¤সুখবর্ *সুখবর্* - TopicsExpress



          

¤সুখবর্ *সুখবর্* সুখবর্¤ পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য সুখবর্ আপনারা যারা আন্দোলন না করে ঘরে বসে আছেন, তাদের জন্য সুখবর।আপনারা যাতে করে আরো একবছর বসে থাকতে পারেন সেই ব্যবস্থাই হতে যাচ্ছে।আমাদের গজেট তো দুরের কথা,রুটিনের ভাবনাও তাদের নাই।তারা যদি পরীক্ষাই নিতো তাহলে নতুন রুটিনের নোটিশ আরো আগে দিতো।আর রুটিন না দেওয়ার কারন:আমরা যাতে আন্দোলন না করতে পারি!সরকারের সময় পার হয়ে গেলেই ৩-৪ বছরে আর গেজেট দিবে না। গেজেট ও রুটিন আনতে হলে আমাদেরকে অবশ্যই আন্দোলন করে আনতে হবে।তাই নেতাদেরকে বলছি আপনারা যাদের জন্য নেতা হয়েছেন তাদের জন্য কিছু করেন।অন্যের কানপড়া নিয়ে বসে থেকে এতগুলো ছাত্রদের জীবন নষ্ট করবেন না।আপনারা অনেক আশ্বাস দিয়েছেন।এখন বাস্তবে কিছু দেন। আমার মতো অনেক ছাত্র আছে যার জন্য একটি বছর লস অনেক বড়ো কিছু। তাই আমি সবাইকে সবিনয়ে অনুরোধ করছি আপনারা সবাই আমাদের সাথে আন্দোলনে যোগ দিয়ে আন্দোলনকে সফল করুন। সবাই একসাথে শ্লোগান দিবো- আমাদের দাবি একটাই গেজেট প্লাস রুটিন চাই মেনে নিন মেনে নিন দ্রুত গেজেট রুটিন দিন আপনাদের মতামত জানান এবং শেয়ার করুন ০ @@মুহিত
Posted on: Tue, 05 Nov 2013 03:03:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015