|| ৩৫তম বিসিএস প্রস্তুতি - TopicsExpress



          

|| ৩৫তম বিসিএস প্রস্তুতি || BCS & BANK Job Preparation প্রসঙ্গঃ আন্তর্জাতিক বিষয়াবলী BCS Written exam এ যতগুলো বেশি মার্কস পাওয়ার subject আছে তাদের মধ্যে আন্তর্জাতিক বিষয়াবলী অন্যতম। তাই সবাই চাইবে এই সাবজেক্টে বেশি মার্কস তুলতে। সবাই এই সাবজেক্টে যত মার্কস পাবে আপনাকে তাদের চাইতে বেশি মার্কস পাওয়ার পরিকল্পনা করতে হবে এবং সে অনুযায়ী পরিশ্রম করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছতে হবে। মনে রাখবেন এই বিষয়ে ১ মার্ক কম পাওয়া মানেই আপনি অন্যদের থেকে ১ মার্ক পিছিয়ে গেলেন। সবাই আপনার প্রতিদন্দ্বী নয়। যারা আপনার প্রতিদন্দ্বী তারা সবাই চাইবে এই বিষয়ে ৮০ নম্বরের উপরে তোলতে এবং তাদের মধ্য অনেকই পাবে। আর তাছাড়া যাদের কোন একটা বা দুইটা বিষয়ে যেমন English, Bengali or General science তে এমন দুর্বলতা রয়েছে যে এই বিষয়গুলোতে অনেক সময় দেওয়ার পরেও average marks পাবেন, তাদের জন্য আন্তর্জাতিক বিষয়াবলীতে ভাল করার কোন বিকল্প নাই। যাইহোক কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। Short question: Short question এর জন্য আপনাকে previous year এর প্রশ্নের উত্তরগুলো ভালভাবে বারবার পড়তে হবে। এবং এই রিলেটেড অন্যান্য ইনফরমেশন সম্পর্কে আপনার ভাল ধারনা থাকতে হবে। তার সাথে নিজেকে রিসেন্ট ইস্যু সম্পর্কে আপডেট রাখতে হবে। প্রশ্নের উত্তর দেওয়ার সময় যা চাইবে তার চাইতে কিছু বেশি রিলেটেড ইনফো দিতে পারলে এক্সামিনার খুশি হবে। আবার খেয়াল রাখবেন বেশি ইনফো দিতে গিয়ে এমন কিছু লিখবেন না যেন এক্সামিনার আপনার উপর বিরক্ত হয়। আপনার answer script এর কোথাও অপ্রাসঙ্গিক কিছু লিখবেন না, একেবারেই না। প্রশ্নঃ বাংলাদেশের সবচে বড় ব দ্বীপ কোনটি? উত্তর-১. সুন্দরবন। উত্তর-২. বাংলাদেশের সবচেয় বড় ব দ্বীপ সুন্দরবন। উত্ত্র-৩. বাংলাদেশের সবচেয় বড় ব দ্বীপ সুন্দরবন। এটি বাংলাদেশের দক্ষিনাঞ্চলে অবস্তিত। সুন্দরবন পৃ্থিবীর সবচাইতে বড় ম্যানগ্রোভ বন। এই তিনটা উত্তর দেখে আপনি নিজেই সিদ্ধান্ত নিন আপনি কিভাবে আপনার উত্তরটা দিবেন। Short note: short note কে শুধুশুধু বড় করে লেখবেন না। যা লিখবেন তা যেন ইনফরমেটিভ হয়। short note লিখার ক্ষেত্রে টেকনিকেল হওয়াটা জরুরী। আপনাকে শর্ট নোট হিসাবে UN এর উপর লিখতে দজা। আপনি করলেন কি এর পুরা হিস্ট্রি লিখে দিয়া আসলেন। তাহলে কি হইল কিছু? মার্ক যে পাবেন না আমি তা বলব না কারন এইটা এক্সামিনার এর উপর নির্ভর করে। আপনি কিছুটা হিস্টথন্‌ কিছুটা এর গঠন, কিছুটা সাম্প্রতিক কাজ কর্মের উপর অল্প কথায় লিখলেন তাহলে কি এইটা আরও ভাল হবে