> (বানান এর কিছু - TopicsExpress



          

> (বানান এর কিছু নিয়ামাবলি): # Word এর শেষে L এর ব্যবহারের ক্ষেত্রে নিম্নলিখিত নিয়মগুলো গ্রহণযোগ্য। (A) এক syllable বিশিষ্ট শব্দেরশেষে L ধ্বনি থাকলে এবং তার আগে একটি মাত্র vowel থাকলে ঐ L এর double হবে। যেমনঃ fill,well,till,full,etc. (B) এক SYLLABLE বিশিষ্ট শব্দের শেষে যদি L থাকে এবং তার আগে দুটি vowel থাকে তাহলে L এর double হবে না। যেমনঃ fail,weal, feel, etc. # নিম্নলিখিত word গুলোকে সংযুক্ত লেখা ঠিক নয়- >> any one, >> every one, >> young Man, >> all right. #যে সমস্ত word এর শেষে ie আছে তাদের শেষে ing যুক্ত হলে ie এর স্হলে y হবে। যেমন-die +ing=dying, lie+ing=lying etc. #নিম্নলিখিত শব্দগুলোকে পৃথক করে লেখা ঠিক নয়। >>Anybody, >>elsewhere, >>anything, >>everybody, >>cannot, >>moreover >>nowhere, >>now-a-days → একদিন এই পেজের POST গুলো আর আসবে না আপনার ওয়ালে!! যদি না নিয়মিত একটি লাইক না দেন। তাই পোস্ট ভাল লাগলে লাইক, শেয়ার করুন ।
Posted on: Sat, 29 Jun 2013 01:53:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015