1)মেডিকেল - TopicsExpress



          

1)মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট ট্রেনিং কি এবং কেন? Medical Assistant Training School (MATS) হল গ্রাম বাংলার জনগণের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সেবার লক্ষ্য নিয়ে- ১৯৭৬ সালে সরকার প্রথম মধ্যম মানের চিকিতসক তৈরীর উদ্দেশেয ৩ বতসর মেয়াদী বাংলাদেশ রাস্ট্রীয় চিকিতসা অনুষদ ডিপ্লোমা কোর্স চালু করে।এই কোর্সের নাম Medical Assistant Training Course.যা State Medical Faculty থেকে এই ডিপ্লোমা প্রাপ্ত চিকিতসকগণ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তিক রেজিষ্ট্রেশন/লাইসেন্স প্রাপ্ত মধ্যম মানের চিকিতসক।বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের প্রায় ১৬ কোটি মানুষের স্বাস্থ্য সেবা দেও্যার জন্যই মূলত এই চিকিতসা শ্রেণী তৈরী হয়।১৯৭৬ সালে কোর্স চালু হলে পরবর্তীতে ১৯৭৯ সাল থেকে গ্রাম/ইউনিয়ন এবং উপজেলা-লেভেলে নিয়োগ প্রাপ্ত মেডিকেল এ্যাসিষ্ট্যান্টগন গ্রাম বাংলার মানুষের চিকিতসা সেবা তথা স্বাস্থ্য সেবা দিয়ে আসছে।মানুষের যে কোন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার কারনে বহু উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার রয়েছেন যারা বেশীর ভাগই শহরাঞ্চলে বসবাস করেন।ফলে গ্রামের মানুষ তাদের স্বাস্থ্য সমস্যায় প্রাথমিক যে ডাক্তারদের সহযোগীতা পায় তাহারা হলো এই বিশেষ ট্রেনিং প্রাপ্ত ডিপ্লোমা ডাক্তার।মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট ট্রেনিং কোর্সধারী ডাক্তার গ্রামের মানুষের কাছে আজ তাদের পরিচিতির প্রয়োজনীয়তা বিশেষ ভাবে লক্ষনীয়।তাদের সেবায় মানুষ সন্তুষ্ট।Medical Assistant Training Course সম্পন্নকারীগনকে সরকার Diploma of Medical Faculty (DMF) ডিগ্রি দিয়ে থাকে।সরকারী পর্যায়ে MATS কোর্স করার জন্য প্রথমে ৮ টি প্রতিষ্ঠান খোলা হয়। পরবর্তিতে বাড়িয়ে ১৮ টি করা হয় এবং তাহা পরবর্তিতে কমিয়ে ৭ টি প্রতিষ্ঠানের মাধ্যমে এই শিক্ষা প্রদান করা হয়।পরবর্তিতে ২০১২ সালে ৮ টি প্রতিষ্ঠান করা হয়।যাহা সমাজের চাহিদার তুলনায় খুবই কম।বিধায় সরকার উক্ত শিক্ষা ব্যাবস্থা বেসরকারী পর্যায়ে শুরু করার অনুমোদন দিয়েছেন। MATS-দের কর্মক্ষেত্র : ২০০৯ সালে শুধুমাত্র সরকারী ভাবে চাকুরীর পোষ্ট খালি ছিল ৯০০০ হাজার এর উপরে। MATS কোর্স সম্পন্নকারীকে DMF সার্টিফিকেট প্রদান করে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিতসা অনুষদ।DMF , ডিগ্রি প্রাপ্তরা সহকারী ডাক্তার।প্রাপ্তরা সহকারী বলার কারন সরকারের পল্লী চিকিতসক কার্যক্রম থেকে কিছু প্রাথমিক (Grass Root) পর্যায়ের চিকিতসক শ্রেণী গ্রামের বিভিন্ন মহল্লায় ছড়িয়ে ছিটিয়ে আছে।DMF , ডিগ্রি প্রাপ্তরা বহু ভাবে নিয়োগ প্রাপ্ত হয়ে থাকে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের অধীনে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে,বিভিন্ন স্বাস্থ্য উপ-কেন্দ্রে,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে,স্কুল হেলথ ক্লিনিক,বিভিন্ন আধাসরকারী/কর্পোরেশন- যেমন- তিতাস গ্যাস, বি,আই,ডব্লিউ,টি,সি, বিজি প্রেস,বাংলাদেশ বিমান ইত্যাদি ছাড়াও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানে যেমন- ব্রাক,গণস্বাস্থ্য,কেয়ার,গণসাহায্য সংস্থা, আই সি ডিডিআর্বি, Save the Children (USA)/(UK).ইহা ছাড়াও দেশী বিদেশী নানা প্রতিষ্ঠানে DMF ডিগ্রি প্রাপ্তগন নিয়োগ পেয়ে থাকে।ভবিষ্যতে আরও নতুন কর্মক্ষেত্র তৈরী হবে।২০০৯ সালে শুধু সরকারী পর্যায়ে নিয়োগ দেয়ার জন্য যথেষ্ঠ সংখ্যক DMF ডিগ্রিধারী না থাকায় বার বার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েও আসন খালি থেকে গিয়েছিল।এই সমস্যা সমাধানের জন্যই সরকার বেশী সংখ্যক DMF ধারী ডাক্তার তৈরীর জন্য বেসরকারী পর্যায়ে শিক্ষা দেয়ার ব্যবস্থা শুরু করেছে।বলতে গেলে বর্তমানে এবং সামনে DMF সার্টিফিকেট নিয়ে যথেষ্ঠ চাকুরীর সুযোগ রয়েছে।আবার চাকুরী না করলেও একজন DMF ডাক্তার প্রাইভেট প্রাকটিশনার হিসাবে শহরে বন্দরে কিংবা গ্রামে ডাক্তারী করে মাসে ভালো পরিমান অর্থ রোজগার করতে পারবে যাহা একটা ভালো চাকুরীর চেয়ে কোন অংশে কম নয়।