবি চাঁদাবাজি চইলছে বেশ, লুডি-কাডি খাইছে সবাই বালা নাকি চইলছে দেশ। চাইল নাই, ডাইল নাই, বিজলী নাই ঘরে, গ্যাস-হানির টানাটানি হুরা শহরে। মিছা কইয়া ভোড নিয়া অইছে মিনিস্টার, ভোডের লাই আইলে আবার সবাই মিলি হিঁছা মার। হাডা বাঁশে গোডা জাতি আঁটকি গেছে ভাই, হেতাগারে না দোড়াইলে আংগো বাঁচন নাই। শব্দঅর্থঃ ভোড—ভোট, হেতি—তিনি, কইছে—বলেছেন, টিঁয়া—টাকা, চাইল—চাউল, বালা—ভাল, ডোঙ্গা—নৌকা, হোলা—ছেলে, লেয়া-হড়া—লেখাপড়া, হইসা—পয়সা, হগল—সকল, মাইনষেরে—মানুষেরে, হারা—পুরো, হারাদিন-পুরোদিন, কাম কইল্যে—কাজ করলে, হেডের—পেটের, জুডে না—জুটে না, চৌয়ে-মুয়ে—চোখে-মুখে, দেহি—দেখি, থায়ে না—থাকে না, দিন-দুহুরে—প্রকাশ্য দিবালোকে, লুডি-কাডি—লুটপাট করে, অইছে—হয়েছে, আইলে—আসলে, হিঁছা—ঝাড়ু, হাডা—ফাটা, গোডা—পুরো, আঁটকি—আটকে, হেতাগরে—এদেরকে, দোড়াইলে—তাড়ালে, আংগো-আমাদের, বাঁচন—মুক্তি। লিখেছেন : আহমেদ উল্লাহ ভূইয়া Collected #Admin_Arman
Posted on: Fri, 29 Nov 2013 19:20:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015