"পেনড্রাইভের শর্টকাট - TopicsExpress



          

"পেনড্রাইভের শর্টকাট ভাইরাস সমস্যার সমাধান" ১ম নিয়ম : এইটা একটু বড় কিন্তু কাজ হবে। হাইড ফোল্ডার গুলো ঠিক করার জন্য যা করতে হবে, Start Menu তে গিয়ে Accessories এ Run এ যেতে হবে, অথবা, Kyeboard এ (Windows Key + R) Button চাপতে হবে। এবং রান আসলে, অইখানে cmd লিখে Ok করতে হবে, তারপর নিচের মতো Command Prompt আসবে। তারপর যে Drive এ হাইডেন ফাইল ঠিক করতে হবে অইটা সিলেক্ট করতে হবে। যেমন আমার USB Drive হল I এখন আমি I Drive সিলেক্ট করার জন্য লিখব, I: তারপর I Drive সিলেক্ট হবে,হলে উপরের মতো দেখাবে। এখন এই কোড টি Copy করে Paste করতে হবে CMD তে, Attrib /S /D -R -S –Hতারপর, Enter চাপতে হবে। CMD তে Copy And Paste করতে হলে, অপশন এ যেতে হবেতারপর Edit -> Paste এবার Enter চাপুন। ব্যাস আপনার কাজ শেষ এখন আপনার পেন ড্রাইভের সব হাইডেন ফাইল অ্যান্ড ফোল্ডার ঠিক হয়ে গেছে।"SOHAG"
Posted on: Sat, 21 Sep 2013 23:49:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015