না। Broad question: বড় প্রশ্ন নিয়া আমার সব কথাই প্রায় বলা হয়ে গেছে। এখন যা বলব তা বলতে গেলে রেপিট করাই হবে। ভুমিকা অল্প কথায় শেষ করবেন। ভূমিকাতে এমন কিছু লিখবেন যা বলতে গেলে পুরা উত্তরে যা লিখবেন তার সারংশ। ভূমিকাতে অবশ্যই হিস্ট্রি রিলেটেড কিছু কথা থাকবে। ভাষার প্রয়োগটা এমন হবে যা পরে এক্সামিনারের মনে আরও পড়ার আগ্রহ জন্মে। একট কথা সবসময় মনে রাখবেন, আপনার পুরো খাতা এক্সামিনার এর পক্ষে লাইন বাই লাইন পড়া সম্ভব নয়। তাই সে যেন আপনার খাতাটা পড়ে কিংবা যেটুকু পড়বে সেটুকু পড়েও যেন আপনার লিখা সম্পর্কে একটা খুব ভাল ধারনা নিতে পারে সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। এর জন্য আমি বলব যত বেশি সম্ভব পয়েন্ট জেনারেট করেন। পয়েন্ট এর হেয়ালাইন অন্য রঙ এর কলম দিয়ে আন্ডার মার্ক করেন। যত বেশি সম্ভব প্রশ্ন রিলেটেড কুটেশান ব্যবহার করেন। কুটেশ্ন গুলো অবশ্যি ভিন্ন রঙ্গের কলম দিয়ে লিখবেন। ডাটা টেবিল আকারে দেওয়ার চেষ্টা করবেন। প্রতিটি পয়েন্টের আন্ডারে সবচাইতে ইম্পরট্যান্ট কথা গুলো আগে লিখবেন। যত বেশি সম্ভব রিলেটেড ডাটা দেওয়ার চেষ্টা করবেন। Most important topics (evergreen topics IA for BCS written exam): BD- India relationship, Look east plicy, Rohinga problem, BD Myanmer relationship, Midle east crisis, BD foreign policy, terrorism, Globalisation, sustainable development, Environmental problem, Green economy, SAARC, ASEAN, UN, WTO, commonwealth, free market economy, peace keeping mission, labor export, BD-America relationship etc. যারা আমাকে আপনাদের বিভিন্ন সমস্যা জানিয়ে ইনবক্স করেছেন তাদেরকে সাহায্য করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, আশা করি ভবিষতেও আমার চেষ্টা অব্যাহত থাকবে। তবে আমি নিজেও মাঝে মাঝে বিভিন্ন সমস্যায় থাকি যার ফলে নেটে বসে আপনাদের আলাদা আলাদা রিপ্লাই দিয়ে জানাতে হয় যা অনেক কষ্টের কাজ। তাছাড়া মাঝে মাঝে আমার ইন্টারনেট কানেকশনই থাকে না। সবাইকে প্রব্লেম এর কথা যাতে একসাতে ইনফরম করতে পারি তার জন্য যারা আমাকে ইনবক্স করবেন তাদেরকে একই সাথে একটা ফ্রেন্ড রিকুয়েস্ট পাটানোর জন্য অনুরোধ রইল। আর একটা কথা, দয়া করে কেউ যে প্রব্লেম গুলোর সমাধান দেওয়া হয়েছে সে গুলো না পড়ে একই প্রব্লেম এর সমাধান চেয়ে ইনবক্স করবেন না। Ashrafullah BCS police (Merit position 29th)
Posted on: Sun, 05 Oct 2014 18:24:35 +0000

Trending Topics



style="min-height:30px;">
For those of u that are friends with me And my daughters father I

Recently Viewed Topics




© 2015