....মধ্যবিত্ত লোকেরা - TopicsExpress



          

....মধ্যবিত্ত লোকেরা মিথ্যা কথা বলে.... তখন আমি ৩য় শ্রেণীতে পড়ি। টিভিতে এড দেখে V.S বুদ্ধি রানা সুয়েটার পড়ার খুব ইচ্ছা হয়। কিন্তুু দোকানে যেয়ে যখন দেখলাম, আমার সপ্নের সুয়েটারের দাম ৩৫০ টাকা আর অন্য কম্পানির সুয়েটারের দাম ৩০০ টাকা। আব্বু যখন আমার পছন্দ কোনটা শুনতে চাইলো, তখন আমি অন্য কম্পানির সুয়েটারটা দেখিয়ে দিলাম, আর আমার সপ্নকে ৫০ টাকার জন্য মাটি করে দিলাম। আজ ও আব্বুকে সেদিনের সত্য কথাটা বলতে পারি নাই। রাতে যখন মা বলে তার খাইতে ইচ্ছা করছে না, তখন বুঝতে পাড়ি যে রাতে ১ জন এর খাবার কম আছে। আমরা যাতে ঠিক মত খাইতে পাড়ি তাই মা এই মিথ্যা কথা বলে রাতে না খেয়েই ঘুমাতে চাচ্ছে। মা যখন বলে, বাবা BRDB তে junior officer পদে লোক নিবে, তুই application কর। তখন মাকে মিথ্যা বলি যে আমি চাকুরি করবো না, ব্যবসা করবো। মা কে বলতে পাড়ি না যে, মা ওই চাকুরিটা তোমার ভার্সিটিতে MBA পড়া ছেলের জন্য না, চাকুরিটা ৭.৫ লক্ষ টাকা ঘুষ দেওয়ার সমার্থ থাকা ছেলেদের জন্য। আব্বুর সাথে বাজার করতে যেয়ে যখন দেখি, আব্বু কোন বড় মাছের সামনে দাড়িয়ে মনে মনে তার পকেটে কত টাকা আছে তার হিসাব করছে, তখনো আমি মিথ্যা বলি যে, এই মাছটা ভাল না চলো ১৫০ টাকা দিয়া ১ কেজি তেলাপিয়া মাছ কিনি। আর নিজের মন কে বলি ওই বড় মাছটা মোটা কোন সাহেব এর জন্যই বাজারে উঠছে। রাস্থায় দেখা হলে কেউ যখন জানতে চায় আমি কেমন আছি তখন আমি হাসি মুখে উত্তরদি ভাল আছি। কিন্তু সত্য কথাটা বলতে পাড়িনা যে, ভাল চিকিৎসার অভাবে আম্মুর ডান হাতটা দিন দিন অকেজ্য হয়ে যাচ্ছে, আমি ছেলে হিসাবে কিভাবে ভাল থাকতে পাড়ি। আমি সবাইকে বলি আল্লাহর দেয়া শরীরটা নষ্ট করা বা ব্লেড দিয়া কাটা ঠিক না। কিন্তু যদি কেউ আমার O+ কিডনী নিয়ে, বিনিময়ে আম্মুর হাত এর চিকিৎসা করে হাত ভাল করে দেয় তাহলে আমি নিজেই তাকে হাসি মুখে কিডনী দিতে রাজি আছি। ঈদে কি জামা কিনলাম এটা কেউ জানতে চাইলে বলি, সব কিছুই আমার আছে তাই নতুন করে কিছু কিনলাম না। কিন্তু বলতে পাড়িনা যে কোরবানির পশু কিনতেই সব টাকা খরচ হয়ে গেছে। ৫/১০/১৪ তারিখ রাতে মজা করে এক ফেবু বন্ধুকে বলছিলাম যে, আমি পূরান বন্ধু আর পুরান জামা দিয়াই ঈদ করবো। এটাই মধ্যবিত্তর বাস্থবতা। এত কিছুর পড় ও আমি খুব সুখি কারন আমাদের পরিবারে ভালবাসা আছে। যেটা উচ্চবিত্ত পরিবারে দেখা যায় না। পরিবারের সবাই একই সুতায় গাথা মালার মত থাকি। কম্পোমাইজ আর কনছিডার এ দুটা জিনিস আমরা ছোট কাল থেকেই শিখী পরিবার থেকে।
Posted on: Wed, 05 Nov 2014 17:44:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015