#প্রসঙ্গ : ডি - TopicsExpress



          

#প্রসঙ্গ : ডি মারিয়া প্রেক্ষাপট : ২০০৩ সাল , সদ্য নবম ইউ সি এল জেতা মাদ্রিদ তখন উল্লাসে মত্ত । ফিগো , জিদানে , রোনাল্ডোর তারকাখ্যাতির সামনে মাদ্রিদের ইঞ্জিন খ্যাত ফ্রান্সের ক্লড ম্যাকেলেলের ম্যাকেলেলের রোল এর অবদান রয়ে যায় বেশিরভাগ মাদ্রিদ প্রেমীর মনের ব্যাকবেঞ্চে । তিনি আমাদের গ্যালাকটিকোস এর দ্য আনসাং হিরো । সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডের এঙ্করম্যান খ্যাত ম্যাকেলেলের প্রায় সব এটাক এর সূচনা হতো ম্যাকলেলের পাস থেকেই । অপ্রতিরোধ্য ফিগো , জিদানে , রোনাল্ডোর আক্রমণের প্রান ভোমরার নাম ম্যাকলেলে । হিয়েরো , কার্লোসদের ডিফেন্স এর অতন্দ্র প্রহরীর নাম ম্যাকলেলে । যার সম্পর্কে সাবেক ক্যাপ্টেন , ফারনান্দো হিয়েরো বলেছিলেন - I think Claude has this kind of gift – hes been the best player in the team for years but people just dont notice him, dont notice what he does. But you ask anyone at Real Madrid during the years we were talking about and they will tell you he was the best player at Real. We all knew, the players all knew he was the most important. The loss of Makélelé was the beginning of the end for Los Galacticos… You can see that it was also the beginning of a new dawn for Chelsea. He was the base, the key and I think he is the same to Chelsea now. পেরেজ তখন প্রেসিডেন্ট । তিনি চাইলেন রিয়ালকে তারকায় মুড়ে দিবেন , জন্ম দেবেন লস গ্যালাক্টিকোস নামের নতুন তারকাপুঞ্জের । এরই প্রতিশ্রুতিতে রিয়াল মাদ্রিদে আগমন ঘটলো মহাতারকা বেকহ্যাম এর । মাদ্রিদ এর বেস্ট পারফর্মার হওয়ার পরেও ম্যাকলেলের বেতন ছিলো অত্যন্ত নগণ্য । একজন পেশাদার খেলোয়াড় যাদের রুটি রুজির উৎসই খেলা তিনি খুব সামান্য বেতন বাড়ানোর আবেদন জানালেন । বিস্ময়করভাবে জবাবে শুধুই প্রত্যাখাত হলেননা , পেলেন অপমান । এ প্রসঙ্গে জিদানে দুঃখ করে বললেন - Why put another layer of gold paint on the Bentley when you are losing the entire engine? রোনাল্ডো , ফিগো , জিদানে থাকার পরেও যেই টিম এর সেরা খেলোয়ার , প্রতিটা জয়ে যার অবদান ছিলো সবচেয়ে বেশি সেই ম্যাকলেলে কে চেলসির কাছে বেঁচে দেওয়া হলো । ফলাফল : তারকায় ঠাঁসা পৃথিবীর সেরা টীমটির সিংহাসন থেকে পতন , লা লিগা , ইউ সি এল জিতা টিমটির এরপরের ইতিহাস শুধুই হতাশার । জিদানের ভাষায় গাড়ির সব ই ঠিক ছিলো , শুধু ইঞ্জিনটাই ছিলোনা । #সাল ২০১৪ ডি মারিয়া - কার্লো এঞ্চেলত্তির অধীনে উইঙ্গার থেকে মিডফিল্ডার হয়ে উঠা এই আরজেন্টাইন ফুটবল শিল্পীর । সেই ম্যাকলেলের মতোই ডিফেন্স থেকে এটাক , প্রতিটা আক্রমণের প্রাণভোমরা হয়ে উঠলেন । জাদুকরী ড্রিবলিং , পারফেক্ট ক্রস , ,পাস আর থ্রু বল এর পসরা সাজিয়ে লা ডেসিমা জেতালেন , একটা গোল ও না করে ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ ডি মারিয়া । লা লিগার এসিস্ট লিডার হলেন । ক্রিশ্চিয়ানো , বেল , বেঞ্জেমারা দৃঢ়বিশ্বাসে প্রতিপক্ষের আক্রমণ তছনছ করতে দৌড়ান কারণ তারা জানেন , এঞ্জেল ডি মারিয়া আছে । বল পৌঁছে যাবে। ম্যাকলেলের মতোই তিনিও আমাদের আনসাং হিরো , এঞ্জেল । সেই মারিয়ার বেতন জানেন ? মাত্র £95,000 . যেখানে প্রায় সারাবছর বেঞ্চে কাটানো খেদিরাও পান £১,২০০০০ । উইং এ যার কাছে জায়গা হারিয়েছিলেন মারিয়া , আমাদের সেই সুপারস্টার বেল পান £২,৫৬০০০০ । লা ডেসিমা জেতানো ডি মারিয়া খুব সামান্য বেতন বাড়ানোর আবেদন জানালেন । খুব কি অন্যায় আবদার হয়ে গেলো ? ২০১৪ বিশ্বকাপের সুপারস্টার হামেস রদ্রিগুয়েজ কে কিনলেন £৬৩ মিলিয়ন এর বিনিময়ে । এই লিখাটা যখন লিখছি খুব সম্ভবত ততক্ষণে ডি মারিয়াকে বেচে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন্য হয়ে গেছে / হওয়ার খুব কাছাকাছি । মনে প্রাণে প্রার্থনা করি ম্যাকেলেলেকে বেঁচে দেওয়ার পরে আমাদের যে পতন হয়েছিলো ডি মারিয়ার বেলায় যেন যেন আঘাতটা অন্তত তার থেকে কম হয় । #থ্যাংক_ইউ_ফর_এভ্রিথিং
Posted on: Fri, 22 Aug 2014 07:39:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015