(মোবাইলে প্রতারনা আসুন - TopicsExpress



          

(মোবাইলে প্রতারনা আসুন সাবধান হই) ------------------------------------------- আমি আমার রুমে বসে “প্রথম আলো” পত্রিকারখেলার অংশটি পড়ছিলাম। এমন সময় আমার মোবাইলে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে। নাম্বারটিহল- ০১৬-৭৯৪৭৫৯২৯। কল রিসীভ করার সাথেসাথে ফোনের ঐ প্রান্ত থেকে ভেসে ওঠে আটাশ-ত্রিশ বছর বয়সের এক যুবকের কণ্ঠস্বর। যুবকের কণ্ঠস্বর ছিলবলিষ্ঠ, ছিল না কোন জড়তা, বাগ্নিতা ছিল অসাধারণ। কিন্তু এই কণ্ঠস্বরের পিছনেইলুকায়িত ছিল একজন রুদ্ধদার হঠকারী চরিত্র। তার(হঠকারী) সাথে আমার আলাপচারিতার অংশটুকুনিচে দেয়া হল- ধাপ্পাবাজঃ স্যার ,আমি AIRTEL অফিস থেকে আসিফ(মনে হয় ছদ্মনাম) বলছিলাম। আমি কি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি? আমিঃ হ্যাঁ,বলুন। ধাপ্পাবাজঃ স্যার, আপনি কি AIRTEL এর জব আর জন্য অ্যাপ্লাইকরেছিলেন? আমিঃ YAP,আমি করেছিলাম । ধাপ্পাবাজঃ আপনার CURRENT LOCATION এখনকোথায়? আমিঃ CHITTAGONG। ধাপ্পাবাজঃ স্যার, আপনি তো জানেন, AIRTEL’রCUSTOMER সংখ্যা অন্যান্য অপারেটর থেকে কম। তাই আমরা আমাদের গ্রাহক সংখ্যা বাড়ানোরজন্য কিছু INCENTIVE এর ব্যবস্থা করেছি। (এই কথা শুনে আমি প্রথমে ভেবেছিলাম, আমার থেকে মনে হয় ON THE PHONE কোন FEEDBACK নিবে,মানে হয়ত আমার থেকে জানতে চাইবে কোন INCENTIVE’টা গ্রাহকদের জন্য ভাল হবে?, তাইশুরুতে আমি অনেক EXCITED FEEL করছিলাম; এছাড়া আমি আরও ভেবেছিলাম এটা হয়ত তাদের JOB RECRUITMENT’র নতুন কোন PROCESS)। আমিঃ তো আমাকে এখন কি করতে হবে বলুন? ধাপ্পাবাজঃ স্যার, আপনি কবে থেকে AIRTEL SIMUSE করছেন? আমিঃ (প্রশ্ন শুনে আমি খুবি অবাক হলাম,কারন, আমি ভাবছিলাম আমার থেকে FEEDBACK নেয়া হবে যা কিনা আমার RECRUITED হওয়ার প্রথম ধাপ; আর ওনি কিনা আমাকে জিজ্ঞাস করছেন আমি কবে থেকে AIRTEL SIM USEকরছি!!!!।যাই হোক, তারপরও আমি ANSWER দিলাম) হবে প্রায় পাঁচ বছর। ২০০৮ থেকে। ধাপ্পাবাজঃ স্যার, আপনার জন্য একটা সুখবরআছে। AIRTEL’র সবচেয়ে পুরাতন CUSTOMER হওয়ার জন্য আপনি পাচ্ছেন ৭৫,৩০০ টাকার অর্থপুরষ্কার।(এই কথা শোনামাত্রইআমি সব কাহিনি বুঝে ফেলি, He is trying to set me up, কিন্তু আমি ঠিক করি আর যাইহোক আমি যে তার প্ল্যান বুঝে ফেলেছি এটা আমি তাকে বুঝতে দিব না, কারন সম্পূর্ণPROCESS টা জানার জন্য আমি মুখিয়ে ছিলাম) আমিঃ (খুশি হওয়ার ভাং করে) তাই নাকি!!!!