¤¤¤মধ্যবিত্ত পরিবারের - TopicsExpress



          

¤¤¤মধ্যবিত্ত পরিবারের কথা¤¤¤ Written by স্বপ্নহীন বালক তামিম(নিশ্চুপ সমুদ্র) মধ্যবিত্ত পরিবারের বেশি চাহিদা থাকেনা। তারা অল্পতেই অনেক খুশি। তাদের ডুপ্লেক্স বাড়ি থাকেনা এয়ারকন্ডিশন গাড়ি থাকেনা কিন্তু তাতেও তারা অখুশি নয়। বরং তারা ভাড়া বাসায় থেকে রিক্সা, বাসে চড়ে সাধারন জীবন যাপন করে অনাবিল সুখে শান্তিতে থাকে। মধ্যবিত্ত পরিবারের বাবা মায়েদের একটি মাত্র আশা থাকে তা হল তাদের সন্তানদের উজ্জল ভবিষ্যত গড়ে দেওয়া। তারা চায় তাদের সন্তান মানুষের মত মানুষ হোক। তারা সমাজের কাছে পরিচিত হয় তাদের সন্তানদের সফলতার মাধ্যমে। তাদের সন্তানরাও খুব ছিপছাপ চলে। তারা তাদের বাবা মায়ের কাছে এমন কিছুর আবদার করেনা যা বাবা মা পুরনে ব্যার্থ হবে। আর বাবা মা গুলোও শত কষ্ট আর অভাব থাকলেও সন্তানদের মুখে হাসি ফোটাতে অবিরাম চেষ্টা চালিয়ে যান। এপরিবারের সন্তানেরা তাদের বাবা মায়ের কষ্ট বুঝে। তাই তো তারা বুদ্ধি হবার পর পড়াশোনার পাশাপাশি কোন টিউশন করে কিংবা কোন ছোটখাট চাকরী করে তাদের পরিবারকে সাহায্য করে। মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের চিন্তা থাকে তাদের মা বাবাকে খুশি রাখার। তাই তারা মা বাবার সব কথাই মেনে চলে। এমন কোন কাজ করেনা যাতে মা বাবার মনে কষ্ট লাগতে পারে। তারা বাবা-মার খুশির জন্য জীবন দিতেও দ্বিধা করেনা। মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাও প্রেম করে। তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গুলো তাদের মত সিম্পল পরিবারের হয়। তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বড় কোন আবদার থাকেনা, কারন তারা একজন অন্যজনকে বুঝে। তাদের ভালবাসা হয় পবিত্র। মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যেকোন মানুষের বিপদে সবার আগে এগিয়ে আসে। সামর্থ্যের সবটুকু দিয়ে তারা মানুষকে সাহায্য করার চেষ্টা। এত কিছুর পরও তাদের মধ্যে অসন্তুষ্ট ভাবটা নেই। তারা সবসময় খুশি। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। এজন্য আমি গর্ববোধ করি আর আল্লাহকে অনেক শুকরিয়া জানাই।
Posted on: Sat, 27 Dec 2014 02:51:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015