1. মাইকেল মধুসূদন দত্তের - TopicsExpress



          

1. মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? তিলোত্তমা কাব্য মেঘনাদ বধ কাব্য বেতাল পঞ্চবিংশতি বীরাঙ্গনা 2. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? সাহেব বেয়াই সঙ্গী কবিরাজ 3. মতিচূর গ্রন্থের রচয়িতা কে? মীর মশাররফ হোসেস বেগম রোকিয়া সাখাওত হোসেন এয়াকুব আলী চৌধুরী ইসমাইল হোসেন সিরাজী 4. গীতাঞ্জলীর ইংরেজী অনুবাদ সম্পাদনা করেন W B Yeats T S Elliot Kits Ejra Pound 5. একটু শব্দের টু- কী? প্রত্যয় অনুসর্গ পদাশ্রিত নির্দেশক অব্যয় 6. ‘Industrious’ এর বঙ্গানুবাদ - শিল্পদ্যোগী শিল্পায়ন শিল্পানুরাগী পরিশ্রমী 7. আমজনতা শব্দের আম উপসর্গটি কোন প্রকারের? খাঁটি বাংলা তৎসম আরবি হিন্দি 8. কোনটি নিত্য মূর্ধন্য-ণ বাচক শব্দ? পুণ্য গ্রহণ স্মরণ অর্পণ 9. \আধ্যাত্মিক\উপন্যাসের লেখক কে? প্যারীচাঁদ মিএ বঙ্কিমচন্দ্র চট্র্রোপাধ্যায় দামোদর বন্দ্যোপাধ্য্যায় শরৎচন্দ্র চট্রোপাধ্যায় 10. .\ একাত্তরের চিঠি\ কোন জাতীয় রচনা? মুক্তিযুদ্ধের বিবরন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন ভিন্নধর্মী ডায়েরী 11. “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।”- এ উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? সওগাত মোহাম্মদী সমকাল শিখা 12. বাংলাদেশের রনসঙ্গিতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর জসীমউদ্দিন নজরুল ইসলাম শামসুর রাহমান 13. ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এককথায় বলে: হীরক জয়ন্তী সুবর্ণ জয়ন্তী সার্ধশত বর্ষ রজত জয়ন্তী 14. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ? ২০০৭ ১৯০৭ ১৯০৯ ১৯১৬ 15. নিকট এবং দূর, এই দুই নিয়েই আমাদের যত-কিছু কারবার।- বাক্যটি সরল জটিল যৌগিক সংযুক্ত 16. কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক বা প্রতিশব্দ নয়? আত্মজ তনয় নন্দন শৈল 17. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি ? শঙ্খনীল কারাগার কাঁটাতারে প্রজাপতি জাহান্নাম হইতে বিদায় আর্তনাদ 18. হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সংগ্রহের জন্য গিয়েছেন_ ভুটান, সিকিম বোম্বে, জয়পুর কাশী, বেনারস তিব্বত, নেপাল 19. তত্ত্ববোধিনী পত্রিকা’ প্রথম প্রকাশিত হয়- ১৮৪১ সালে ১৮৪২ সালে ১৮৫০ সালে ১৮৪৩ সালে 20. ‘রত্নাকর ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কর - রত্মা + কর রত্ন + কর রত্মা + আকার রত্ম + আকর 21. নিচের কোন প্লাস্টিডের কারণে পাতা সবুজ বর্ণ ধারণ করে? লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট নিওপ্লাস্ট 22. ডাক্তার নাড়ি পরীক্ষা করার সময় মূলত কী দেখেন? শিরার স্পন্দন হুৎপিণ্ডের স্পন্দন ধমনির স্পন্দন স্নায়ুর গতি 23. একটি ইলেকট্রনের ভর কত? 9.11x10^(-28)gm 1.67x10^(-24)gm 1.6x10^24gm 1.675x10^(-19)gm 24. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয় ? পেট্রোলিয়াম কয়লা প্রাকৃতিক গ্যাস বায়োগ্যাস 25. কোনটি রক্তের কাজ নহে? কলা হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা ক্ষুধাস্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা হরমোন বিতরণ করা জারক রস বিতরণ করা 26. মানুষের শরীরে কয় ধরনের ভিটামিন পাওয়া যায়? ১৩ ১২ ১১ ১০ 27. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন ডি 28. কেঁচোর রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায়? লোহিত কণিকায় শ্বেত কণিকায় রক্তরসে সব জায়গায় 29. আদিকোষ কোনটি? ভাইরাস ব‍্যাকটেরিয়া অ‍্যামিবা ভাইরাস ও অ‍্যামিবা 30. উষ্ণতা পরিমাপে কোনটি ব্যাবহৃত হয়? মিটার স্কেল কেলভিন স্কেল ভার্ণিয়ার স্কেল স্লাইড ক্যালেপার্স 31. বৈদ্যুতিক বাল্ভের ফিলামেন্ট কী ধাতু দিয়ে তৈরি? সংকর ধাতু সীসা টাংস্টেন তামা 32. ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য- ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ বোতাম টিপিয়া ডায়াল করা অপটিক্যাল ফাইবারের ব্যবহার নতুন ধরনের মাইক্রোফোন 33. বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে- পাশাপাশি দুটো দাঁতের দাগ অনেকগুলো ছোট ছোট দাঁতের দাগ ক্ষতস্থান হতে প্রচুর রক্তপাত হতে থাকে ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে 34. পরমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে কোন ধাতু ব্যাবহার করা হয়? সোডিয়াম পটাসিয়াম ম্যাগনেসিয়াম জিংক 35. