**লিও মেসির - TopicsExpress



          

**লিও মেসির কিছু ব্যাতিক্রমি রেকর্ড!! *লিগের প্রথম ২৩ম্যাচে ৩৫গোলের একমাত্র মালিক মেসি ! *লা লিগার সর্ব কনিষ্ঠ প্লেয়ার হিসেবে ২০০+গোলের মাইল ফলক *সিজনের প্রথমার্ধেই ১৭টি away গোলের অনন্য রেকর্ডটিও তার দখলেই !! *এ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সব থেকে বেশি গোল দাতা (১৬টি) *টানা ৫ম্যাচে ২+গোল কারি একমাত্র ফুটবলার মেসি *টানা ৪টি away ম্যাচে ২+গোলের রেকর্ড ও মেসির ! *গত ৬২বছরে প্রথম ১১ম্যাচে ১৫গোল স্কোরার ও তিনিই! *টানা ৭বছর ধরে সেরা ফুটবলার নির্বাচনে টপ 3নমিনেড Only প্লেয়ার !! *এল ক্ল্যাসিকোতে ২৯টি গোলে সরাসরি অবদান,যার মধ্যে ১৮টি গোল ও ১১টি এসিস্ট ! *গত ৫২ বছরে ৩বার একম্যাচে ৪ গোলের রেকর্ড ধারি একমাত্র লিজেন্ড লিও এর আগে এই রেকর্ড করেছিলেন,কুবালা ও ডি ষ্টেফানো ১৯৬১সালে ! *মজার ব্যাপার হল ফুটবলিয় প্রায় সব ধরণের পার্সোনাল রেকর্ডে মেসি ভাগ বসিয়েছেন কিন্তু এমন কিছু রেকর্ড আছে যে গুলোর একমাত্র অধিকারি লিও ই ! **যেমন:এক বছরে 91গোল,টানা ৪বার বর্ষসেরা, একজন গোল কিপারের বিপক্ষে বেশি গোল .. পৃথিবির ভিন্ন ১৯টি সিটিতে গোল স্কোরার ইত্যাদি ! ***আরো দূর্ধর্ষ কিছু রেকর্ডের অপেক্ষাই রইলাম # ভামোস_লিও
Posted on: Fri, 12 Sep 2014 02:50:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015