[প্রতিশোধ আমরা অবশ্যই - TopicsExpress



          

[প্রতিশোধ আমরা অবশ্যই নেব ইনশাল্লাহ। আর সেই প্রতিশোধ ইরানই জাতীর নেত্রিত্তে ই নেব ইনশাল্লাহ। তবে অবস্থা এমন হয়ে গেছে যে, সেই সময় হয়ত আমরা সুন্নি ভাই বোন দের কে পাশে পাবনা। কারন উনারা আসতে আসতে শুনা কথায় বিশ্বাস করে করে ওই ওহাবই সালাফি দের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন] শিয়া সুন্নি উভয় পক্ষ থেকে আমি মুল বিষয় নিয়ে যত টুকু পড়েছি তাতে আমি বলতে পারি, বর্তমানে ইসলাম এর মধ্যে মুলত ৩ টা প্রধান সেকশন আছেঃ ১) শিয়া। যারা মুলত আলি(আ) কে রাসুল(স) এর পর সর্ব প্রথম খলিফা বা ইমাম হিসেবে দেখতে চেয়েছিলেন, কারন রাসুল (স) এর অনেক হাদিস আছে এর সপক্ষে (সেগুলোর মধ্যে একটা সহিহ হাদিস এমনঃ 'আল্লাহ কে সন্তুষ্ট করতে হলে আমাকে অনুসরণ করতে হবে, আলি কে অনুসরণ করা মানেই আমাকে অনুসরণ করা' এবং ওই একিভাবে রাসুল(স) এর পবিত্র পরিবার এর পরবর্তী পবিত্র পুরুষ সদস্য দের কে ই পর পর ১২ জন ইমাম/ খলিফা হিসেবে দেখতে চেয়েছিলেন, এবং উনারা সেভাবেই অনুসরণ করে এসেছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে ইসলাম এর মুল অনুশারি/শিয়া। ২) সুন্নি। (ইনারা ও রাসুল(স) এবং তাঁর পবিত্র পরিবার কে ভালোবাসেন, কিন্তু ওই যে আলি(আ) প্রথম খলিফা না হয়ে আবু বকর (র) প্রথম খলিফা হয়েছেন এবং সেভাবে পরবর্তীতে খিলাফত চলে এসেছিল তাঁর মানে আবু বকর (র) এর ই মুলত অনুসারী, এই ক্ষেত্রে শিয়া সুন্নির মধ্যে ইসসুএ টা নিয়ে 'ভালো হয়নি-খারাপ হয়েছে/খারাপ হয়নি-ভালো হয়েছে' এরকম পার্থক্য ছিল, আর কিছু না. (এরকম ইস্যু তে সত্যিকারের আলেম সমাজ অনেক বিশ্লেশন করেছেন, আমি শুধুমাত্র সংক্ষেপে আমার যা মনে হয়েছে তাই লিখেছি) ৩) ওয়াহাবি/ সালাফিঃ মুয়াবিয়া থেকে শুরু করে ইয়াজিদ এর ইসলাম বিরোধী কর্ম কাণ্ডের এমন কি রাসুল(স) এর পবিত্র পরিবার এর হত্যাকারী এই ইয়াজিদ কুলাঙ্গার দের ই পরবর্তী ভাবধারার লোকের মধ্য থেকে ইসরায়েল আমেরিকা ব্রিটিশ দের বানানো ওহাবই সালাফি সেকশন, যারা আমাদের সুন্দর, পবিত্র, শান্তির ইসলাম কে বর্তমানে সারা পৃথিবীতে অশান্তির ধর্ম বানিয়ে দিয়েছে, যাদের অস্ত্র আসে ইসরায়েল আমেরিকা থেকে ব্রিটিশ দের থেকে আর টাকা পয়শা আসে সউদি সহ আরব এর আরও কিছু দালাল দের কাছ থেকে। কিন্তু আজকাল দেখি আমাদের অনেক সুন্নি ভাই শিয়া দের কে জঘন্য ভাবে গালাগাল করেন এবং অনেক টা অয়াহাবি/সালাফি ভাবধারার কথা বার্তা বলেন এভাবে অতীত হিস্টরি ভালভাবে না পড়ে, ধর্মীয় ভারস গুলো না পড়ে আন্দাজে নিজেদের মধ্যে ঝামেলা লাগিয়ে আমরা দিন দিন দুর্বল হচ্ছি আর এই দুর্বলতার সুযোগ নিচ্ছে ইসরায়েল আমেরিকা সহ তাঁদের বানানো ইসলাম এর অয়াহাবি/সালাফি রা। আর একে একে আমাদের সকল ধর্মীয় পবিত্র প্লেস, ধর্মীয় রীতি নীতি, কৃষ্টি কালচার, ইতিহাস সবকিছু ধ্বংস করে দিচ্ছে। যার সুচনা হয়েছিলো পবিত্র জান্নাতুল বাকিতে অবস্থিত রাসুল (স) এর সঙ্গী সাথি(র) সহ তার(স) পবিত্র আহলে বাইত এর সদস্য (আ) দের কবর গুলো কে মাতির সাথে মিশিয়ে দেয়ার মাধ্যমে। Joy bd
Posted on: Thu, 22 Aug 2013 09:19:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015