1. খিস্তিখেউড় কোন ভাষার - TopicsExpress



          

1. খিস্তিখেউড় কোন ভাষার শব্দ? সংস্কৃত বাংলা ফার্সী আরবী 2. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি ? মাহমুদা খাতুন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সুফিয়া কামাল রাবেয়া খাতুন 3. আরেক ফাল্গুন উপন্যাসের বিষয় কি? মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন গণঅভু্যথান কোনটই নয় 4. শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন- ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত 5. কোনটি নির্ভুল? দূঃ+ঘটনা=দূর্ঘটনা দূর+ঘটনা=দূর্ঘটনা দুঃ+ঘটনা=দুর্ঘটনা দুর+ঘটনা=দুর্ঘটনা 6. কোনটি নাটক? কর্তার ইচ্ছায় কর্ম গড্ডালিকা পল্লীসমাজ সাজাহান 7. “উৎকুণ” শব্দের অর্থ ‒ উন্নাসিক উন্মাদ উকুন উল্লুক 8. মানিক বন্দ্যোপাধায়ের পদ্মানদীর মাঝি নামক উপ্যনাসের উপজীব্য- মাঝি-মাল্লার সংগ্রমশীল জীবন জেলে-জীবেনর বিচিত্র সুখ-দুঃখ চাষী-জীবনের করুন চিত্র চরবাসীদের দুঃখী-জীবন1 9. চর্যাপদের মহিলা কবির নাম কি? ভুসুকপা কাহ্নুপা কুক্কুরিপা লুইপা 10. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন- কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ মোহাম্মদ বরকতউল্লাহ,আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ মোহাম্মদ আকরাম হক,মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ কাজী ইমদাদুল হক,মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ 11. যে ভূমিতে ফসল জন্মায় না- পতিত অনুর্বর ঊষর বন্ধ্যা 12. হাসান হাফিজুর রহমান কাব্য ঝরা পালক বিমুখ প্রান্তর সাত সাগরের মাঝি( রত্নাবতী 13. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক ? যত গর্জে তত বৃষ্টি হয় না অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট নাচতে না জানলে উঠান বাঁকা যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয় 14. বাংলা ছন্দ কত রকমের? এক দুই তিন চার 15. কোন গল্প রচনা করে শরৎচন্দ্র ‘ কুন্তলীন ’ পুরস্কার পান ? অভাগীর স্বর্গ মামলার ফল মন্দির বড়দিদি 16. বাংলা ভাষায় রচিত প্রথম প্রনোয়পখ্যান ও লেখক ? চর্যাপদ পদ্মিনী উপাখ্যান, রঙ্গলাল মুখোপাধ্যায় কথোপকথন, উইলিয়াম কেরি ইউসুফ জুলেখা, শাহ মুহাম্মদ সগীর 17. ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে? হাসান হাফিজুর রহমান জহির রায়হান শহীদুল্লাহ কায়সার আনোয়ার পাশা 18. “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি কার রচনা? ঈশ্বরচন্দ্র গুপ্ত মধুসূদন দত্ত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় 19. তুমি আসবে বলে হে স্বাধীনতা- কার কবিতা? শামসুর রাহমান শওকত ওসমান সিকান্দার আবু জাফর সুফিয়া কামাল 20. কোন ভাষাকে উত্তরাপথের ‘Lingua Franca’ বলা হয়? মৈথালী ভাষা মাগধী ভাষা মহারাষ্ট্র ভাষা সৌরসেনী ভাষা 21. মৌলিক পদার্থ কতটি? ১১০ ১১২ ১১৪ ১১৬ 22. নিচের কোনটিকে কিডনির কার্যকরী একক বলা হয়? মেজর কেলিস গ্লোমেরুলাস মাইনর কেলিস নেফ্রন 23. পিসিকালচার- বলতে কী বোঝায়? হাঁস-মুরগি পালন মৌমাছি পালন মৎস্য চাষ রেশম চাষ 24. ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কী হিসেবে? বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে মেমোরি চিপ হিসেবে চুম্বক ক্ষেত্র হিসেবে কার্বন ক্ষেত্র হিসেবে 25. কোন ধাতুর উপড় আঘাত করলে শব্দ হয়না? পিতল লোহা এন্টিমনি তামা 26. আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়- বিদ্যুৎ খরচ কমানোর উদ্দেশ্য অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে বৈদ্যুতিক বালব থেকে বেশি আলো পাওয়ার জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতি যাতে সুষ্ঠুভাবে কাজ করে 27. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিত্‍সা পদ্ধতি কে বলা হয় টেলিমেডিসিন জায়মাপ্লাজম ইলেকট্টো মেডিসিন ই ট্টিটমেন্ট 28. কেঁচোর রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায়? লোহিত কণিকায় শ্বেত কণিকায় রক্তরসে সব জায়গায় 29. জন্ডিসে আক্রান্ত হয় – যকৃত কিডনি পাকস্থলী হৃৎপিণ্ড 30. পাতায় তৈরি খাদ্য কোনটি দিয়ে পরিবাহিত হয়? জাইলেম প্যারেনকাইমা স্কেরেনকাইমা ক্লোয়েম 31. বাতাসের নাইট্রোজেন কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে? সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব প্রস্তুত করে ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে মাটির অজৈব লবণনে পরিবর্তিত করে 32. MKS পদ্ধতিতে ভরের একক – কিলোগ্রাম পাউন্ড গ্রাম আউন্স 33. গ্যালিলিও কী? মঙ্গল গ্রহের একটি উপগ্রহ বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ শনি গ্রহের একটি উপগ্রহ পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ 34. চা পাতায় কোন ভিটামিন থাকে? ভিটামিন-ই ভিটামিন-কে ভিটামিন-বি কমপ্লেক্স ভিটামিন-এ 35. Natural protein এর কোড নাম - protein – P53 Protien – P51 Protien – P49 Protien – P54 36. সর্বাপেক্ষা দক্ষতাসম্পন্ন ইঞ্জিন কোনটি পেট্রোল ডিজেল বৈদ্যতিক গ্যাস ইঞ্জিন 37. বিদ্যুৎ পরিবাহী নয় – তামা লোহা রূপা রাবার 38. ফল পাকানোর জন্য দায়ী কী? ইথিলিন প্রপিন লাইকোপেন মিথিলিন 39. কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? হাতী কুমির তিমি বাদুর 40. প্রথম টেস্ট টিউব শিশু কবে জন্মগ্রহণ করে? জানুয়ারী, ১৯৭৭ জুলাই, ১৯৭৮ জুন, ১৯৭৮ আগস্ট, ১৯৭৯ 41. প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়? ঢাকা নয়াদিল্লী কলম্বো কাঠমুন্ডু 42. বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি ? পাল বংশ গৌড় বংশ সেন বংশ মৌর্য সাম্রাজ্য 43. ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিন্মোক্ত একটি এলাকায় অবস্থিত- ইসলামপুর চকবাজার সদরঘাট লালবাগ 44. কোন ব্যাংক জামানত ছাড়াই ঋণ প্রদান করে থাকে? ঢাকা ব্যাংক রূপালী ব্যাংক ব্র্যাক ব্যাংক গ্রামীণ ব্যাংক 45. বেগম রোকেয়া দিবস কখন পালিত হয়? ৯ডিসেম্বর ১০ডিসেম্বর ১ডিসেম্বর ১০জানুয়ারি 46. ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’ সংবিদানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? ২৭ ২৮ ৩০ ৪৭ 47. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন? তিতুমীর সৈয়দ আহমদ দুদু মিয়া হাজী শরিয়তউল্লাহ 48. একটি ১০ ফুট দৈর্ঘ্য বাই ৬ ফুট প্রস্থ বাংলাদেশের পতাকার কেন্দ্রের লাল বৃত্তের ব্যাসার্ধ কত? ১ ফুট ২ ফুট ২.৫ ফুট ৩ ফুট 49. বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার কোনটি? আইবিএম-১৬২০ সিরিজ আইবিএম-৩৬০ সিরিজ আইবিএম-১৬০০ সিরিজ আইবিএম-৪৩০০ সিরিজ। 50. বাংলাদেশের রাষ্ট্রপতি ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে? জিলস্নুর রহমান শেখ হাসিনা বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন ব্যারিস্টার মাহবুবে আলম 51. যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে Uniting for peace resolution গ্রহীত হয়েছিল - সুয়েজ খাল কোরীয় যুদ্ধ পাক-ভারত যুদ্ধ - ১৯৬৫ ফকল্যান্ড 52. নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী? বুদাপেস্ট প্রাগ এথেন্স তিরানা 53. পূর্ব ও পশ্চিম জার্মানি একত্রীকরণ হয়——? ১৯৮১ ১৯৯০ ১৯৯২ ১৯৮৯ 54. আয়তনের দিক দিয়ে কোন শহর সবচেয়ে বড়? ঢাকা টোকিও মস্কো লন্ডন 55. জাপানের পার্লামেন্টের নাম - নেসেট পিনাসাস ডায়েট শুরা 56. কম্পিউটার কে আবিষ্কার করেন? উইলিয়াম অটরেড ব্লেইসি প্যাসকেল হাওয়ার্ড এইকিন আবাকাস 57. পুলিতজার বিজয়ী একমাত্র মার্কিন প্রেসিডেন্ট কে? বিল ক্লিনটন জন এফ কেনেডি আব্রাহাম লিঙ্কন বারাক ওবামা 58. আফগানিস্তানের কোন শহরে তালিবানরা ইরানের কূটনীতিবিদের হত্যা করেছে? মাজার-ই-শরীফ হেরাট জালালাবাদ কান্দাহার 59. বাজারের শহর বলা হয় কোন শহরকে? কায়রো দুবাই রাবাত কুয়ালালামপুর 60. কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে? আলবার্টা কুইবেক মেনিটোরা নোভাস্কোশিয়া 61. নিমোক্ত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষদ্রতম? ৩/৪ ৫/৬ ৭/৯ ১১/১৮ 62. If a man swims 4 miters upstream at 1 mph and back downstream to the same point at 4 mph, what is his average speed ? 0.8 mph 1.6 mph 2.4 mph 3.2 mph 63. একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় ৮,১০ এবং ১২ সারিতে সাজানো যায়।আবার বর্গাকারেও সাজানো যায়।ঐ স্কুলে কমপক্ষে কত জন ছাত্র আছে? ৩৬০০ ২৪০০ ১২০০ ৩০০০ 64. যদি তৈলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তৈলের ব্যবহার শতকরা কত কমালে, তৈল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? ২০% ১৬% ১১% ৯% 65. কোন ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের ১২গুন এবং ভাজ্য ৯৮৯৬। ভাগশেষ ৮ হলে ভাগফল কত? ৮২৪ ১২৩৫ ৯৬ ১০৩ 66. (x+3)(x-3)কে x^2-6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ? -3 -6 6 3 67. কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60।