*** ফ্রিল্যান্সিং-এ - TopicsExpress



          

*** ফ্রিল্যান্সিং-এ ক্যারিয়ার বিষয়ক উন্মুক্ত কর্মশালা *** আগামী ১৫ আগস্ট ২০১৪ । সকাল ১০ :৩০ মিঃ এ (উপস্থিত থাকতে হবে সকাল ১০ :০০টার মধ্যে) সম্পূর্ণ_ফ্রি ফ্রিল্যাসিং প্রফেশনাল হিসেবে ক্যারিয়ার গড়তে আগ্রহী? কাজে দক্ষতা নেই বা আছে, শুধু একটু গাইডলাইন দরকার? যোগদিন আমাদের এই সপ্তাহের ফ্রীল্যান্স আউটসোর্সিং-এ ক্যারিয়ার বিষয়ক উন্মুক্ত কর্মশালাটিতে! ফ্রি ওয়ার্কশপ। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর আদ্যপান্ত সব কিছুই থাকছে এই কর্মশালায়। কিভাবে ফ্রিল্যান্সিং এ নিজেকে প্রফেশনাল হিসেবে তৈরি করবেন তার দিক নির্দেশনা তো আছেই। যারা ফ্রিল্যাসিং করতে চাচ্ছেন কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না, তাদের কথা চিন্তা করেই, কর্মশালাটি ফ্রি করা হয়েছে । আগ্রহী যে কেউ এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন। ► আজই রেজিস্ট্রেশন করুন এখান থেকেঃ on.fb.me/1mxkSY7 এই বিশেষ কর্মশালায় যে সকল বিষয় এর উপর বিশেষ গুরুত্ত দেয়া হবেঃ -------১। ফ্রীল্যান্সিং কী ? ২। ফ্রীল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কী ? ৩। ফ্রীল্যান্সিং করার আগে আপনার মধ্যে কি কি থাকতে হবে ? ৪। ফ্রীল্যান্সিং শুরু করার আগে কি কি কাজ জানতে হয় ? ৫। কাজগুলো শিখবেন কিভাবে ? ৬| ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কোন কাজ গুলোর চাহিদা সব চাইতে বেশি ? -------১। ওয়ার্ডপ্রেস কী ২। বর্তমান মার্কেটপ্লেসগুলোতে ওয়ার্ডপ্রেস এর চাহিদা কেমন ৩। ফ্রীল্যান্সার হিসেবে ওয়ার্ডপ্রেস নিয়ে ক্যারিয়ার শুরু করলে কি কি সুবিধা পাবেন । ৪| ওয়ার্ডপ্রেস মেইন্টেনেন্স রেজিস্ট্রেশনকৃত প্রত্যেককে মোবাইলে কনফার্মেশন মেসেজ পাঠানোর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। *** তাই এখনই আপনার আসনটি নিশ্চিত করুন। ** বিস্তারিত ইভেন্টঃ https://facebook/events/1451364278458945/ স্থান / ঠিকানাঃ সফটটেক-আইটি ইনস্টিটিউট ।। গুগোল ম্যাপঃ bit.ly/1eBISIK সেক্টর#৯, রোড#১/এ, হাউজ#৪, লেভেল#৬, উত্তরা । (হাউস বিল্ডিং মাস্কট প্লাজার অপজিট-এ ফাল্গুনী রেস্তোরার সাথে) উত্তরা, ঢাকা - ১২৩০ , হ্যালোঃ ০১৭৯৩১৪৬৫০৯ #WordPress #ওয়ার্ডপ্রেস #কর্মশালা #প্রশিক্ষণ #ফ্রিল্যান্সিং #আউটসোর্সিং #ক্যারিয়ার #প্রফেশনাল
Posted on: Mon, 11 Aug 2014 15:48:53 +0000

Recently Viewed Topics




© 2015