সরকারী চাকুরীতে DMF-দের Sub-Assistant Community Medical Officer বা উপ-সহকারী চিকিতসা কর্মকর্তা অথবা Medical Assistant হিসাবে এবং বেসরকারী ক্ষেত্রে নানাবিধ পদে চাকুরীতে নিয়োগ দেয়া হয়।এক কথায় কোর্স সম্পন্ন করলে ১০০ •/• নিশ্চিত চাকুরী অথবা আত্ম কর্মসংস্থানের সুযোগ রয়েছে। MATS/DMF-দের পরিসংখ্যান: দেশে ২০০৯ সাল অনুযায়ী প্রায় ৫ হাজার সরকারী নিয়োগ প্রাপ্ত মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট ছিল।সরকারি প্রতিষ্ঠানে (২০১২-২০১৩ ইং সেশন) অনুযায়ী ৭১৬ জন পাশ করে বের হবে। যদি কেও ফেল না করে।অথচ DMF ডাক্তারের প্রয়োজন রয়েছে অনেক।২০০৮ সালে সরকার বিজ্ঞাপন দিয়েও চাহিদা অনুযায়ী DMF ডাক্তার পায় নি। সার্টিফিকেট প্রদান ও স্বীক্রিতি: MATS চার (৪) বছর মেয়াদী একটি শিক্ষাক্রম।চুড়ান্তভাবে কোর্স সম্পন্ন কারী শিক্ষার্থীকে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিতসা অনুষদ সার্টিফিকেট প্রদান করে থাকে।সরকারী প্রতিষ্ঠান পাশ করা DMF এবং বেসরকারী প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্র-ছাত্রীগন একই সার্টিফিকেট পেয়ে থাকেন। Bangladesh Medical & Dental Council (BMDC) এর রেজিষ্ট্রেশন : চিকিতসা শিক্ষা ক্ষেত্রে বিশেষ পরিচিত ব্যাচেলর ডিগ্রি হলো MBBS। কোন মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করা হলে অথবা বিদেশে MBBS ডিগ্রি গ্রহন করা হলেও তিনি দেশে চিকিতসা পেশায় নিয়োজিত হতে পারবেন না,যতদিন না পর্যন্ত Bangladesh Medical & Dental Council (BMDC) থেকে চিকিতসক হিসাবে পেশাজীবি সনদপত্র বা রেজিষ্ট্রেশন না পাবেন। MATS কোর্স সম্পূর্ন কারিগন সেই BMDC থেকে চিকিতসা করার জন্য সনদপত্র বা রেজিষ্ট্রেশন পেয়ে থাকেন। ইন্টার্নশীপ: চিকিতসা পেশায় তত্তীয় শিক্ষার গুরুত্ব যতটা বেশী তাহার চেয়ে বেশী গুরুত্ব বহন করে হাতে কলমে শিক্ষার উপর্।যেমন- MATS কোর্সের চতুর্থ বর্ষে বিভিন্ন হাসপাতালে হাতে কলমে রোগী পর্যবেক্ষন,রোগ নির্ণয় চিকিতসা দেয়া সহ রোগীর অন্যান্য ব্যাবস্থাপনা বিষয়ের উপর সরাসরি হাতে কলমে শিক্ষা দেয়ার ব্যাবস্থা করে থাকে।বিভিন্ন নামকরা হাসপাতাল এবং থানা স্বাস্থ্য কমপ্লেক্স গুলিতে ইন্টার্নী করার ব্যবস্থা করা যেতে পারে। *MATS পাশ ছাত্র-ছাত্রীরা সরকারি চাকুরির ক্ষেত্রে SACMO (স্যাকমো) পদে চাকুরী করে থাকেন। SACMO=Sub-Assistant Community Medical Officer (উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার) MATS পাশ দের DMF ডাক্তার বলে। ২০১২-১৩ ইং সেশনের ম্যাটস কোর্স এর সিলেবাস ও কারিকুলাম নিচে দেয়া হলো: (কোর্স কারিকুলাম) 1st year: 1)Basic English 2)Basic Computer Science 3)Basic Community Health & Medical Ethics 4)Basic Anatomy & Physiology 2nd year: 1)Pharmacology 2)Microbiology & Pathology 3rd year: 1)Community Medicine & Health Management 2)Obstetrics and Gynecology 3)Surgery 4) 5) 4th year: Interny *সরকারী MATS প্রতিষ্ঠানের নাম এবং কোড: 1) Bagerhat MATS (61) 2) Khustia MATS (62) 3) Noakhali MATS (63) 4) Serajgonj MATS (64) 5) Tangail MATS (65) 6) Comilla MATS (66) 7) Faridpur MATS (67) 8) Jhenaidah MATS (68) বেসরকারী ম্যাটস,প্রতিষ্ঠান: কোড নং ও প্রতিষ্ঠানের নাম- ১)ঢাকা ম্যাটস,ঢাকা(২-৩০১) ২)সুমনা ম্যাটস,ঢাকা(২-৩০২) ৩)সাইক ম্যাটস,ঢাকা(২-৩০৩) ৪)রামপুরা ম্যাটস,ঢাকা(২-৩০৪) ৫)উদ্যন ম্যাটস,রাজশাহী(২-৩০৫) ৬)রাজশাহী ম্যাটস,রাজশাহী(২-৩০৬) ৭)প্রাইম ম্যাটস,রংপুর(২-৩০৭) ৮)গ্রীন ইন্টারন্যাশনাল ম্যাটস,রংপুর(২-৩০৮) ৯)টিএমএসএস ম্যাটস,বগুড়া(২-৩০৯) ১০)এসআইএমটি ম্যাটস,ঢাকা(২-৩১০) ১১)এসআইএমটি ম্যাটস,বগুড়া(২-৩১১) ১২)স্পার্ক ম্যাটস,ঢাকা(২-৩১২) ১৩)সিলেট ম্যাটস,সিলেট(২-৩১৩) ১৪)হেলথও্যেজ ম্যাটস,বগুড়া(২-৩১৪) ১৫)রাবেয়া ম্যাটস,সাভার(২-৩১৫) ১৬)জালালাবাদ ম্যাটস,সিলেট(২-৩১৬) ১৭)এসপিকেএস,ম্যাটস(২-৩১৭) ১৮)কুমিল্লা ম্যাটস,কুমিল্লা(২-৩১৮) ১৯)মৌলভিবাজার ম্যাটস,মৌলভিবাজার(২-৩১৯) ২০)দি ম্যাটস,মিরপুর,ঢাকা(২-৩২০) ২১)নিউ পাইলট ম্যাটস,টাঙ্গাইল(২-৩২১) ২২)এআর ম্যাটস,মো:পুর,ঢাকা(২-৩২২) ২৩)এ্যাডভান্সড ম্যাটস,ঢাকা(২-৩২৩) ২৪)রুমডো ম্যাটস,ময়মনসিংহ(২-৩২৪) ২৫)বাংলাদেশ মেডিকেল ইনস্টিটিউট(২-৩২৫) ২৬)ট্রমা আই ম্যাটস,ঢাকা(২-৩২৬) ২৭)এন্ডিসি ম্যাটস,জয়পুরহাট(২-৩২৭) ২৮)জয়পুরহাট