3G বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল- - TopicsExpress



          

3G বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল- সাহারা খাতুন। আসুন দেখে নিই 3G র কিছু কথা। ১৯৭৯ সালে প্রথম জাপানে 1G পরীক্ষা মূলক ভাবে চালু হয়। ১৯৯১ সালে ফিনল্যান্ড 2G এর ব্যবহার শুরু করে। ২০০১ সালের দিকে কয়েকটি উন্নত রাষ্ট্র প্রথম 3G চালু করে। ২০০১ সালে যা ব্যপক আকারে ছড়িয়ে পড়ে। যার ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে ২০১৩ সালে 3G সিস্টেম চালু করে। আর সাহারা খাতুন কইল কি? ১৯৭৫ সালে যে মানুষ মারা যায় তিনি কি করে 3G এর মত একটা বিষয়ের স্বপ্ন দেখতে পারে? আমিতো পুরাই চদু হইয়া গেলাম। ওরে কে আছিস!! আমার ৭৫ এর স্বপ্নদোষ বন্ধ কর।
Posted on: Tue, 22 Oct 2013 11:57:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015