তবে সংখ্যাটি কত? 250 100 200 300 68. a+b+c=9, a^2+b^2+c^2=29 হলে ab+bc+ca এর মান কত? 52 46 26 22 69. x+y=6 এবং xy=8 হলে (x-y)^2 এর মান কত ? 4 6 8 12 70. ৫৬ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোন এক দিকের দৈর্ঘ্য কত হবে? ২৮ ফুট ৩৬.৮ ফুট ৪৯.৬ ফুট ৪৬ফুট 71. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম? ২.০৫৭৩৪ ০.০২৫৭৩৪ ০.০২০৫৭৩৪ ২০.৫৭৩৪৪০ 72. টেবিলের মূল্য চেয়ারের মূল্য অপেক্ষা ৪০০ টাকা বেশি। যদি ৬ টি টেবিল ও ৬ টি চেয়ারের মূল্য ৪৮০০ টাকা হয়, চেয়ারের মূল্য টেবিলের চেয়ে শতকরা কত কম? ৬৬.৬৭ ৭৬.৬৭ ৫৬.৬৭ ৪৬.৬৭ 73. ২৫ গ্রামের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত ৪ঃ১। গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত ৫ঃ১ হবে? ৫ গ্রাম ৬ গ্রাম ১০ গ্রাম ২০ গ্রাম 74. Divide 30 by half and 10. what do you get ? 25 45 55 70 75. কোনটি ভূল?? ০*১ ১*০ ১/০ ০/১ 76. বার্ষিক পরীক্ষায় একটি ছাএ মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টির নির্ভুল উত্তর দিল।বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল।সমস্ত প্রশ্নের মান সমান।যদি ছাএ শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল- ১৫ টি ২০ টি ২৫ টি ১৮ টি 77. Describe the following sequence in mathematical terms. 144, 72, 36, 18, 9 Descending arithmetic sequence Ascending arithmetic sequence Descending geometric sequence ascending geometric sequence 78. একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত? ৫/৬ ১(২/৩) ১(৫/৭) ৩(৩/৪) 79. ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংলটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০০ কোণে স্পর্শ করলো খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল? ১২ ফুট ৯ ফুট ৬ ফুট ৩ ফুট 80. কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত? ৭৭/২৪৩ ১০২/২৮৯ ১১৩/৩৫৫ ৩৪৩/১০০১ 81. Identify the incorrect word/phrase When our vacation, we plan to spend three days scuba diving. When plan days diving 82. Identify the wrong word/phrase The majority to the news is about violence or scandal. The to news violence 83. First language means the _ language . important main natural offical 84. One should be careful about ___ duty. his her one’s the 85. The word constraint means freedom limitaion plentiful endless 86. _____ Thousand years are needed to conquer him i bet. a one x a+b 87. Oxygen : Respiration :: improvement : care camera : photography sunlight : photosynthesis drama : acting 88. ‘The French’ refers to – The French people the French Language the French manners the French society 89. A reward has been announced for the employees who ‒ hard. have worked has worked will be work have had worked 90. Inept is the opposite of: Healthy Healthy Skillful Sad 91. According to the conditions of my scholarship, after finishing my degree ‒ . my education will be employed by the university employment will be given to me by the University the University will employ me I will be employed of the University 92. Antonym of ‘tedious’ is: boring monotonous refreshing tiresome 93. That meat smells a bit ____ to me. Iffy Fluffy Faff Ify 94. Only after I _ home, did I remember my doctor\s appointment. going go went gone 95. The greater the demand, ___________ the price. high the higher the highest highest 96. The antonym of ‘indifference’ is - Ardour Compassion Anxiety Conceren 97. When do you do the washing up? - select best meaning clean the dishes do the housework wash the floor clean the windows 98. Our annual sports came --yesterday. off by at that 99. Could I have a ___ of ice cream? piece glass scoop none 100. He died--- diarrhoea for from by of
Posted on: Thu, 07 Aug 2014 17:24:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015