: হ্যালো ভাই ,মসজিদ টা - TopicsExpress



          

: হ্যালো ভাই ,মসজিদ টা কোনদিকে ? : ওহ , মসজিদে যাবেন আমার সাথে আসেন । : এইতো মসজিদ, যান নামায পড়েন। : আপনি পড়বেন না ? : ইয়ে মানে প্যান্টটা ঠিক নাই । ------- : দোস্ত চল আসরের নামাযটা পড়ে নেই : তুই যা আমি একটু পরে আসতেছি। : একটু পরে কেন ? ঠিক আছে আমিও একটু পরে একসাথে যাব। : ইয়ে মানে প্যান্টটা ঠিক নাই। ------- : কেমন আছেন স্যার ? : এইতো ভাল। কোথায় যাচ্ছ ? : মসজিদে। : যাও।নামায পড়া খুব ভাল কাজ। : স্যার আপনি পড়বেন না ? : ইয়ে মানে প্যান্টটা ঠিক নেই। বর্তমানে নামাযে ডাকলে ৯৯ ভাগ লোকের অজুহাত হয় - " ইয়ে মানে প্যান্টটা ঠিক নেই " ৯৯ ভাগ লোকের কাছ থেকে ৯৯ টা অজুহাত না আসলেও ২০/২৫ টা তো অজুহাত আসার কথা কিন্তু একই অজুহাত আসে কি করে...??? এর একটা উত্তর আছে আর সেটা হচ্ছে অজুহাতটা একটা লোকের তৈরি। আপনি কি জানেন সেই লোকটি কে? স েহচ্ছে . . . শয়তান !A¡s!
Posted on: Tue, 25 Jun 2013 05:42:02 +0000

Trending Topics




© 2015