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি ? ০ সেন্টিগ্রেড ১০ সেন্টিগ্রেড ৪ সেন্টিগ্রেড ১০০ সেন্টিগ্রেড 36. সবচেয়ে ব্যবহৃত ধাতু--? লোহা এলুমিনিয়াম সোনা হীরা 37. টুথপেস্টের প্রধান উপাদান কি? জেলি ও মশলা ভোজ্য তেল ও সোডা সাবান ও পাউডার ফ্লোরাইড ও ক্লোরোফিল 38. ডুবোজাহাজ হতে পানির উপরে কোনো বস্তু দেখার জন্য ব্যবহৃত হয় - বাইনোকুলার টেলিস্কোপ পেরিস্কোপ নভোঃ মাইক্রোস্কোপ 39. সাধারন বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয়? নাইট্রোজেন হিলিয়াম নিয়ন অক্সিজেন 40. পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে বাবহার হয় তা হলো - ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহার হয় সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয় পালের দড়িতে টানের নিয়ন্ত্রন বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে পালের আকৃতিক সুকৌশল ব্যবহার করা যায় 41. শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? বিয়াম টি.টি.সি ইউ.জি.সি নায়েম 42. বাংলাদেশের প্রথম মহিলা পাইলট? বেগম রওশন আরা কানিজ ফাতেমা রোকশানা জাকিয়া আখতার বেগম জাকিয়া সুলতানা 43. বাংলাদেশের কোথায় সুরমা অও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারন করেছে ? ভৈরব চাঁদপুর দেওয়ানগঞ্জ আজমিরীগঞ্জ 44. ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কোন সালে? ১৮৫০ ১৮৭২ ১৯০১ ১৯৭২ 45. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ? ভাওয়াল ও মধুপুরের বনভূমি পার্বত্য চট্টগ্রামের বনভূমি সিলেটের বনভূমি খুলনা, বরিশাল ও পটুয়াখালির বনভূমি 46. .নিঝুম দ্বীপের আয়তন কত ? ৮০ বর্গমাইল ৮২ বর্গমাইল ৮৫ বর্গমাইল ৩৫.১৩৫ বর্গমাইল 47. বাংলাদেশের কত টি জেলা বর্তমানে(2012) ফাইলেরিয়া মুক্ত ? ১০ ৫ ৮ ৯ 48. বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? কুড়িগ্রাম মেহেরপুর নারায়নগঞ্জ বরগুনা 49. ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন কবে স্থাপিত হয়? ১৯৫৮ সালে ১৯৬০ সালে ১৯৬১ সালে ১৯৬৫ সালে 50. বাংলাদেশে আন্তর্জাতিক নদী কয়টি? ৫৭ ৫৩ ৫১ ৫৪ 51. BIMSTEC কী ধরণের সংগঠন? রাজনৈতিক অর্থনৈতিক বাণিজ্যিক সামাজিক 52. ওভাল কোন খেলার সাথে জড়িত ফুটবল ক্রিকেট হকি টেনিস 53. UNDP এর সদর দপ্তর কোথায়? নিউইয়র্ক হেগ ভিয়েনা জেনেভা 54. পাট উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ চীন ভারত মিসর 55. স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল? ব্রিটেন ফ্রান্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড 56. পিএলও(PLO) কখন গঠিত হয়? ১৯৬৪ সালে ১৯৬৫ সালে ১৯৬৬ সালে ১৯৬৭ সালে 57. চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত মাইল ২৪৮০ ২২০০ ৩৪২৪ ৩২০০ 58. এইডস রোগ সর্বপ্রথম কত সালে আবিষ্কৃত হয়? ১৯৪০ ১৯৫০ ১৯৮১ ১৯৭৫ 59. \বান্দুং\ শহরটি কোন দেশে অবস্থিত? চীন ইন্দোনেশিয়া যুগোস্লাভিয়া মালয়েশিয়া 60. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? দিল্লি ইসলামাবাদ কাঠমুন্ডু ঢাকা 61. ৯৯৯৯৯৯-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? ২১ ৩৯ ৩৩ ২৯ 62. √2/(√6+2) সমান- 3+√2 3-√2 √3-√2 √3+2 63. অর্ধবৃত্তস্থ কোণ___? ৪৫ডিগ্রি ৯০ডিগ্রি ৬০ডিগ্রি ১৮০ডিগ্রি 64. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ‘a’ হয় তবে ক্ষেত্রফল হবে - √3/4 a^2 √(3a^2/2) 3/2 1/2a^2 65. একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয় খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? ১৫ ∶ ১৬ ২০ ∶ ১২ ১৬ ∶ ১৫ ১২ ∶ ২০ 66. একটি পাত্রে ‍দুধ ও পানির অনুপাত ৫:২ । যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ - ১৪ লিটার ১০ লিটার ৬ লিটার ৪ লিটার 67. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার । ত্রিভুজের ক্ষেত্রফল কত ? ৬৪√৩ বর্গমিটার ১৯২বর্গমিটার ৬৪ বর্গমিটার ৩২√৩ বর্গমিটার 68. কিছু টাকা ৮% লাভে বছরে লাভ-আসলে ১৮৯০ টাকা হয় । কত বছরে তা লাভে-আসলে ২০৪০ টাকা হবে ? ২৯/১৪ ৩ ৪*১/২ ৪ 69. .