10th bcs (part-2) 19. Choose the correct alternative to - TopicsExpress



          

10th bcs (part-2) 19. Choose the correct alternative to complete the sentence. “ He –--- to see us he had been able to” would come 20. Choose the correct sentence. I asked Javed if he had passed 21. Choose the correct sentence. Each of the three boys got a prize 22. Choose the correct sentence. The man who said that was a fool. 23. Choose the correct answer. How long did you wait- --- Till he came 24. What will be the correct preposition to complete the sentence? I am not bad.... tennis. at 25. What is the antonym of gentle? Rude 26. What is the synonym of Jovial? Jolly 27. What is the synonym of Competent? Capable 28. Who is the author of A Farewell to Arms? Ernest Hemingway 29. Who is the auther of Animal Farm? George Orwel 30. Who is the author of India Wins Freedom? Abul Kalam Azad 31. what kind of noun is Cattle? Collective 32. What kind of noun is Girl? Common 33. What is the meaning of White Elephant? A very costly or troublesome possession 34. বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন- আকবর 35. পাহাড়পুড়ের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? সোমপুর বিহার 36. বাংলাদেশে চীনামাটির সন্তান পাওয়া গেছে- বিজয়পুরে 37. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়- ১৯২১ সালে 38. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন- শায়েস্তা খান 39. পাখি ছাড়া “বলাকা ও দোয়েল “নামে পরিচিত হচ্ছে- দুইটি উন্নত জাতের গমশস্য 40. অগ্নশ্বির” কানাইবাশী” “মোহনবাশী” “বীটজবা” কি জাতীয় ফলের নাম? কলা 41. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? ১৭৯৩ সালে 42. কোন মুঘলসম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ন 43. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর – স্যার এফ রহমান 44. ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদশনীতে স্থান পায়? হামিদুজ্জামান খান 45. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? ১৬১০ খৃঃ 46. পূর্বাশাদ্বীপের অপর নাম- দক্ষিন তালপট্টি দ্বীপ 47. সার্ক প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়- ১৯৮৫ 48. আরব রাষ্ট্রগুলির মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেন? ইরাক 49. পি.এল. ও সদর দপ্তর ছিল- তিউনিস 50. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন- ট্রগভিলি চিন্তিত ক্যারিয়ার
Posted on: Sun, 26 Oct 2014 16:32:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015