●মানুষকে বিরক্ত করার - TopicsExpress



          

●মানুষকে বিরক্ত করার কিছু উপায়● ১) কোন অপরিচিত লোকের সামনে গিয়ে চায়না সেট দিয়ে হাই ভলিয়মে জাতীয় সঙ্গীত বাজান। সে আপনাকে কিছু বলতেও পারবেনা, কানও বন্ধ করতে পারবেনা। ২) বাসায় অনাকাংখিত ফ্রেন্ড বা আত্মীয় আসলে তাকে টিভির রুমে বসিয়ে টিভি চালু করে BBC NEWS চ্যানেল দিয়ে রিমোট নিয়ে কেটে পড়ুন। ৩) কোন ফ্রেন্ড আপনাকে মজার জোক্স বললে সম্পুর্ন জোক্সটি শুনে তাকে বলবেন,আচ্ছা, এই জোক্সটির কোন অংশে আমাকে হাসতে হবে? ৪) রাত ৩ টার সময় কোন ফ্রেন্ডকে ফোন করুন। সে যদি ঘুমিয়ে থাকে আবার তাহলে আবার ফোন করুন। যখন ফোন ধরবে তখন তাকে বলুন, দোস্ত, আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে। টাইম জানার জন্য ফোন দিছিলাম। কয়টা বাজে? ৫) কোন মেয়ের সাথে যদি ১ম ডেটে যান তাহলে খাওয়া দাওয়া শেষে তাকে বলুন, বিল আমি দেই? সে যদি ভদ্রতার খাতিরে ১ বার বলে, না থাক। আমি দেই তাহলে আপনি সাথে সাথে বলে ফেলুন, ওকে, তুমি যখন এতো করে বলছ, তাহলে তুমিই দাও......।। :D :D :D
Posted on: Wed, 29 Oct 2014 05:21:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015