ম্যাটস,জয়পুরহাট(২-৩২৮) ২৯)এনআইএমএন্ড ডিটি ম্যাটস,ঢাকা(২-৩২৯) ৩০)শ্যামলি ম্যাটস,ঢাকা(২-৩৩০) ৩১)রাজবাড়ী কমিউনিটি ম্যাটস,রাজবাড়ী(২-৩৩১) ৩২)প্র:সো:উ: আই ম্যাটস,টাঙ্গাইল(২-৩৩২) ৩৩)তালেব আলী ম্যাটস,ময়মনসিংহ (২-৩৩৩) ৩৪)টাঙ্গাইল ম্যাটস,টাঙ্গাইল(২-৩৩৪) ৩৫)স্টেট ম্যাটস,ঝিনাইদহ(২-৩৩৫) ৩৬)আই ম্যাটস,ফরিদপুর(২-৩৩৬) ৩৭)ইডেন ম্যাটস,মিরপুর,ঢাকা(২-৩৩৭) ৩৮)রংপুর ম্যাটস,রংপুর(২-৩৩৮) ৩৯)রেনিন ম্যাটস,লালমনিরহাট(২-৩৩৯) ৪০)আনোয়ারা ম্যাটস,দিনাজপুর(২-৩৪০) ৪১)টিএস ম্যাটস,সিরাজগঞ্জ(২-৩৪১) ৪২)ইউনিল্যাব ম্যাটস,মাগুরা(২-৩৪২) ৪৩)প্রিন্স ম্যাটস,ঢাকা(২-৩৪৩) ৪৪)চাদপুর ম্যাটস,চাদপুর(২-৩৪৪) ৪৫)গ্যালাক্সি ম্যাটস,রাজশাহী(২-৩৪৫) ৪৬)নিডাসা ম্যাটস,ঢাকা(২-৩৪৬) ৪৭)ডা: রুবি ম্যাটস,ঘাটাইল,টাংগাইল(২-৩৪৭) ৪৮)ফরচুন ম্যাটস,সাভার,ঢাকা(২-৩৪৮) ৪৯)আইডিয়াল ম্যাটস,টাঙ্গাইল(২-৩৪৯) ৫০)বাংলাদেশ ম্যাটস,রাজশাহি(২-৩৫০) ৫১)আইডিয়াল ম্যাটস,বগুড়া(২-৩৫১) ৫২)নিউ তুরাগ জেনারেল হাসপাতাল এন্ড ম্যাটস,টংগী(২-৩৫২) ৫৩)শহীদ এস এ মেমোরিয়াল ম্যাটস, উত্তরা,ঢাকা(২-৩৫৩) ৫৪)পিপিলস ইন্টার: ম্যাটস,রাজশাহী(২-৩৫৪) ৫৫)প্যারামেডিকেল ইনস্টি: ম্যাটস গাজীপুর(২-৩৫৫) ৫৬)আলো ম্যাটস,কুষ্টিয়া(২-৩৫৬) ৫৭)ডা:লিজা-রতন ম্যাটস,কুষ্টিয়া(২-৩৫৭) ৫৮)পাবনা কমিউনিটি ম্যাটস,পাবনা(২-৩৫৮) ৫৯)পাবনা ম্যাটস,পাবনা(২-৩৫৯) ৬০)মর্নিং গ্লোরি ম্যাটস,চাপাইনবাবগঞ্জ(২-৩৬০) ৬১)ঢাকা মিক্রোলার ম্যাটস,ঢাকা(২-৩৬১) ৬২)উত্তরবংগ ম্যাটস,বগুড়া(২-৩৬২) ৬৩)চিটাগাং ম্যাটস,হালিশহর,চট্রগ্রাম(২-৩৬৩) ৬৪)জসিম উদ্দিন ম্যাটস,জামালপুর(২-৩৬৪) ৬৫)খুলনা ম্যাটস,খুলনা(২-৩৬৫) ৬৬)ইনস্টিটিউট অব এম টি এন্ড ম্যাটস,নারায়নগঞ্জ২-৩৬৬) ৬৭)প্রাইম ম্যাটস,রাজশাহী(২-৩৬৭) ৬৮)জনতা ম্যাটস,কুড়িগ্রাম(২-৩৬৮) ৬৯)বি-বাড়িয়া ম্যাটস,বি-বাড়িয়া(২-৩৬৯) ৭০)ডা: হালিমা খাতুন ম্যাটস,ময়মনসিংহ(২-৩৭০) ৭১)রাজধানী ম্যাটস,ঢাকা(২-৩৭১) ৭২)রিলায়েবল ম্যাটস,ঢাকা(২-৩৭২) ৭৩)খন্দকার আব্দুল মান্নান ম্যাটস,কিশোরগঞ্জ(২-৩৭৩) ৭৪)ময়নামতি ম্যাটস,কুমিল্লা(২-৩৭৪) ৭৫)নাটোর ম্যাটস,নাটোর(২-৩৭৫) ৭৬)পিআইএমটি ম্যাটস,বগুড়া(২-৩৭৬) *** ৭৭)এসডিডিএল ম্যাটস,বগুড়া(২-৩৭৭) ৭৮)এএসআই ম্যাটস,সিরাজগঞ্জ(২-৩৭৮) ৭৯)সেন্টাল ম্যাটস,রংপুর(২-৩৭৯) ৮০)সিরাজগঞ্জ মডার্ন ম্যাটস,সিরাজগঞ্জ(২-৩৮০) ৮১)বিবর্তন ম্যাটস,মিরপুর,ঢাকা(২-৩৮১) ৮২)মাত্রিসেবা ম্যাটস,গাজীপুর(২-৩৮২) ৮৩)আইডিয়াল ম্যাটস,চুয়াডাঙ্গা(২-৩৮৩) ৮৪)মর্নিং সান ম্যাটস,বরিশাল(২-৩৮৪) ৮৫)রংপুর সিটি ম্যাটস,রংপুর(২-৩৮৫) ৮৬)যমুনা ম্যাটস,টাঙ্গাইল(২-৩৮৬) ৮৭)উল্লাপাড়া ম্যাটস,সিরাজগঞ্জ(২-৩৮৭) *সরকারী IHT প্রতিষ্ঠানের নাম এবং কোড: 1) Dhaka IHT (81) 2) Rajshahi IHT (82) 3) Bogra IHT (83) 4) Chittagong IHT (84) 5) Barisal IHT (85) 6) Rangpur IHT (86) 7) Jhenaidah IHT (87) (2) ম্যাটস পাশ ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার সুযোগ তৈরীর জন্য আবেদন: To, The Director, Directorate General of Health Services. Sub: Prayer for initiating higher education programme for MATS students. Sir, We beg most respectfully to state that we are studying MATS Course(medical assistant training school),also known as DMF(diploma of medical faculty).This course duration is of 4 years.We have admitted in this course after passing SSC examination.Many of us have gotten GPA 5.00 in SSC examination.In Bangladesh there is no facility of higher education for this course.Other students such as dental,pathology has the opportunity to take higher education (B.Sc in Health teechnology) in government or private health technology.Many students has the desire of taking higher education who are studying in MATS. We therefore pray and hope that you would be kind enough to grant this and oblige there by. your most obedient X , Y , Z on behalf of the students of MATS অধ্যাপক ডা: এ বি এম আব্দুল হান্নান পরিচালক চিকিতসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন স্বাস্থ্য অধিদপ্তর,মহাখালি,ঢাকা ফোন: ৮৮২৫৪০০, ফ্যাক্স: ৯৮৮৬৬১২ E-mail: abmhannan@gmail (3) *BSMMU=Bangabondhu Shakh Mujib Medical University বংগবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(পিজি হাসপাতাল) *IHT=Institute of Health Technology *MATI=Medical Assistant Training Institute *MATS=Medical Assistant Training School *SIT= *DMF=Diploma of Medical Faculty. Medical Assistant Training Course সম্পন্ন কারীগ্ণকে এই ডিগ্রী দেয়া হয়।