“বাবা টিভি দেখছে ... টিভির - TopicsExpress



          

“বাবা টিভি দেখছে ... টিভির নিচে “Breaking News”এ লিখাঃ “HSC পরীক্ষার ফল প্রকাশ ... পাশের হার ৯৯% !!” তখনি টিভিতে অ্যাঁড ... আর অ্যাঁডে এক ভদ্র ঘটক বলছে .,”১% অপূর্ণতা-ই ১০০% ক্ষতির কারন !?!” আর তখনি বাবার চোখ গেলো আবারো টিভির নিচে ... “Breaking NEWS” ... আর “Breaking NEWS”এ লিখাঃ “ঢাকা বোর্ডে প্রথম হয়েছে ... “ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ” !!” লেখাটি পড়ে বাবার “মন” আনন্দে ভরে যায় ... বাবা “মা”কে ডেকে বলে .,”ও গো শুনছো ... আমাদের “আস্থা”দের কলেজ ঢাকা বোর্ডে ফাস্ট হইসে !!” তখনি ... বাবার ফোন বেজে উঠে ... ওপার থেকে মেয়ে কান্না কান্না গলায় বলছে .,”বাবা ... বাবা আমি ... আমি A(+) পাই নি ... বাবা !!” সাথে সাথে-ই বাবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে ... ফোন রেখে ., সাথে সাথে-ই “মা” বাবা দুইজন চলে যায় ... মেয়ের কাছে !! গিয়ে দেখে মেয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে ... বাবা সাথে সাথে-ই মেয়ে’কে জড়িয়ে ধরে বলে .,”মা ... কিচ্ছু হয়নি ... “মা” !! এমন পাগলের মতো কাঁদছো কেন .,“মা” ?? ... এই নাও রুমাল চোখ মুছো !!” ... ... . … … . এমন হাজারো রুমাল ভিজে যায় ., তবুও ঐ “অশ্রু” নামক ঝর্ণা ধারা ধামে না ... পড়তে থাকে বীজগণিতের অনন্ত ধারার মতো !! অনন্ত ধারার সূত্র থাকলেও ... এই অশ্রু ধারার কোনো সূত্র নেই !! আর কোনো সূত্র নেই বলে এর কোনো সমাধানও নেই ... সমাধানও নেই !! … … . … … . সন্ধ্যায় “গোপী-রাশি” সিরিয়াল দেখার সময় “মা” মেয়েকে ডাক দেয় ... মেয়ে আর আজ সিরিয়াল দেখতে আসে না !! “মা” বাবা ... দুইজন মেয়ের রুমে যায় ., গিয়ে দেখে ... মেয়ে কাঁদছে !! বাবাকে দেখে মেয়ে দৌড়ে এসে ... আবারো জড়িয়ে ধরে ... আর কাঁদতে কাঁদতে বলে .,”বাবা ., I’m Sorry !!” তখন ... বাবা মেয়েকে জিজ্ঞাসা করে .,”মা ... তোমার যেন কি হওয়ার ইচ্ছে ছিলো ??” মেয়ে বলে .,”আর্কিটেক্ট... বুয়েটে আর্কিটেকচার পড়ার ... !!” “আচ্ছা ., “মা” ... তুমি বুয়েটের আর্কিটেক্ট না হয়ে ঢাকা ভার্সিটির আর্কিটেক্ট হলে হবে ??” মেয়ে চোখ মুছতে মুছতে বলে .,”মানে ... মানে কি ., বাবা ??” “মানে ... মানে এই যে “মা” ... দেখো ঘর-বাড়ি ., বড় বড় বিল্ডিঙ্গের ডিজাইন কইরা লাভ কি !?! ... তার থেকে ভালো তুমি মানুষের ... হাঁসি-খুশি ., দুঃখ-কষ্ট ., আনন্দ আর অনেক চিন্তায় ভরা ঐ মুখ’টার ডিজাইন করো !!” “মানে ... মানে বুজলাম না ., বাবা !!” “মানে ... কাল থেকে তুমি আবারো অমুক কোচিং এর আর্কিটেকচার প্রোগ্রামে যাবা ... আর বাকি