“মানবিক” শব্দটি শুধু - TopicsExpress



          

“মানবিক” শব্দটি শুধু মনুষ্যত্বের সাথে সম্পর্কিত নাকি কোন প্রহসনের অপর নাম??? মানবিকতার কথা আমিও বলি। কিন্তু সেই মানবিকতা শুধুমাত্রই মানুষের জন্য, কোন জানোয়ারের জন্য নয়। আমার প্রশ্ন ট্রাইব্যুনালের কাছে- ৪২ বছর আগে কোথায় ছিল এই মানবিক কারণ?? ৪২ বছর আগে যখন দু’মাসের দুধের শিশুকে তার মায়ের কোল থেকে কেড়ে নিয়ে মায়ের সামনেই দেয়ালে আচরে পিটিয়ে মেড়েছিল তখন কোথায় ছিল এই মানবিক কারণ?? ৪২ বছর আগে যখন অন্তঃস্বত্ত্বা মায়ের পেট চিড়ে ফেলে ভ্রূণ হত্যা করা হয়েছিল তখন কোথায় ছিল এই মানবিক কারণ?? যখন রাযাকারের প্রত্যক্ষ নির্দেশনায় আগুনে পুড়িয়ে মারা হয়েছিলো মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে কিংবা হিন্দু পরিবারগুলোকে তখন কোথায় ছিল এই মানবিকতা?? তখন কোথায় ছিল দু’মাসের দুধের বয়সের শিশুর বয়সের হিসাব?? কোথায় ছিল অন্তঃসত্ত্বা মায়ের স্বাস্থ্যগত কারণ?? ৪২ বছর আগের এতিম শিশুর কান্না যখন বাংলার আকাশে-বাতাসে আলোড়ন তুলেছিল কোথায় ছিল সেই মানবিকতা?? যখন ২ কোটি মানুষকে দেশ ছাড়া করা হয়েছিলো কোথায় ছিল এই মানবিক কারণ?? যখন বোনকে বঞ্চিত করা হয়েছিলো ভাইয়ের ভালবাসা থেকে, ভাইকে বঞ্চিত করা হয়েছিলো বোনের ভালবাসা থেকে, সন্তানকে বঞ্চিত করা হয়েছিলো বাবার ভালবাসা থেকে, স্ত্রীকে বঞ্চিত করা হয়েছিলো স্বামীর ভালবাসা থেকে তখন কোথায় ছিল সেই বস্তাপচা মানবিকতা?? তাহলে, আজ কেন এই মানবিকতা?? আজ কেন স্বাস্থ্যগত কারণের প্রশ্ন উঠে?? আর বয়সের হিসাব, সে তো আরেক প্রহসন। যখন সাঈদীর রায় দেয়া হোল তখনও এক গোষ্ঠী দাবী তুলল “১৯৭১ সালে সাঈদীর বয়স খুব কম ছিল। তাই সে এধরনের অপরাধ করতেই পারেনা।’’ একই কথা উঠেছিল কামারুজ্জামানের রায়ের পরও। তাহলে কি এবার ধর্মের পাশে যোগ হোল বয়সের হিসাব?? এই প্রহসনের শেষ কোথায় আমি জানিনা। ‘৪৭, ‘৫২, ‘৬৯, ‘৭০ কিংবা ‘৭১ আমি কিছুই দেখিনি। তবে ২০১৩ সালে এক বুক ভরা আশা আর দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে জেগে উঠেছিলাম। ভেবেছিলাম এবার হয়তো ইতিহাস দায় মুক্তির পথে। পরাধীনতার শৃঙ্খল এবার ভাঙল বলে। কিন্তু হায়!!!! সেখানে এখন আশার বদলে শুধুই হতাশা। স্বপ্নভঙ্গের ক্ষোভের অনলে আজ আমি জ্বলছি। ঋণের বোঝার ভারে আরও নত হয়ে পরলাম আজ। তবুও আমি শেষ বিচারের অপেক্ষায় আছি। আসল বিচারক নিশ্চয়ই অবিচার করবেন না। এখনও আমি বুক চিতিয়ে বলে জেতে চাই- বাঙালী হারতে জানেনা, বাঙালী হেরে জেতে পারেনা। বাঙালী হেরে যাওয়ার জন্য জন্মায়নি। আজ পর্যন্ত বাঙালী কোন আন্দোলনে হারেনি। তাই আজও তারা এই পরাজয়, এই প্রহসন মেনে নেবেনা। কিছুতেই না। আর তাই কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য বাঙালির জন্যই বলেছিলেন- একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। Samiha Sultana Ruhi
Posted on: Tue, 16 Jul 2013 03:45:23 +0000

Recently Viewed Topics




© 2015