বলেন কি!!! ধাপ্পাবাজঃ হ্যাঁ স্যার, You have won 75,300 TAKA। CONGRATULATION SIR। আমিঃ (অনেক আগ্রহ ভরা কণ্ঠে আমি জিজ্ঞাসকরলাম) কিভাবে আমি এই অর্থ পেতে পারি? ধাপ্পাবাজঃ স্যার, আপনি দুইভাবে এই অর্থআমাদের থেকে নিতে পারেন। প্রথমটি হল CASH IN HAND PROCESS অর্থাৎ আপনি ৭৫,৩০০ টাকাসরাসরি আমাদের থেকে নিতে পারবেন এবং দ্বিতীয়টি হল BALANCE TRANSFER এর মাধ্যমে যাদিয়ে আপনি দেশের ভিতর এবং দেশের বাইরে এক বছর পর্যন্ত কথা বলতে পারবেন। আমিঃ বাহ,ভাল তো... ধাপ্পাবাজঃ স্যার, আপনি এখন কোন PROCESS এরমাধ্যমে টাকা নিতে চান আমাকে বলুন। আমিঃ আমি প্রথম PROCESS টি অনুসরণ করতে চাইমানে CASH IN HAND PROCESS। ধাপ্পাবাজঃ স্যার, তাহলে আপনাকে আমাদেরঢাকার বনানী শাখায় আসতে হবে। আমিঃ বনানীর কোথায় আপনাদের অফিস। ধাপ্পাবাজঃ স্যার, তাজওয়াজ সেন্টার।(এই নামআমি জীবনেও শুনিনি) আমিঃ ঠিক আছে। ধাপ্পাবাজঃ স্যার, আপনাকে CASH IN HAND এর জন্য আরওএকটি ধাপ আনুসরন করতে হবে। আমিঃ বলেন, কি করতে হবে। ধাপ্পাবাজঃ স্যার, আমি আপনাকে একটি CASH IN HAND REQUEST CALL পাঠাব। আপনাকে যখনি “0” বাটন প্রেস করতে বলা হবে আপনি সাথে সাথে “0” বাটন প্রেস করবেন। আমিঃ ঠিক আছে। (তারপর অবিকল AIRTEL CUSTOMER CARE’এ কল করলে যেমন একটা BACKGROUND MUSIC বাজে এবং তার মধ্য থেকে একজন নারীকথা বলে ঠিক তেমনি একটা RING TONE আমাকে শোনানো হল। তবে“0” বাটনের কথা আসতেইআমি লাইন কেটে দিই কারন সিম ক্লোনিং হতে পারে এই আশঙ্কায়।) কিছুক্ষণ পর ওই একই নাম্বার থেকে আমাকে আবারকল দেয়া হয়। তখন শুরু হয় আবার TOM AND JERRY’র খেলা। ধাপ্পাবাজঃ স্যার, আপনি কি লাইন কেটেদিয়েছেন। আমিঃ নাহ, আমি কেন লাইন কাটব? আমি কাটেনি;NETWORK’র PROBLEM মনে হয়। ধাপ্পাবাজঃ স্যার, তাহলে কি আমি আবার REQUEST টি(CASH IN HAND PROCESS) পাঠাব। আমিঃ SORRY আসিফ সাহেব, আমি DECIDE করেছি আমি CASH IN HAND PROCESS নিব না।কারন, এতে অনেকঝামেলা, আর তা ছাড়া ঢাকা থেকে চিটাগাং অনেক দূর। রাস্তায় অনেক জ্যাম। আপনি বরং আমাকেদ্বিতীয় PROCESS টি বলুন মানে BALANCE TRANSFER PROCESS টি।