*মসজিদে মোবাইল - TopicsExpress



          

*মসজিদে মোবাইল ব্যবহার* প্রায় সকল মসজিদের ভিতরে একটা লেখা দেখা যায়। ”মসজিদের ভিতরে আপনার মোবাইল ফোনবন্ধবা সাইলেন্ট করে রাখুন”। এটি লেখার কারন আমরা সবাই জানি। কারনটা হলো নামাযের সময় যাতে আপনার মোবাইলে রিং বেজে না ওঠে। এখন কথা হল, দেখা গেলো আপনি মোবাইল নিয়েই মসজিদে গেলেন। কথা মত আপনার মোবাইল সাইলেন্ট( ভাইব্রেট, যদিও দুইটার অর্থএক না) করে রাখলেন। কিন্তু অনেকের এমনমোবাইল আছে যে সেগুলো সাইলেন্ট করা অবস্থায় যদি ফোন আসে তখন যে ভাইব্রেশন হয়, তার শব্দও কিন্তু অনেক। এতে পাশের মুসুল্লিদের অসুবিধা হতে পারে। তাহলে কি করবেন? মোবাইল বন্ধ রাখাই নিরাপদ। না নিরাপদ নয়। কারন আপনি নামাযের আগে মোবাইল বন্ধ করে সাথে নিয়ে মসজিদে প্রবেশ করলেন। আপনার মোবাইল বন্ধ ঠিকতো। কিন্তু কোন কারনে আপনার মোবাইলে আগে কখনও এলার্ম দিয়ে রেখেছিলেন। আর সময়টা ঠিক নামাযের সময়। তাহলে কি হল। মোবাইল বন্ধ থাকা সত্তেও নামাযের সময় এলার্ম দেবার কারনে বেজে উঠলো! সুতরাং মসজিদে প্রবেশের আগে এটলিস্ট আপনি শিউর হয়ে নেন নিচের তিনটা জিনিস : ১. মোবাইলে কোন এলার্ম দেয়া নেই ২. মোবাইল ভাইব্রেশন মোডে নাই ৩. মোবাইল সুইচ অফ করা এবং এই কাজ গুলো মসজিদে প্রবেশের আগেইকরবেন। কারন অনেক মোবাইলে আবার বন্ধ করতে গেলে হেব্বি সাউন্ড হয়। মানে সে (মোবাইল সেট) জানান দেয় আমি বন্ধ হচ্ছি! এখন যদি ভুল করে মোবাইল অন করেই নামাজে দাড়িয়ে যান এবং কল এসে পড়ে তাহলে কি করবেন? এক্ষেত্রে শরীয়তের মাসআলা হলো, যেহেতু মোবাইল রিং হওয়া নিজের এবং পাশের মুসল্লীদের মনোসংযোগ বিঘ্নিত ঘঠায় সেহেতু মোবাইলটির রিং অবশ্যই বন্ধ করতে হবে। প্রথমে নামাজে থেকেই এক হাত দ্বারা বন্ধ করার চেষ্টা করবে, যদি একহাত দ্বারা সম্ভব না হয় তাহলে নামাজ ভেঙ্গে দুইহাতে বন্ধ করবে। একটা জিনিস সবাই লক্ষ রাখবেন, কাওকে কল করতে হলে দেখে নিবেন এখন নামাজের সময় কিনা। নামাজের সময় হলে কল না করারচেষ্টা করবেন। --আবিগ্রী
Posted on: Tue, 09 Jul 2013 15:13:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015