>>>বউ আর গার্লফ্রেন্ড এর - TopicsExpress



          

>>>বউ আর গার্লফ্রেন্ড এর ভিতর পার্থক্য?? । । । বউ হচ্ছে TV আর গার্লফ্রেন্ড হচ্ছে MOBILE! । । বাসায় থাকলে টিভি দেখেন, আর বাইরে গেলে মোবাইল! । । TV সারাজিবন ফ্রি সার্ভিস দেয়, মোবাইল চালাইতে গেলে টাকা লাগে। । । । TV বড়, মোটা, ওজন বেশি! আর মোবাইল কিউট, স্লিম, ওজন কম, Portable! । । TV তে রিমোট থাকে, মোবাইল এ থাকে না। । । মোবাইলে এ দুই পাস থেকে কথা বলা ও শোনা যায়, TV তে খালি শুনতে হয়, বলার কিচ্চু নাই! । । সবার শেষে TV তে কোন ভাইরাস নাই! মোবাইলে এ মাঝে মাঝেই ভাইরাস আসে! । [ভাই/বোনেরা তখনই খুব খারপ লাগে যখন জোক্সটি পড়ে লাইক না দিয়ে চলে যান। লাইক পাইলে নতুন নতুন জোক্স লিখতে উৎসাহ পাওয়া যায়।] √ বিঃদ্রঃ- পোষ্টটা কেমন লেগেছে আপনার? কমেন্ট (Comment) করতে ভূলবেন না।আপনার যদি লিখতে কষ্ট হয়, তাহলে সংক্ষেপে T=(thanks). G=(good). B=(bad). N=(nice). O=(osthisr). লিখে কমেন্ট করবেন। তাহলে পরে আরও ভাল পোষ্টে নিয়ে হাজির হব । ধন্যবাদ। নতুন সব কিছু পেতে এখানে ক্লিক করুন : joyhostclub
Posted on: Tue, 20 Jan 2015 07:29:41 +0000

Trending Topics



min-height:30px;">
Tune in the Saturday Afternoon Show Nov. 29 4-6 p.m. EDT (-5 UTC)
I have a very odd question. Ive done a lot of driving this month

Recently Viewed Topics




© 2015