>> স্বামী ঘরে - TopicsExpress



          

>> স্বামী ঘরে ঢুকতেই দেখলো তার স্ত্রী তার ঘনিষ্ঠ বন্ধুর সাথে শুয়ে আছে >>> সে বন্ধুকে বললো >> বাস্টার্ড সাহস থাকে তো আয় দুটো পিস্তল নিয়ে দুজনেই লড়ি . . যে জিতবে ও তার হবে . . বলে ওরা পাশের ঘরে চলে গেল . . . পাশের ঘরে যাবার সময় বন্ধু বললো >> বন্ধু কেন মিছিমিছি আমাদের মাঝে একজন মরবো, তারচেয়ে বরং দুজনেই মরার ভান করে শুয়ে থাকি, ও যাকে নিয়ে কাদঁবে, ও তার হবে . . . বলে দুজনে দুজনেই মটকা মেরে শুয়ে পরল এবং দুটি গুলির আওয়াজ করল . . স্ত্রী ঘরে ঢুকে দেখল দুজনেই মরে পড়ে আছে . . . : : : : : : সে তখন খাটের তলা থেকে তার আরেক প্রেমিককে ডেকে বললো চলো এসো >> এরা দুজনেই মরেছে, আর কোনো বাঁধা নেই
Posted on: Wed, 05 Nov 2014 12:34:52 +0000

Trending Topics



iv>
# Acid rain is rain consisting of water droplets that are

Recently Viewed Topics




© 2015