#231# from Ariful Islam " তাকে ভেবে - TopicsExpress



          

#231# from Ariful Islam " তাকে ভেবে রাতের ঘুম না ঘুমোনোর কথা নয় আমার, দিনের সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে উদাস বসে থাকার আমার কথা নয়। অন্য কোথাও সে তার মতো সুখে আছে, অন্য কোনোখানে, এ খবর শুনেও যে কোনো কাজেই বড় অন্যমনস্ক হই, তাকে চাই, সেই আগের মতো চাই, অপেক্ষা করার কথা নয়, অথচ করি। তার ছলাকলা, তার চতুর চোখ, তার বহুগামি শরীর, তার অনর্গল মিথ্যে, তার হৃদয়হীন নষ্ট জীবনের সঙ্গে জীবন-- আমি ছাড়া দীর্ঘদিন আর কেউ যাপন করবে না বলে চাই। আমার জীবন ছাড়া অন্য কোনও জীবন নিয়ে শখের খেলাধুলার কোনো সুবিধে নেই বলে চাই, ভালোবাসি বলে নয়। ভালোবাসি বলে নয়, জীবন খুব খালি খালি বলে নয়, তাকে চাই, তাকে সুখ দিতে। শেষ বিন্দু সহিষ্ণুতা ঢেলে তার আনন্দ চাই। আমার যা কিছু আছে, সবটুকু তাকে দিয়ে, তার কিছু না-দেওয়াটুকুই চাই। "
Posted on: Mon, 24 Jun 2013 16:04:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015