তাদেরকে DMF ডাক্তার বলা হয়। *MBBS=Bachelor of Medicine & Bachelor of Surgery *BMC=Bangladesh Medical College *BMDC=Bangladesh Medical & Dental Council। BMDC থেকে চিকিতসক হিসেবে পেশাজীবি সনদপত্র বা রেজিস্ট্রেশন দেয়া হয়। Abbreviation (শব্দ সংক্ষেপ): *IRR=Infrared Radiation. *IFT=Inter Ferential Therapy. *ICU=Intensive Care Unit. *CCU=Coronry Care Unit. *EU=Emergency Unit (জরুরি বিভাগ) Vocabulary: *Anatomy=অংগসস্থান বিদ্যা। *Physiology=শারীরবিদ্যা। *Community Medicine= *Microbiology= *Radiologist= *Nuclear Medicine Technology= *Radiotherapy Technology= *Diagnostic Radiological Technology= *AIDS=Acquired Immune Deficency Syndrome. (4) Dental: মুখ ও দাতের বিভিন্ন সমস্যা সমাধানে ডেন্টাল টেকনোলজীস্টগণ গুরুত্বপূর্ণ সেবা প্রদান করেন।তারা প্রধানত দাত বাধানো,উঠানো,স্কেলিং,ফিলিং,RCT ইত্যাদি করে থাকেন।এরা সরকারি চাকুরির পাশাপাশি ব্যক্তিগত ভাবে দন্ত্য চিকিতসা কেন্দ্র করতে পারেন। ল্যাবরেটরী মেডিসিন/প্যাথলজি: রোগীর রোগ নির্ণয়ের ক্ষেত্রে একজন ল্যাব টেকনোলজিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে।যক্ষা,কুষ্ঠ বিভিন্ন মারাত্বক রোগ ল্যাব টেকনোলজিস্টরাই নির্ণয় করেন।এছাড়া blood,urine,Diabetis সহ বিভিন্ন প্রকার পরীক্ষায় ল্যাব টেকনোলজিষ্টের ভূমিকা অনস্বীকার্য।Course শেষ করার পর Lab Technologist দের জন্য রয়েছে সরকারীসহ বিভিন্ন বেসরকারী হাসপাতালে কাজের অনবদ্য সুযোগ। ফার্মেসি (Pharmacy) : হেলথ সায়েন্স ও কেমিক্যাল সায়েন্সের ঠিক মাঝামাঝি জায়গায় ফার্মেসি বিষয়টার অবস্থান।এবং এই একটা পেশায় একজন ফার্মেসিস্টের দায়িত্ব নিয়ম মত ঔষধের ব্যবহার নির্দিষ্ট করা।তাছাড়া ক্লিনিক্যাল প্রাকটিস মেডিসিন রিকিউ এবং ড্রাগ ইনফরমেশনের মত সেবামুলক পেশার মধে্যই পড়ে। ফিজিওথেরাপী: শারিরীকভাবে অক্ষম,দূর্ঘটনা কবলিত ও paralised রোগিদের ক্ষেত্রে ফিজিওথেরাপী টেকনোলজিস্ট গণ বিভিন্ন ধরনের চিকিতসা দিয়ে থাকেন।এরা সরকারী চাকুরীর পাশাপাশি ব্যক্তিগতভাবে ফিজিওথেরাপী সেন্টার করতে পারেন। ফিজিওথেরাপিস্টগণ যে সমস্ত রোগের consult করে থাকে- *Strock *Back Pain *Neek Pain Posture Problem *Joint or muscles pain *Arthritis *Brathing probleb such as ashma রেডিওথেরাপী: ঘাতক ব্যাধি ক্যান্সারের আক্রান্ত রোগীদের জীবণের স্বাভাবিকতা আনয়নে রেডিওথেরাপীস্টগণ অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা রাখেন।যেমন- LINER,X-RAY,SIMULATER,COBLAT-60 ইত্যাদি করে থাকেন। (5) Dental: মুখ ও দাতের বিভিন্ন সমস্যা সমাধানে ডেন্টাল টেকনোলজীস্টগণ গুরুত্বপূর্ণ সেবা প্রদান করেন।তারা প্রধানত দাত বাধানো,উঠানো,স্কেলিং,ফিলিং,RCT ইত্যাদি করে থাকেন।এরা সরকারি চাকুরির পাশাপাশি ব্যক্তিগত ভাবে দন্ত্য চিকিতসা কেন্দ্র করতে পারেন। Department of Dental Technology : ডেন্টাল টেকনোলজীতে কেন পড়বেন ? বাংলাদেশে বর্তমানে মাত্র ৭ টি সরকারী হেলথ টেকনোলজী প্রতিষ্ঠান রয়েছে।এই ৭ টি প্রতিষ্ঠানে ৩৫৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি হবার সুযোগ পায়।পক্ষান্তরে বাংলাদেশে ১ টি সরকারি ডেন্টাল কলেজ এবং দুটি ডেন্টাল ইউনিটে (রাজশাহী ও চট্রগ্রাম মেডিকেল কলেজের সাথে ) ২০০ জন ছাত্র-ছাত্রী ডাক্তার হবার সুযোগ পায়।সেক্ষেত্রে ডাক্তারদের তুলনায় সরকারি IHT সমূহে অনেক কম সংখ্যক ডেন্টাল টেকনোলজিস্ট হবার সুযোগ পায়।যদিও ডাক্তারদের তুলনায় ডেন্টাল টেকনোলজিস্টদের প্রয়োজনীয়তা দ্বিগুনেরও বেশী। এই অল্প সংখ্যক ডেন্টাল টেকনোলজিষ্ট মূলত বাংলাদেশের চাহিদার তুলনায় খুবই নগণ্য যা চাহিদা অ সরবরাহের ব্যাপক ব্যবধান তৈরী করেছে।