কথা কাল সন্ধ্যায় হবে !!” –এই বলতে বলতে বাবা চলে যায় !! দুপুরের ... কোচিং এর ক্লাস শেষে ... বাসায় এসে দেখে চারুকলার এক ছাত্র তাকে টিউশন দিতে এসেছে ... ৪ তারিখ এক্সাম ., আর বেশি দিন নেই !! ... ... . … … . ৬ তারিখ রেজাল্ট দিলো ... মেয়ে’টা চারুকলায় চান্স পায় !! বাবার ... HSC পরীক্ষার জমানো টাকা গুলো ঐ দিন মিস্টি কিনে খরচ হলো !! ১০ বছর পর ... ... . আজ ... আজ তার “Los Angeles”এ “Exhibition” !! তার আগে সে ... “New York” ., “London” .,”Dubai” .,”Roma” .,”Madrid” .,”Barcelona” সহ বিশ্বের ৪২টি দেশে “Exhibition” করেছে ... এছাড়া তার “Paris” ., “Mumbai”, Delhi” সহ বাংলাদেশে তার ... মোট ৭টি “Art Gallery” আছে !! বুয়েট থেকে পাস করে ... তার বন্ধু অনেকে এখনো ভালো চাকরি পায় নি ., কেউ হয়তোবা বেকার ., কেউ বিদেশ যাওয়ার জন্য দৌড়াদড়ি করছে ... তো ., বলুন এখন ... “A(+)”এর কি দাম ??” ... ... . … … . আচ্ছা ... এইবার গল্পটার একটু পিছনের দিকে ফিরে যাই ... ১০ বছর আগে তার বাবা “মা” তাকে এতো সুন্দর ভাবে না বুঝালে ... কেমন হতো ?? “A(+)” না পাওয়াতে ... মেয়েটার কাঁদতে কাঁদতে এক মাস শেষ !! এক মাস শেষে যখন চোখ মুছার পালা ... তখন-ই ভর্তি পরীক্ষা শুরু ... ভর্তি পরীক্ষা শেষে যখন “Waiting List”এ ও নিজের রোল নেই ... তখন আবারো কান্না শুরু !! আর তখনি ... “facebook”নামক “Virtual”জগতে নিজের ভবিষ্যৎ নিজের-ই হাতে স্ট্যাটাস হয়ে “Post” হয় যে .,”আমার জীবন শেষ ... আমাকে দিয়ে আর কিচ্ছু-ই হবে না ... ব্লাহ ব্লাহ ব্লাহ !!” এরকম হাজারো “Post”এর পিছনে থাকে ... কোটি কোটি স্বপ্ন ভাঙ্গার “মুর-মুর” শব্দ ... “মা” বাবার দুঃখ-কষ্ট আর নিজের চোখের নোনা জল !! আর এই ভাবেই ... একটা জীবন শেষ !! পারি ... আমরা সব পারি ... রেজাল্ট যাই হোক না কেনো ... না কেঁদে ., শুধু সাহস করে “মা” বাবার সাথে কি একটু আলাপ আলোচনা করতে কি পারি না ?? ... পারি ., অবশ্যই পারি !! গনিতের প্রতিটি সমস্যার যেমন সমাধান আছে ., তেমনি ... জীবনেরও প্রতিটি সমস্যারও কিন্তু সমাধান আছে ... অবশ্যই আছে !! আর এই সমস্যা সমাধানের ... সব থেকে বড় আর “Common” সূত্র হলো .,”মা” বাবা ... “মা” বাবার সাথে আলোচনা !! আর একটা কথা মনে রাখবেন ... … . “Never Give Up” –লাইফে যা-ই করুন না কেনো !?!” ইনবক্সে পাঠিয়েছেঃ Parth Das Mishu
Posted on: Fri, 15 Aug 2014 10:55:34 +0000

Trending Topics



min-height:30px;"> Sunday routine: Wake up, shower and grab a bite to eat before the
Have you ever felt like you’re so far away from God? Like

Recently Viewed Topics




© 2015