"ভাবতেছি এইবার ঈদে একটা - TopicsExpress



          

"ভাবতেছি এইবার ঈদে একটা বোরকা কিনমু ।" এইবার ঈদের সবচেয়ে আনকমোন ড্রেস । আর আনকমোন জিনসটা আমি বরাবরই পচ্ছন্দ করি। সেদিন এক ফ্রেন্ডের সাথে মার্কেটে গেছিলাম মূল উদ্দেশ্য ছিল এবার ঈদে নতুন কি কি ড্রেস আসছে ঐটা দেখা । যা দেখলাম, গতবারের ঝিলিকের নাম এইবার আশিকি_২ , গতবারের খুশি এইবার ছনছন আর আম্মু খালামুণিদের যুগের ডিস জামা এইবার হ্যাঙ্গামা (এইটা কোন মুভি মনে করতে পারছিনা) আরো আছে..... । তো যাই হোক, ঘুরে ঘুরে দেখছি এর মধ্যে এক সেলসম্যান বলল --আপু বসেন সানি লিওন দেখায় আমি পুরাই টাস্কিত হয়ে আমার ফ্রেন্ডরে কইলাম "দোস্ত পোলায় তো হ্যাব্বি বদজ্জাত !! :-@ তারপর মনে মনে বেটারে গালি দিতে দিতে অন্য সাইডে গেলাম । তারপর শাড়ি দেখার জন্য শোরুমে গেলাম আর ওখানে বেশ কয়েকটা শাড়িতে লেখা দেখলাম "সানি লিওন" । আমার ফ্রেন্ডরে কইলাম "ঐ চল বাড়ি যাই অনেক দেখা হইছে ।" গতদিন টিভিতে দেখে আর ফেসবুকের কয়েকটা স্ট্যাটাস পড়ে বুজতে পারলাম সেদিনের ঐ সেলসম্যানটা খারাপ কিছু বলে নি । ভাবতেছি টিভি, পত্রিকা, আর ফেসবুকে যে ভাবে "সানি লিওন" ড্রেস ঝড় তুলছে ঈদের দিনে নাজানি কি হয় !!! "তাই সিদ্ধান্ত নিছি, এইবার বোরকাই কিনমু তার সাথে একটা হিজাব ।" লিখাঃ সাদিয়া মীম *#
Posted on: Tue, 23 Jul 2013 04:43:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015