যার ফলে সরকারী ও বেসরকারী খাতে ডেন্টাল টেকনোলজিষ্টদের যথেষ্ঠ পদ শূন্য রয়েছে। ডেন্টাল টেকনোলজীতে যেসব ল্যাব থাকা প্রয়োজন: 1) Anatomy Lab 2) Physiology Lab 3) Community Medicine Lab 4) Micro Biology Lab 5) Computer Lab 6) Prosthetic Lab 7) Orthodontic Lab 8) Physics Lab 9) Chemistry Lab Job Opportunity: সফলভাবে কোর্স সমপন্নকারীদের জন্য কর্মসংস্থানের ব্যাপক ক্ষেত্র বিদ্যমান :- (১)বিভিন্ন সরকারী ও বেসরকারী ডেন্টাল কলেজ ও স্নাতকোত্তর চিকিতসা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ। (২)সরকারি ও বেসরকারী ডেন্টাল কলেজ হাসপাতাল,মেডিকেল কলেজ হাসপাতাল,বিশেষায়িত হাসপাতাল,জেলা ও উপজেলা হাসপাতাল গুলোতে নিয়োগ। (৩)বেসরকারী ডেন্টাল ক্লিনিকে ডেন্টাল সার্জনদের সহকারী হিসাবে নিয়োগ। (৪)বিদেশে চাকুরীর সুযোগ। (৫)আত্মকর্মসংস্থানের সুযোগ। উল্লেখ্য সরকারী প্রতিষ্ঠানে ডেন্টাল টেকনোলজিষ্টদের বর্তমান স্কেল: টাকা /= সর্বসাকুলে্য /= ডেন্টাল টেকনোলজী এর উচ্চ শিক্ষা : চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজী কোর্স সমপন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে বি এস সি ইন হেলথ টেকনোলজী (ডেন্টাল - চার বছর মেয়াদী ) সমপন্ন করার সুযোগ রয়েছে। এছাড়াও দেশের বাইরে উচ্চতর ডিগ্রী গ্রহণ করার সুযোগ রয়েছে। (6) ল্যাবরেটরী মেডিসিন/প্যাথলজি: রোগীর রোগ নির্ণয়ের ক্ষেত্রে একজন ল্যাব টেকনোলজিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে।যক্ষা,কুষ্ঠ বিভিন্ন মারাত্বক রোগ ল্যাব টেকনোলজিস্টরাই নির্ণয় করেন।এছাড়া blood,urine,Diabetis সহ বিভিন্ন প্রকার পরীক্ষায় ল্যাব টেকনোলজিষ্টের ভূমিকা অনস্বীকার্য।Course শেষ করার পর Lab Technologist দের জন্য রয়েছে সরকারীসহ বিভিন্ন বেসরকারী হাসপাতালে কাজের অনবদ্য সুযোগ। যে কোন মানুষ অসুস্থ হলেই তাকে ডাক্তারের স্বরনাপন্ন হতে হয় আর তখন ডাক্তারের চিকিতসা করার জন্য প্রয়োজন হয় সঠিক রোগ নির্ণয়ের কাজটাই করে একজন মেডিকেল টেকনোলজিষ্ট।সঠিক রোগ নির্ণয় না হলে মানুষ অনেক ভোগান্তির শিকার হয় এমনকি শেষ পর্যন্ত মারাও যেতে পারে।মেডিক্যাল ল্যাবরেটরীর টেকনিশিয়ানরা এদের চেয়ে এক ধাপ নিচে।সাধারনত এক বা দুই বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করে টেকনিশিয়ান হয়।কিন্তু চার বছরের ডিপ্লোমা কোর্স করে মেডিকেল টেকনোলজিস্ট হয়। মূলত টিস্যু,রক্ত,মল,মানব শরীরের অন্যান্য পদার্থ পরীক্ষা করতে হয় এবং কাজের ফলাফল জানতে হয় সংশ্লিস্ট চিকিতসককে।এছাড়া ল্যাবরেটরী সংক্রান্ত সব বিষয়েই দক্ষ হতে হবে।স্পেশালাইজেশন করা যায় মাইক্রো বায়োলজি,হেমাটোলজি,ইউরিন এনালাইসিস,সেরোলজি,ক্লিনিক্যাল কেমিস্ট্রি,ট্রক্সিকোলজি,ভাইরোলজি,হিস্টোপ্যাথলজি এবং সাইটোলজি বিষয়ে মূলত এটি একটি প্রফেশনাল ও সেবা মূলক কাজ।এই বিষয়ে পড়াশোনা করে ক্যারিয়ার গড়তে চাইলে অত্যান্ত ধৈর্য্য ও নিষ্ঠার সাথে পড়াশোনা করতে হবে।এই কোর্স সম্পন্ন করলে কাজের সুযোগ অনেক।একজন ছাত্র চাইলে চতুর্থ বর্ষ থেকে Interny এর পাশাপাশি Job করতে পারে। পাশ করার পর যে কোন ডায়াগন্টিক সেন্টার বা হাসপাতালে ভাল বেতনে চাকুরী শুরু করতে পারে।শুধু মাত্র Diploma সম্পন্ন করে চিফ টেকনোলজিষ্ট,ডিপার্টমেন্টাল সুপারভাইজার,ল্যাব ইনচার্জ এবং ল্যাব সাইনটিস্ট অফিসার পর্যন্ত হও্যা যায়। উচ্চ শিক্ষার সুযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠান এ IHT সমূহে B.Sc in Health Technology (Pathology) কোর্স চালু রয়েছে (৪ বছর মেয়াদী)।যার ফলে প্যাথলজি টেকনোলজিতে যারা ডিপ্লোমা কোর্স সম্পন্ন করবেন তাদের Bachelor Digree অর্জনের বিশেষ সুযোগ তৈরী হয়েছে।এছাড়া দেশের বাইরে উচ্চতর ডিগ্রী গ্রহনের ব্যাপারে সুযোগ রয়েছে। প্যাথলজি টেকনোলজি পড়তে যেসব ল্যাব থাকা প্রয়োজন: 1) Anatomy Lab 2) Physiology Lab 3) Community Medicine Lab 4) Micro Biology Lab 5) Bio-Chemistry 6) Histo Pathology 7) Computer Lab 8) Physics Lab 9) Chemistry Lab চাকুরীর ক্ষেত্র সমূহ: ১)সরকারী/বেসরকারী মেডিকেল কলেজ সমূহে টেকনোলজিষ্ট হিসাবে নিয়োগ। ২)সরকারী/বেসরকারী হেলথ টেকনোলজি ইনস্টিটিউটে ল্যাব ইন্সট্রাকটর হিসাবে নিয়োগ। ৩)সরকারী/বেসরকারী হাসপাতালে টেকনোলজিষ্ট হিসাবে নিয়োগ। ৪)ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টারে টেকনোলজিষ্ট হিসাবে নিয়োগ। ৫)বিদেশে চাকুরীর সুযোগ। ৬)আত্ম কর্মসংস্থানের সুযোগ। (7) ফার্মেসি (Pharmacy) : হেলথ সায়েন্স ও কেমিক্যাল সায়েন্সের ঠিক মাঝামাঝি জায়গায় ফার্মেসি বিষয়টার অবস্থান।