..... স্ট্যাটাসটি সাধারণ - TopicsExpress



          

..... স্ট্যাটাসটি সাধারণ হয়েও অসাধারণ! ..... দেশে এসেই নতুন একটা স্মার্ট ফোন কিনলাম। জীবনের প্রথম স্মার্ট ফোন। এর আগে কখনো smart phone ব্যবহার করিনি। ব্যবহার করার প্রয়োজনও অনুভব করিনি। আমার মতো প্রযুক্তি-অজ্ঞের কাছে সব ফোনই সমান। কথা সেইটা না। কথা হলো ফোনটা কেনার পর দেখলাম যে এর বিল্ট-ইন মেমোরি মাত্র দুই গিগা । আমার অন্য সব বন্ধুদের মেমোরি মিনিমাম বত্রিশ গিগা । হতাশ হয়ে পড়লাম। বন্ধুরা বললো যে, হতাশ হওয়ার কিছুই নাই, একটা এসডি কার্ড কিনে লাগায় নিলেই হবে। তবে তোর ফোন কত গিগের এক্সটারনাল এসডি সাপোর্ট করবে সেটা বলা মুশকিল। আমাদের আইফোন্, স্যামসাং, এইচ,টি,সি তে আমরা বত্রিশ গিগা ইউজ্ করি। তোরটাতে মনে হয় এতো বড় মেমোরি সাপোর্ট করবে না। আবার মন কিছুটা খারাপ হল। ছুটি শেষে চলে গেলাম আমার বর্তমান আবাস অস্ট্রেলিয়ায়।গেলাম স্পেশালিস্ট এর কাছে এস্ডি কার্ড কিনতে। সে আমাকে ইংরেজিতে জিগ্যেস করলো, এটা কোন ফোন? আমি তাকে বললাম যে, এটা WALTON ফোন। সে তারপর ফোনের সবকিছু চেক্ করে বললো যে, Fantastic. তুমি easily এটাতে ৩২ গিগ্ ইউজ্ করতে পারবা। খুশি মনে কিনে ফেললাম মেমোরি কার্ড। এরপর ও আমাকে জিগ্যেস করলো যে এই ফোন টা আমি কত ডলার দিয়ে কিনেছি। দাম বললাম। দাম বলার পরে ও বিশ্বাস ই করলো না যে এতো সস্তায় এতো ভালো স্মার্ট ফোন পাওয়া যায়। বিস্মিত হয়ে জানতে চাইলো যে আমি ফোনটা কোথ তখন আমি দুই হাত পকেটে ঢুকিয়ে আকাশের দিকে তাকায় চরম ভাবের সাথে উত্তর দিলাম, বাংলাদেশ থেকে, মেইড্ ইন্ বাংলাদেশ!। ও তখন আমাকে বললো যে, আমি তো জানতাম বাংলাদেশ সারা বছর বন্যার পানিতে ডুবে থাকে। ওরা আবার স্মার্ট ফোন বানানো শুরু করলো কবে? তখন আমি ওকে পরিস্কার বাংলায় বললাম্ যে, মামা, তুমি মুড়ি খাও!। ও অবাক হয়ে জিজ্ঞেস করলো যে- কি বললে? বুঝলাম না তো!। জবাবে আমি ভাবের সাথে বললাম, বলেছি যে, আমাদের দেশের টেক্নোলজি এতই অ্যাডভান্সড যে আমাদের দেশের সব ফ্যাক্টরি পানির নিচে, এবং পানির নিচেই ফ্যাক্টরি গুলোতে খুব ভালো কাজ হয়! এটা বলার পর ওর চেহারার কি অবস্থা হয়েছিলো সেটা দেখার জন্য আর দাঁড়ালাম না। মিষ্টি করে গায়ে জ্বালা ধরানো হাঁসি থেকে বের হয়ে এলাম। পুনশ্চঃ এস্,ডি কার্ডের দাম ফোনের দামের অর্ধেকেরও বেশি পড়লো। ইশ্ আমাদের দেশ কবে যে এসডি কার্ড বানানো শুরু করবে! তবে খুব একটা দেরি নেই মনে হয়। _________বন্ধুহীন বন্ধু
Posted on: Thu, 24 Oct 2013 15:30:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015