•ফেসবুক টিপস• যারা - TopicsExpress



          

•ফেসবুক টিপস• যারা মোবাইলে টাকাদিয়ে অথবা ক্রয় করে ফেসবুক ব্যবহার করেন তাদেরকে বলছি, আপনারা হয়তো অনেকেই KB বাঁচাতে পোস্টে লাইক করেন না,আর লাইক না করলে যেকোন এডমিনের পরবর্তি পোস্ট দেয়ার উৎসাহ কমে যায়। আমি আজ আপনাদের এমন একটি পদ্ধতি বলবো যেটি দিয়ে আ বাঁচাতে পারবেন এবং এডমিনকেও পরবর্তি পোস্টের জন্য উৎসাহিত করতে পারবেন। কোন পোস্টে লাইক করলে একটু সময় Loading... দেখায়। আর এই Loading... এর জন্যই KB খরচ হয়। যেকোন পোস্টে আপনি লাইক চেপে 2 sec সাথে সাথে Cancel বাটনে ক্লিক করেন, আপনার কাজ শেষ। লাইক গেল কিন্তু KB খরচ হলোনা। পোস্টটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে বলুন ।
Posted on: Sun, 11 Aug 2013 15:55:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015