এবং এই একটা পেশায় একজন ফার্মেসিস্টের দায়িত্ব নিয়ম মত ঔষধের ব্যবহার নির্দিষ্ট করা।তাছাড়া ক্লিনিক্যাল প্রাকটিস মেডিসিন রিকিউ এবং ড্রাগ ইনফরমেশনের মত সেবামুলক পেশার মধে্যই পড়ে। ক্যারিয়ার গঠনে ফার্মেসির ভূমিকা: SSC তে জিপিএ ২.৫ পেয়ে পাশ করে যারা প্রথমত রাস্তা ছেড়ে প্রফেশনাল কোর্সে পড়াশোনা করতে চাও,তাদের জন্য ভাল খবর হল ভবিষ্যতে ভাল ক্যারিয়ার গঠনের জন্য অল্প বয়সেই Diploma in Pharmacy কোর্সটি সম্পন্ন করে অনায়াসে একটি সরকারী অথবা বেসরকারী ভাল চাকুরী করতে পারবে।ফার্মাসিষ্ট হিসাবে মোটামুটি তোমরা চার ধরনের কাজ করতে পার: ১)রেটেল ফার্মাসিষ্ট ২)ইন্ডাসট্রিয়াল ফার্মাসিষ্ট ৩)হসপিটাল ফার্মাসিষ্ট ৪)রিসার্চ ফার্মাসিষ্ট সাধারণত একজন Diploma Pharmasist কোর্স সমপন্ন করে চাকুরীর শুরুতেই বেশ ভাল বেতন পায়।এছাড়া ইন্ডাসট্রিয়াল ফার্মাসিষ্টের বেলায় শুরুতে একটু বেশী বেতন পাও্যা যায়।এই চাকুরিটা যদি উচু দরের ফার্মাসিটিক্যাল কোম্পানী হয় সে ক্ষেত্রে শুরুতেই আরো বেশী বেতন হতে পারে। একটু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবে ফার্মাসিষ্টের পেশার কাছে কিন্তু উর্ধবমুখি।আমাদের জনসংখ্যা যেভাবে বাড়ছে আর মেডিকেল সায়েন্স এর উন্নতি যত দ্রুত হচ্ছে তার জন্য প্রতিদিনই আসছে বাজারে নতুন নতুন ঔষধ এতে ফার্মাসিষ্টদের চাহিদা বিভিন্ন ক্ষেত্রে বাড়তে বাধ্য।এছাড়া বিদেশের বাজারে বাংলাদেশের্ ঔষধ রপ্তানির সুযোগ যত বাড়ছে,ফার্মাসিষ্টদের পেশার গুরুত্বও তত বাড়ছে। Pharmacy পড়তে যেসমস্ত ল্যাব প্রয়োজন: 1) Anatomy Lab 2) Physiology Lab 3) Community Medicine Lab 4) Micro Biology Lab 5) Computer Lab 6) Pharmacy Lab 7) Physics Lab 8) Chemistry Lab চাকুরির ক্ষেত্র সমূহ: ১) সরকারী/বেসরকারী মেডিকেল কলেজ সমূহ এবং সরকারী/বেসরকারী হেলথ টেকনোলজি ইনস্টিটিউটে নিয়োগ। ২) রিটেল ফার্মাসিষ্ট হিসাবে নিয়োগ। ৩)ইন্ডাসট্রিয়াল ফার্মাসিষ্ট হিসাবে নিয়োগ। ৪)হসপিটাল ফার্মাসিষ্ট হিসাবে নিয়োগ। ৫)রিসার্চ ফার্মাসিষ্ট হিসাবে নিয়োগ। ৬)বিভিন্ন ঔষধ কোম্পানীতে নিয়োগ। ৭) আত্ম কর্মসংস্থানের সুযোগ। ৮) বিদেশে কর্মসংস্থানের সুযোগ। (8) ফিজিওথেরাপী: শারিরীকভাবে অক্ষম,দূর্ঘটনা কবলিত ও paralised রোগিদের ক্ষেত্রে ফিজিওথেরাপী টেকনোলজিস্ট গণ বিভিন্ন ধরনের চিকিতসা দিয়ে থাকেন।এরা সরকারী চাকুরীর পাশাপাশি ব্যক্তিগতভাবে ফিজিওথেরাপী সেন্টার করতে পারেন। What is Physiotherapy? Physiotherapy is a branch of healthcare science,that mainly concentrates on the physical aspects of an individuals health-care,by treating their physical ailments.It works towards this by maintenance and rehabitation of the individuals physical activity,which is nothing but bringing back the lost activity to near normal perfection.Physiotherapy uses physical agents for the treatment of patients. রোগ নিরাময়ে ফিজিওথেরাপিস্ট বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেন তা হলো: *Ultrasound therapy *Infrared Radiation (I.R.R) *Short wave diathermy *Micro-wave diatherapy *Inter ferential therapy (I.F.T) *Hydrotherapy *Auto traction or manual traction *Wax therapy *Muscles stimulation *TENS ফিজিওথেরাপিস্টগণ যে সমস্ত রোগের consult করে থাকে- *Strock *Back Pain *Neek Pain *Posture Problem *Joint or muscles pain *Arthritis(Osteo arthritis + Rhematoid arthritis ) *Brathing problebs such as ashma *Chronic bronchitis *Polio-myelitis *Post orthopaedic cause *Degenerative diseases *Different cardio thoracic surgery *Cardiac Causes *Different gynaecological *Intensive care Unit (I.C.U) and coronary care Unit (C.C.U) management. *Leprosy *Plastic surgical condition (Burn) *Cerebral Palsy etc. Physiotherapy পড়তে যে সমস্ত ল্যাব প্রয়োজন : 1) Anatomy Lab 2) Physiology Lab 3) Community Medicine Lab 4) Micro Biology Lab 5) Computer Lab 6) Physiotherapy Lab 7) Physics Lab 8) Chemistry Lab ফিজিওথেরাপী-এ উচ্চ শিক্ষার সুযোগ : ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফিজিওথেরাপী