.....................ফায়াফক্সেই হবে - TopicsExpress



          

.....................ফায়াফক্সেই হবে দরকারি সব কাজ............................ ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্সের কাজকে বেগবান করা যায় বিভিন্ন অ্যাড-অনস যোগ করে। নির্দিষ্ট ঠিকানায় গিয়ে Add to Firefox নির্বাচন করে অ্যাড-অনস ইনস্টল করে নিন। ই-মেইল ম্যানেজার: কমবেশি সবাই বিভিন্ন ই-মেইল সেবাদাতা প্রতিষ্ঠানের নিবন্ধিত সদস্য এবং তাদের পরিচিতির জন্য ই-মেইল ঠিকানা থাকে। চাইলেই ই-মেইলে না ঢুকেও ই-মেইল নোটিফায়ার অ্যাড-অনস ব্যবহার করে ব্রাউজার থেকে জেনে নেওয়া যাবে, কে ই-মেইল করেছে। জিমেইল ব্যবহারকারীরা goo.gl/nLHYf থেকে এবং ইয়াহু মেইল ব্যবহারকারীরা goo.gl/6Gmn9 ঠিকানা থেকে ই-মেইল নোটিফায়ার অ্যাড-অনস ব্রাউজারে যোগ করে নিতে পারেন। ওয়েবপেজ থেকে পিডিএফ: পছন্দের যেকোনো ওয়েবসাইটকে পিডিএফ আকারে সংরক্ষণ করে রাখার জনপ্রিয় প্রোগ্রাম প্রিন্ট পেজেস টু পিডিএফ। এটি ব্যবহার করে নির্দিষ্ট ওয়েবসাইটের ট্যাব থেকে প্রিন্ট টু পিডিএফ চেপে সেটিকে বহনযোগ্য ফাইল (পিডিএফ) আকারে সংরক্ষণ করা যাবে। এটি মিলবে goo.gl/4rLDq ঠিকানায়। সার্চ স্ট্যাটাস: এই অ্যাড-অনসটি ব্যবহার করে জানা যাবে গুগল পেজ র‌্যাঙ্ক, অ্যালেক্সা র‌্যাঙ্ক, সার্চ কি-ওয়ার্ড এবং এসইও সম্পকে।এটি পাওয়া যাবে goo.gl/a0uw3 ঠিকানায়। ডাউনলোড হেল্পার: এই অ্যাড-অনসটি ব্যবহার করে ইউটিউবের ভিডিও সহজে নামানোসহ অন্য ফরম্যাটে রূপান্তর (কনভার্ট) করা যাবে। এটি পাওয়া যাবে goo.gl/Lyaqt ঠিকানায়। — Rubel Pc
Posted on: Tue, 25 Jun 2013 05:20:56 +0000

Trending Topics



" style="min-height:30px;">
Nüsret Hesen ve Nurlan Əliyev `S E V G İ` Nüsret
(केदार नाथ) में हजारो
dou muito nos últimos anos. Eu mudei muito nos
1.Leeteuk: Cảm ơn các thành viên vì đã làm việc chăm
The Right to Protest Peacefully Not Violently Protests and
"There was Brenda, Latisha, Linda, Felicia, Dawn, Leschaun, Arnet,
pour ceux qui ne connaissent pas le sionisme chrétien... jdirai
Elton Brand Signed Framed 12x18 Floorboard + Photo Display
La aprobación de las Reformas Fiscales depende directamente de
NURSERY SUPPORT WORKER/PRACTITIONER/NURSERY NURSE/TEAM LEADER FULL
Tips Memilih Tabir Surya Tabir surya penting untuk melindungi

Recently Viewed Topics




© 2015