847. কাউকে কাফির বলা - TopicsExpress



          

847. কাউকে কাফির বলা সন্ত্রাসের প্রথম পদক্ষেপ আরিফিন হক ॥ ইসলামের নামে সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড রোধ করতে সন্ত্রাসীদের বিভ্রান্তির স্বরূপ উদ্ঘাটন অতীব জরুরি। যে কোনো যুগে ও সমাজে ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রচার করতে প্রায় একই প্রকার কৌশল অবলম্বন করা হয়। ব্যক্তিগত উচ্চাভিলাস পূরণের জন্যই হোক কিংবা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবেই হোক কিংবা ইসলাম প্রতিষ্ঠার আবেগ ও উন্মাদনার কারণেই হোক - ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার প্রথম পদক্ষেপ হলো - কাউকে কাফির বা মুরতাদ আখ্যা দেয়া। কাফির বা মুরতাদকে হত্যা করা বা শাস্তি দেয়ার বৈধতা দাবি করা সন্ত্রাসের পথে চূড়ান্ত পদক্ষেপ।
Posted on: Sat, 05 Jul 2014 12:32:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015