(পুরো ব্যাপারটাই ছিল আমার সাজানো কারন আমি দ্বিতীয় PROCESS টি জানার জন্য অপেক্ষাকরছিলাম)। ধাপ্পাবাজঃস্যার, তাহলে আপনার BANK ACCOUNT NUMBER টি আমাকে বলুন। আমিঃ (মোবাইলেBALANCE TRANSFER করতে BANK ACCOUNT এর কেন প্রয়োজন তা ঠিক আমার বোধগম্য হল না) SORRY, আমার তো কোন BANK ACCOUNT নেই। ধাপ্পাবাজঃতাহলে স্যার, আপনার বিকাশ ACCOUNT NUMBER টি আমাকে বলুন। আমিঃ SORRY, আমার তো তাও নেই। ধাপ্পাবাজঃ(বিস্মিত হয়ে) আপনার বিকাশ ACCOUNT ও নেই!!! আমিঃ (সবিনয়েবললাম)না নেই। ধাপ্পাবাজঃকোন সমস্যা নেই স্যার। এখনো সুযোগআছে। কারণ,আপনি ৬০০ টাকা মোবাইলে রিচার্জ করলেই ৭৫,৩০০ টাকা পেয়ে যাবেন। শুধু কার্ডরিচার্জ করার সময় আমাকে লাইনে রাখলেই চলবে। আমিঃ কিন্তুআপনি লাইনে থাকলে তো আমার কার্ড রিচার্জ করতে সমস্যা হবে। ধাপ্পাবাজঃস্যার, আপনার কোন সমস্যা হবে না। আমি আপনাকে সব টিপস দিয়ে দিব। আমিঃ ঠিক আছে। ধাপ্পাবাজঃস্যার, দোকান থেকে কার্ড রিচার্জ করতে আপনার কতক্ষন সময় লাগবে। আমিঃ আশা করি ৪-৫মিনিটের বেশি সময় লাগবে না। ধাপ্পাবাজঃস্যার, আপনি কিন্ত আমাকে না জানিয়ে কার্ড রিচার্জ করবেন না।আর রিচার্জ করার সময়আমাকে অবশ্যই কল করবেন। আমি আপনাকে ৫ মিনিট পরেই কল করছি। আর কার্ড রিচার্জ করারসময় আসে পাশে যেন কেও না থাকে সেদিকেও খেয়াল রাখবেন। কারন বলা তো যায় না কেও হয়তআপনার কার্ড নাম্বার দেখে তা কপি করে ফেলতে পারে এবং তার নিজের মোবাইলে রিচার্জকরে ফেলতে পারে।( এই কথা শুনে আমার প্রায় অজ্ঞান হওয়ার মত অবস্থা। কারন চোর তারমাসতুঁত ভাইয়ের কথা আমাকে শুনাচ্ছে।) আমিঃ ঠিক আছে।আমি গোপনে কার্ড রিচার্জ করব এবং রিচার্জ করার সময় আপনাকে কল দিয়ে জানবো। তারপর আমিধাপ্পাবাজ ভাইকে THANK YOU বলে লাইন কেটে দিই। ৫ মিনিট পরে ধাপ্পাবাজভাই আমাকে আবার কল করে,তবে এইবার আমি CALLটি REJECT করে দিই।কারণ,আমারস্বার্থ তখন পুরোপুরি হাসিল হইয়াছিল। sorry ধাপ্পাবাজ ভাই, আপনারসাথে এই ধাপ্পাবাজী করার জন্য। এই ঘটনার পরে একটা ব্যাপারে আমি মোটামুটি SURE, ধাপ্পাবাজদের প্ল্যান শুধু A,B কিংবা C পর্যন্তই সীমাবদ্ধ না, এর(প্ল্যান) শিকড় হয়ত J পর্যন্ত বিস্তৃত। By: Jetu Ragheb লাইক শেয়ার করে সবাইকে জানিয়ে দিন !!!
Posted on: Sun, 01 Sep 2013 11:00:01 +0000

Trending Topics



"http://www.topicsexpress.com/Sunday-December-14-2014-HARRY-REIDs-SPIN-MACHINE-This-is-topic-384190665093145">Sunday, December 14, 2014 HARRY REIDs SPIN MACHINE This is

Recently Viewed Topics




© 2015