**সাধারণ জ্ঞান: - TopicsExpress



          

**সাধারণ জ্ঞান: (ভুগোল-৪)** ৩১. সৌরজগতের কয়টি গ্রহ আছে? উত্তর : ৮টি। ৩২. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? উত্তর : চাঁদ। ৩৩. কোন কোন গ্রহের উপগ্রহ নেই? উত্তর : বুধ ও শুক্র। ৩৪. কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? কয়টি? উত্তর : শনি। ২২টি। ৩৫. সূর্য কোন বর্ণের? উত্তর : হলুদ। ৩৬. সূর্যের ব্যাস কত? উত্তর : ১৩ লাখ ৮৪ হাজার কি. মি.। ৩৭. সূর্যের ভর কত? উত্তর : ১.৯৯*১০১৩ কিলোগ্রাম। ৩৮. সূর্যের কেন্দ্রভাগ ও পৃষ্ঠভাগের উত্তাপ কত? উত্তর : ১৫০,০০০,০০০ ও ৬০০০ সেলসিয়াস। ৩৯. কোনটি সবচেয়ে বড় গ্রহ? উত্তর : বৃহস্পতি। ৪০. সবচেয়ে ছোট গ্রহ কোনটি? উত্তর : বুধ। continue... *____R_____o_____N_____i____* *শুধু ইংরেজীর জন্য: Learn English By Exercise •••আরও এমন ছোটবড় বিভিন্ন সব তথ্য জানতে লাইক ও শেয়ার করে আমাদের সাথে থাকুন... €ðîtør: {#RoNi}
Posted on: Fri, 02 Jan 2015 12:24:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015