কোর্স সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে,বিভিন্ন IHT তে বি এস সি ইন ফিজিওথেরাপী (৪ বছর মেয়াদীকোর্স) সম্পন্ন করার সুযোগ রয়েছে। এছাড়াও দেশের বাহিরে Master of Physiotherapy (M.P.T) কোর্স করা যায়। Job Opportunity : * Different Medical college Hospital * District Hospital * Thana Hospital * Different Private Hospital / Clinlcs * NGO - Non Government Organization * Sports Club * Rehabilitation Center * Home care programs * As Rescarch Assistants in Medical firms *Teaching International placements (USA,UK,Austrlia etc) (9) টেকনিশিয়ান ও ডিপ্লোমা কোর্সধারীর মধে্য পার্থক্য: সাধারনত এক বা দুই বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করে টেকনিশিয়ান হয়।কিন্তু চার বছরের ডিপ্লোমা কোর্স করে মেডিকেল টেকনোলজিস্ট হয়। (10) What is X-Ray Technology? As a X-Ray/Radiology Technician, You are an important member of the health care tea. X-Ray technology is an important part of the health care system, aiding in the diagnosis and treatment of a variety of injuries and other health issues. As part of the curriculam youll prossess the training and skill to X-Ray the chest,hand,wrist,forearm,elbow,knee,foot or ankle.Plus, the education will qualify you to perform electro-cardiograms,venipuncture,routine laboratory tests,injections,uninalusis,electrocardiography and X-Ray film Processing.Careers could include : Radiology technician,Ultrasound Technician,Lab MRI এক্স-রে টেকনোলজি পড়তে যেসব ল্যাব থাকা প্রয়োজন : 1) Anatomy Lab 2) Physiology Lab 3) Community Medicine Lab 4) Micro Biology Lab 5) Computer Lab 6) Chemistry Lab 7) X-Ray Lab উচ্চশিক্ষা : দেশের বাহিরে বি এস সি ইন মেডিকেল টেকনোলজি (এক্স-রে) এই বিষয়ে পড়তে পারেন। Job Opportunity : সফলভাবে কোর্স সম্পন্নকারীদের জন্য কর্মসংস্থানের ব্যাপক ক্ষেত্র বিদ্যমান :- (১) বিভিন্ন সরকারী ও বেসরকারী মেডিকেল কলেজ অ স্নাতকোত্তর চিকিতসা শিক্ষা প্রতিষ্ঠানে,সরকারী ও বেসরকারী হেলথ টেকনোলজী প্রতিষ্ঠানে নিয়োগ। (২)সরকারী ও বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতাল,বিশেষায়িত হাসপাতাল,জেলা ও উপজেলা হাসপাতাল গুলোতে নিয়োগ। (৩) ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে টেকনোলজিষ্ট হিসাবে নিয়োগ। (৪) বিদেশে চাকুরীর সুযোগ। (৫)আত্ম কর্সংস্থানের সুযোগ। Other Related Careers : 1)Radiologist 2)Nuclear Medicine Technologist 3)Radiotherapy Technologist 4)Laboratory Physical Technologist 5)Diagnostic Radiological Technologist (11) মেডিকেল টেকনোলজি(ডিপ্লোমা),প্রতিষ্টান: কোড নং ও প্রতিষ্টানের নাম- ১)আর্মড ফোর্সেস আইএমটি,ঢাকা সেনানিবাস(১-২০১) ২)বিএইচপিআই,মিরপুর(১-২০২) ৩)বিআইএমডিটি,মো:পুর(১-২০৩) ৪)আইএমটি,মিরপুর(১-২০৪) ৫)বাংলাদেশ মেডিকেল কলেজ,ধান্মন্ডি(১-২০৫) ৬)জনতা আইএমটি,বগুড়া(১-২০৬) ৭)গ্রীনভিউ আইএইচটি গ্রীনরোড,ঢাকা(১-২০৭) ৮)হেলথও্যেজ আইএমটি,বগুড়া(১-২০৮) ৯)রেডিয়েন্ট কলেজ এমটি,গ্রীনরোড(১-২০৯) ১০)আইএইচটি,চিটাগং(১-২১০) ১১)ন্যাশনাল আইএমটি,উত্তরা,উত্তরা(১-২১১) ১২)রাজশাহী আইএমটি,রাজশাহী(১-২১২) ১৩)মার্কস আইএমটি,মিরপুর(১-২১৩) ১৪)আইএমটি,ফরিদপুর(১-২১৪) ১৫)আইসিএইচবি,মগবাজার(১-২১৫) ১৬)চিটাগং আইএমটি,চিটাগং(১-২১৬) ১৭)ন্যাশনাল আইএম এন্ড ডিটি,মো:পুর(১-২১৭) ১৮)নিউল্যাব আইএমটি,মো:পুর(১-২১৮) ১৯)ইন্টারন্যাশনাল আই এইচ এস,মিরপুর(১-২১৯) ২০)প্রাইম আইএমটি,রাজশাহ(১-২২০) ২১)সাইক আইএমটি,মিরপুর(১-২২১) ২২)গণস্বাস্থ্য আই এইস এস,গাজীপুর(১-২২২) ২৩)প্রফেসর সোহরাব উদ্দীন আইএমটি,টাঙ্গাইল(১-২২৩) ২৪)শহীদ এস এ এম এম আই,উত্তরা(১-২২৪) ২৫)ইসলামি ব্যাংক আই এইচ টি,রাজশাহী(১-২২৫) ২৬)বাংলাদেশ আইএমটি পাবনা(১-২২৬) ২৭)সুমনা আইএমটি,সদরঘাট,ঢাকা(১-২২৭) ২৮)ইনস্টিটিউট অব এম এন্ড ডিটি,টাঙ্গাইল(১-২২৮) ২৯)টিএমএসএস এমটি,বগুড়া(১-২২৯) ৩০)রুমডো আইএইসটি,ময়মনসিংহ(১-২৩০) ৩১)কুমিল্লা আইএমটি,কুমিল্লা(১-২৩১) ৩২)প্রিসমেট,রংপুর(১-২৩২) ৩৩)আর্দদ্বীন ওমেনস আইএইচটি,যশোর(১-২৩৩) ৩৪)আহসানিয়া মিশন