কোন এিভুজের বাহুগুললোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী এিভুজ অংকন সম্ভব হবে ? ৬:৫:৪ ৩:৪:৫ ১২:৮:৪ ৬:৪:৩ 70. 3x-7y+10=0 এবং y-2x-3=0 এর সমাধান- x=1,y=-1 x=1,y=1 x=-1,y=-1 x=-1,y=1 71. .loga (m/n)=কত ? loga^m-logn loga^m+logn loga^m.logn কোনটিই নয় 72. ৫ জন তাঁত শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে । একই ধরনের ৭টি কাপড় বুনতে ৭ জন শ্রমিকের কত দিন লাগবে ? ৫ দিন ২৫/৪৯ ৪৯/২৫ ৭ দিন 73. ১,০০০ টাকা ক ও খ ১ ∶ ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ-এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ ∶ ১ ∶ ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে? ১০০ টাকা ৪০০ টাকা ২০০ টাকা ৮০০ টাকা 74. ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ হলে শতকরা লাভের পরিমাণ কত ? ২০% ২৫% ৩৩% ৩৫% 75. বালক ও বালিকা একটি দলে নিম্নরূপ খেলা হচ্ছে।প্রথম বালক ৫ জন বালিকার সংঙ্গে খেলছে,দ্বিতীয় বালক ৬ জন বালিকার সংঙ্গে খেলছে;এভাবে শেষ বালক সবকটি বালিকার সংঙ্গে খেলছে।যদি b বালকের সংখ্যা এবং g বালিকার সংখ্যা প্রকাশ করে তবে b এর মান কত? b=g b=g/5 b=g-4 b=g-5 76. নিচের কোন সংখ্যাটি মৌলিক ৯১ ১৪৩ ৪৭ ৮৭ 77. একটি সাবানের আকার ৫ সে:মি:× ৪সে:মি:× ১.৫ সে:মি: হলে ৫৫ সে:মি: দৈর্ঘ্য, ৪৮ সে:মি:প্রস্থ এবং ৩০ সে:মি: উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে ? ২৬৪০ টি ১৩২০ টি ৩৬০০ টি ৫২৪০ টি 78. .x+y=8,x-y=6 হলে ,x^2+y^2 এর মান- 40 50 60 80 79. এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল; ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল? ১২৮০ ১২৮১ ১৩১০ ১৩১১ 80. ৫:১৮,৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত? ৭২:১০৫ ৭২:৩৫ ৩৫:৭২ ১০৫:৭২ 81. The correct spelling is : Humorious Humorous Humourius Humurious 82. He learned to read and write quite - - - in his life. latter lately late latest 83. If I ___ you, I would never do it. was am will be were 84. The study of ancient societies - Anthroplogy Archaeology History Ethnology 85. He said that he __ be unable come. will shall should would 86. Say what kind of sentence the following is?- Our president may live long Optative Assertive Imperative Exclamatory 87. ‘evaluating’ means Recalling Tasting Assessing Balancing 88. The path ___ paved, so we were albe to walk through the park. was had been has been being 89. Choose the correct alternative to selected text Neither Mr. Karim nor his friend are invited to speak at the seminar is invited to speak at the seminar are invited to speak at the seminar is to speak at the seminar are speaking at the seminar 90. She takes_____her father. after in care from 91. what is the meaning of the word belated - complaining off hand weak Tardy 92. I have read the book ___ you lent me. that whom whose what 93. Say which one is correct transformation of the following sentence into negative- Allah alone can help us. Allah alone cannot help us. All but Allah can help us. We cannot but need the help of Allah. None but Allah can help us. 94. Find out the antonym of ’facilitate.’ aid face ease obstruct 95. Which is NOT correct? How many _________ are there? chairs furnitures tables sofas 96. In spite of my requests, he did not __. give in fall in get off give forth 97. The proposal was tentative means, the proposal was ------. conclusive indefinite definite timely 98. Choose the correct sentence. I still adhere to my plan. The meeting was adjourned for a week. He is alarmed for any safety. He has been alienated to his friend. 99. No sooner had he seen the train _ _ he started running Than Then That before 100. What kind noun is Cattle ? Proper Common Collective Material
Posted on: Thu, 07 Aug 2014 17:21:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015