2001 থেকে 2013 - বিএনপি সরকার ও - TopicsExpress



          

2001 থেকে 2013 - বিএনপি সরকার ও আওয়ামীলীগ সরকার ২০০১ থেকে ২০০৬ বিএনপি সরকার ও শাসন আমল আমাদেরকে যে সব অনাকাঙ্কিত ঘটনা উপহার দিয়েছিল তার উল্লেখ্যযোগ্য গুলো হল ১। লেখক স্যার হুমায়ন আজাদ হত্যা , দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক হুমায়ন কবির বালু হত্যা , অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা , উধীচি হত্যা , গোকুলচন্দ্র মুহুরী হত্যা , খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার হত্যা , আহসানুল্লাহ মাস্টার হত্যা , দলীয় কোন্দলে সাতক্ষীরার সিনিয়র বিএনপি নেতা আলতাফ হত্যা , সানি ও কাজী আরেফ হত্যা ইত্যাদি । ২। ১৪ নভেম্বর ২০০৫ ঝালকাঠী আদালতে আত্মঘাতী বোমা হামলায় বিচারক হত্যা । ৩। ১৭/১০/২০০৫ দেশব্যাপী সিরিজ বোমা হামলা । ৪। ২১শে আগস্ট গ্রেনেড হামলা । ৫। মালেশিয়া সরকারের তারেক জিয়ার পাচার করা ২৮ হাজার কোটি টাকা জব্দ করা । ৬। খালেদা জিয়ার ৪০০ সুটকেস নিয়ে বিদেশ গমন । ৭। চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক । ৮। বানিয়াচরে গীর্জায় গ্রেনেড হামলা । ৯। বাঁশখালীতে ১৩ জন হিন্দুকে পুড়িয়ে মারা । ১০। ময়মনসিংয়ে ৪ সিনেমা হলে একযোগে বোমা হামলা । ১১। মায়ের সামনে হিন্দু মেয়েকে ধর্ষন করা । ১২। ২৯/১১/২০০৫ গাজীপুর আইনজীবী সমিতির কার্যালয়ে বোমা হামলা । ১৩। মানবধিকার লঙ্ঘন করে অপরেশন ক্লিনহার্ট চালু করা (যদিও দেশ কিছুটা জজ্ঞ্বাল মুক্ত হয়েছিল কিন্তু সেটা ছিল একপক্ষীয় )। ১৪। দেশ দুর্নীতে টানা ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন । ১৫। চাপাইনবাবগঞ্জ ২১ জন ও কুষ্টিয়ায় বিদ্যুতের দাবিতে আন্দোলনরত কৃষক হত্যা । ১৬। ঘুষের বিনিময়ে এশিয়া এনার্জি ও নাইকো কে কাজ পাইয়ে দেওয়া । অপরদিকে ২০০৯ হতে বর্তমান , এই সাড়ে ৪ বছরে আওয়ামীলীগ সরকার ও শাসন আমল আমাদের যে অনাকাঙ্কিত ঘটনা উপহার দিল ১। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা , বিশ্বজিত্‍ হত্যা , লোকমান হত্যা , কিশোর ত্বকী হত্যা ইত্যাদি । ২। বিএনপি নেতা ইলিয়াস আলী সহ একাধিক গুম ও হত্যা । ৩। পদ্মা সেতু দুর্নীতি । ৪। সুরঞ্জিতের ৭০ লাখ কালো বিড়াল । ৫। সমুদ্রের গ্যাস নিয়ে দুর্নীতির চেষ্টা । ৬। রানা প্লাজা , হলমার্ক , বিসমিল্লাহ গ্রুপ ও শেয়ার বাজার কেলেঙ্কারী । ৭। যুদ্ধাপরাধীদের বিচারে ঢিলামিশি ও একপক্ষীয় বিচার । ৮। তাজউদ্দিন পুত্র সোহেল তাজের মন্ত্রীসভা থেকে পদত্যাগ । ৯। গ্রামীন ব্যাংক কে ধ্বংসের প্রচেষ্টা । ১০। এমপিও ভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের প্রতি নির্যাতন । বর্তমানে আবার পবিত্র সংসদে অশালীন ভাষায় বাকবিতন্ডা চলে । এদেরকে আমরা আমাদের প্রতিনিধি বানিয়ে পবিত্র সংসদে পাঠিয়েছি , আমাদের চরিত্রে তারা এভাবে কালিমা লেপন করল । আমরা কি এসব গুলো চেয়েছিলাম ? এক বুশ ক্ষমতা ছাড়লে আর এক ওবামা আসে । আমাদের দেশেও তাই হয় । এক ব্যার্থ সরকার গেলে আরেক ব্যার্থ সরকার আসে । দেশের অবস্থার কোন পরিবর্তন হয় না । এভাবে আর কতদিন ? ভবিষ্যতে এদের ১জন আবার ক্ষমতায় আসবে । আবারও কি তারা একই রকম আচরণ করবে ? রক্তের ধারার মত বাঙালী ধারা কি একই ভাবে চলতে থাকবে ?
Posted on: Mon, 24 Jun 2013 20:54:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015