আইএমটি,মিরপুর(১-২৩৪) ৩৫)ট্রমা আইএমটি,শেওড়াপাড়া ঢাকা(১-২৩৫) ৩৬)ইনস্টিটিউট অব ব্রিটিশ কলম্বিয়া এমটি,ঢাকা(১-২৩৬) ৩৭)প্রিন্স আইএমটি সাভার ঢাকা(১-২৩৭) ৩৮)ঢাকা আই এইচটি মোহা: ঢাকা(১-২৩৮) ৩৯)সিএসসিআর চিটাগং(১-২৩৯) ৪০)জেফরী আইএইচএস টেকনোলজী,ঢাকা(১-২৪০) ৪১)ডিএ ডি আইএমটি দিনাজপুর(১-২৪১) ৪২)জয়পুরহাট আইএমটি জয়পুরহাট(১-২৪২) ৪৩)ফরচুন আইএমটি,ঢাকা(১-২৪৩) ৪৪)সাইক আইএমটি বগুড়া(১-২৪৪) ৪৫)সাইক আইএমটি খুলনা(১-২৪৫) ৪৬)এআর মেডিকেল ইনস্টিটিউট,মো:পুর,ঢাকা(১-২৪৬) ৪৭)রামপুরা আইএমটি,ঢাকা(১-২৪৭) ৪৮)ঢাকা মিক্রোল্যাব ইনস্টিটিউট,ঢাকা(১-২৪৮) ৪৯)এনডিসি আইএমটি,জয়পুরহাট(১-২৪৯) ৫০)ভৈরব আইএমটি,ভৈরব(১-২৫০) ৫১)এ্যাডভান্সড আইএমএন্ডডিটি বরিশাল(১-২৫১) ৫২)আইএমটি জালকুড়ী,নারায়ঙ্গঞ্জ(১-২৫২) ৫৩)সিরাজগঞ্জ আইএমটি,সিরাজগঞ্জ(১-২৫৩) ৫৪)বি-বাড়ীয়া আইএমটি বি-বাড়ীয়া(১-২৫৪) ৫৫)বাংলাদেশ আইএমটি,হেতেমখা,বোয়ালিয়া,রাজশাহী(১-২৫৫) ৫৬)শ্যামলী আইডিয়াল আইএইচটি,মো:পুর ঢাকা(১-২৫৬) ৫৭)আইএমটি রাজবাড়ী(১-২৫৭) ৫৮)ইউনাইটেড কেয়ার আইএমটি,ব্রাক্ষণবাড়িয়া(১-২৫৮) ৫৯)খ্রিষ্টিয়ান আইএমটি,তেজগাও,ঢাকা(১-২৫৯) ৬০)কমপেক্ট এমআই,ফেনী(১-২৬০) ৬১)নওগা আই এম এস এন্ড টি,নওগা(১-২৬১) ৬২)শাহ মখদুম আই এম টি,রাজশাহী(১-২৬২) ৬৩)মনিং গ্লোরী আই এইচটি,চাপাইনবাবগঞ্জ(১-২৬৩) ৬৪)রংপুর আইএমটি,রংপুর(১-২৬৪) ৬৫)এসপিকেএস,আইএমটি,মিরপুর,ঢাকা(১-২৬৫) ৬৬)উত্তরা ক্রিসেন্ট আইএমটি,উত্তরা,ঢাকা(১-২৬৬) ৬৭)ডায়াল্যাব আইএমটি,লাল্বাগ,ঢাকা(১-২৬৭) ৬৮)কক্সবাজার আইএমটি,কক্সবাজার(১-২৬৮) ৬৯)সেন্টাল আইএইচএস,মিরপুর,ঢাকা(১-২৬৯) মেডিকেল টেকনোলজী:ল্যাবরেটরী টেকনোলজী(মেডিসিন),ডেন্টাল টেকনোলজযি,ফিজিওথেরাপী,রেডিওলজী এন্ড ইমেজিং (12) গ্ণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী,ঢাকা-১২১২ dghs.gov.bd ভর্তি বিজ্ঞপ্তি: বিজ্ঞপ্তি: ২০১২-২০১৩ ইং শিক্ষা বর্ষে মেডিক্যাল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল(MATS) ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (IHT) ছাত্র-ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি। ২০১২-২০১৩ ইং শিক্ষা বর্ষে স্বাস্থ্য অধিদপ্তরের অধিনে বাগেরহাট,কুষ্টিয়া,নোয়াখালি,সিরাজগঞ্জ,টাংগাইল,কুমিল্লা,ফরিদপুর ও ঝিনাইদহে অবস্থিত ৮ টি মেডিকেল ট্রেনিং স্কুল (MATS) এ ৩ (তিন) বতসর মেয়াদি + ০১ (এক) বতসর ইন্টার্নশীপ মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং (DMF) কোর্সে এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (IHT) ঢাকা,রাজশাহী,বগুড়া,চট্রগ্রাম,বরিশাল,রংপুর ও ঝিনাইদহে ৩ (তিন) বতসর মেয়াদী + ০১ (এক) বতসর ইন্টার্নশীপ ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সে বিভিন্ন অনুষদে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য নিম্নবর্ণিত শর্তাবলীসহ দর্খাস্ত আহবান করা হচ্ছে। ০১)প্রার্থিকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। ০২)যারা ২০১০,২০১১,২০১২ ইং সনে এসএসসি/সমমান পরীক্ষায় পাশ করেছেন তারা আবেদনের যোগ্য হিসাবে বিবেচিত হবে। ০৩)যে কোন শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে পদার্থ,রসায়ন ও জীব্বিজ্ঞানসহ SSC সমমানের পরীক্ষায় সকল বিষয়ে উত্তীর্নসহ নুন্যতম জিপিএ ২.৫০ হতে হবে। ০৪)SMS এবং on line এ IHT ও MATS এ আবেদন করার শুরুর তারিখ ২১.০৬.২০১২।আবেদন করার শেষ তারিখ ১৪.০৭.২০১২। পরিক্ষার তারিখ ২৭.০৭.২০১২ শুক্রবার্।সময় ০১ ঘন্টা (১০-১১ টা)।আবেদন ফিস ৫০০ টাকা। ০৫)যে কোন একটি সেন্টারে পরীক্ষা দিয়ে যে কোন IHT/MATS এর একটি করে সর্বোচ্চ দুইটি Institute এ ভর্তির জন্য পছন্দ দেওয়া যাবে।MATS এর সাবজেক্ট কোড SMS এ উল্লেখ করতে হবে না।একই SMS এ MATS এবং IHT উভয় বিষয়ে ভর্তির জন্য আবেদন গ্রিহিত হবে।Institute কোড এবং সেন্টার কোড একই ছক থেকে প্রয়োজন মোতাবেক ব্যবহার করা যাবে।একাধিক Institute ও চয়েজ কোটার দাবিদার হলে কমা (,)দিয়ে পর পর লিখতে হবে। ০৬)আবেদন SMS এবং on line এ করতে হবে।
Posted on: Fri, 27 Jun 2014 12:21:33 +0000

Trending Topics



ft:0px; min-height:30px;"> Escrituração Fiscal da Folha de Pagamento e das Obrigações
Oh what a bitter thing this is, unending sadness, anguish and

Recently Viewed Topics




© 2015