14 minutes ago বিষয়ঃ ফেসবুক | মোট - TopicsExpress



          

14 minutes ago বিষয়ঃ ফেসবুক | মোট নাম্বারঃ ১০০| সময়ঃ ৩ ঘণ্টা ১। যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও (২৫) ক। ফেসবুক কাকে বলে? একটি আদর্শ ফেসবুক একাউন্ট এর বর্ণনা দাও। খ। একাধিক ফেসবুক একাউন্ট এর ক্ষতিকর দিকসমূহ লেখ। গ। ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর আগে কোন কোন দিক সমূহের প্রতি বিশেষ নজর দিতে হবে? ঘ। মেউচুয়াল ফ্রেন্ড বলতে কি বুঝ? এর সম্পর্কে বর্ণনা দাও। ঙ। কমেন্ট এ লাইক কি কি বিষয়ের দিকে নজর রেখে করা হয়? চ। ফেক আইডি দের আচর ণ পর্যালোচনাকর। ২। সত্য হলে স, মিথ্যা হলে মি লিখ (১০) ক। ফেসবুক প্রতিষ্ঠাতার নাম আইজুদ্দিন আহমেদ। খ। ফেসবুক ব্যবহার করতে হলে ইন্টারনেট এর লাইন থাকতে হয়। গ। বিশ্বের জনপ্রিয় সফটওয়ারের নাম ফেসবুক ঘ। কমেন্ট করে কেও দেউলিয়া হয়ে যায় না। ঙ। ফেসবুক আমাদের অযথা সময় নষ্ট করে। ৩। যেকোনো ১টি রচনা লিখ (২০) ক। প্রাইভেসি সেটিং খ। ফেক আইডি ৪। যেকোনো ১টি দরখাস্ত লিখ (১৫) ক। তোমাকে এড করার অনুরোধ জানিয়েএ পাড়ার সুন্দরী মিলিকে একখানা দরখাস্ত লিখ। খ। ফেসবুক প্রতিষ্ঠাতা জুকার বারগের সাথে বার্গার খাওয়ার আবেদন জানিয়ে ১টি দরখাস্ত। গ। ফ্রেন্ড লিস্ট থেকে বড় ভাইকে আনফ্রেন্ড করার অনুমতি চেয়ে দরখাস্ত। ৫। (১৫) *আজ কেন মন উদাসী হয়ে হারিয়ে যায়দূর অজান্তে* ৬। ব্যাখ্যা দাও (১৫) ক। ফেসবুক এর ওয়াল আর বাড়িরওয়াল এক কথা না! খ। ফেসবুক এর ফেস এবং বুক এক নয় ! ভালো লাগলে লাইক মাস্ট
Posted on: Fri, 26 Jul 2013 04:33:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015