◆ মেয়ে বনাম ছেলে ◆ (না - TopicsExpress



          

◆ মেয়ে বনাম ছেলে ◆ (না পড়লে চরমমিস করবেন) পরীক্ষার হলে দুই বান্ধবীর কথোপকথন — ১ম বান্ধবীঃ এই, ৭ নং লিখছিস? ২য় বান্ধবীঃ নারে, ৭ নং টা ভালো করে পারিনা। ১ম বান্ধবীঃ ৮ নং লিখছিস? ২য় বান্ধবীঃ না, ঐটা দিবোনা। ১ম বান্ধবীঃ ৯ নং পারিস? ২য় বান্ধবীঃ নারে। ১ম বান্ধবীঃ ১০ নং লিখছিস? ২য় বান্ধবীঃ লিখছি। তবে বানিয়ে- বানিয়ে লিখছি !! এবার রেজাল্টের সময় ঐ দুই বান্ধবীর কথোপকথন— ১ম বান্ধবীঃ কত পাইছিস? ২য় বান্ধবীঃ ভালোনারে . . . ১ম বান্ধবীঃ আহা, বলনা? ২য় বান্ধবীঃ ৯৫। ১ম বান্ধবীঃ ৯৫ পাইছিস, তাও বলছিস ভালোনা !! কিন্তু তোরে তো ৪টা প্রশ্ন জিগাইছিলাম, তুই পারিসনা বলছিলি। এখন ৯৫ পাইলি ক্যামনে ??? . পরীক্ষার হলে দুই বন্ধুর কথোপকথন — ১ম বন্ধুঃ দোস্ত, ৭ নং লিখছিস? ২য় বন্ধুঃ হুম। ১ম বন্ধুঃ দেখা। ২য় বন্ধুঃ এই যে ধর, খাতা দিয়া দিলাম। যত খুশি দেখ। কিন্তু সাবধানে !! ১ম বন্ধুঃ থ্যাংকস দোস্ত। পাশ করমু তো? ২য় বন্ধুঃ শালা, আমি পাশ করলে তুইও করবি। এখন লেখ। এবার রেজাল্টের সময় ঐ দুই বন্ধুর কথোপকথন— ১ম বন্ধুঃ দোস্ত, থ্যাংকস !! তোর কারণে পাশ করছিরে . . . ২য় বন্ধুঃ শালা, না খাওয়াইলে তোর খবর আছে !! কত পাইছিস? ১ম বন্ধুঃ ৯০ !! ২য় বন্ধুঃ আরে শালা, তুই তো আমার খাতা কপি করছিলি। তাইলে আমার চেয়ে ৫ কম পাইলি ক্যান? বানান ভুল করছিলি নাকি ??? . এখন আপনারাই বলেন, কাদের বন্ধুত্ব বেশি মজবুত? মেয়েদের নাকি ছেলেদের ??@
Posted on: Mon, 05 Aug 2013 11:18:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015