A হলো পুরুষ, আর B মহিলা ... - TopicsExpress



          

A হলো পুরুষ, আর B মহিলা ... তারা স্বামী-স্ত্রী A’র আবার, C নামের এক মেয়ের সাথে ইটিশ পিটিশ সম্পর্ক আছে একদিন শপিং মলে যেয়ে, B আর C লিফটের মধ্যে আটকা পরলেন... তারা আবার একে অপরকে চিনে না B তাড়াতাড়ি তার স্বামী A কে ফোন দিয়ে বললেন, “আমি লিফটে আটকা পড়েছি, আমাকে এসে বাঁচাও” এক দৌড়ে বদমায়েশ A অফিস থেকে মার্কেটের লিফটের সামনে এসে পড়লেন ... অনেক মুসামুস্রি করে লিফট একটু ফাঁক করে মাথা ঢুকিয়ে দেখে ‘ওইত্তেরি ভিতরে তো C ও আছে’ এদিকে বউ B বলছে, “হাত বাড়াও ... উঠে আসি” জামাই আর হাত বাড়ায় না... কারণ, যদি হাত বাড়ানো দেখে C খুশিতে সেই হাত ধরে ফেলে? সে তো আর জানে না যে আমি শালা ধুরন্দরই হলাম তার পাশে দাড়িয়ে থাকা B এর জামাই ... বিশাল টেনশনের বিষয় আমি আর আমার বউ, এক হিন্দি সিরিয়ালের এই সিকুয়েন্স দেখছি ৪ সপ্তাহ ধরে ১ সপ্তাহ লেগেছে বান্দার মুস্রামুস্রি করে লিফটের দরজা খুলে উঁকি মারতে পরের সপ্তাহ লেগেছে, উঁকি মারা অবস্থায় তার মনের অবস্থা নিয়ে ...এই সপ্তাহে সম্ভত হাত বাড়াবেন তিনি আমি আর বউ প্রতি সপ্তাহে অপেক্ষা করি, এই বুঝি হাতটা বাড়াবে ... আর এটা দেখে আজ রাতে আমরা শান্তির ঘুম দিবো কিন্তু উহু, বেচারার হাতখানা আর বাড়ায় না... জামাই লিফটের চিপা দিয়ে উঁকি দিয়েই তব্দা খেয়ে আছে চতুর্থ সপ্তাহে দেখা গেলো জামাইয়ের দুই পায়ের নিচ দিয়ে আরেক হাত আসছে ... এটা কার হাত জানেন??? এটা A এর বন্ধু D এর হাত ... এই হাত ধরতে আবার হাত বাড়িয়েছে A এর বউ B ... আর সহ্য হলো না বউ আমার দিকে তাকিয়ে আছে, আমি বউয়ের দিকে তাকিয়ে আছি ‘সহ্য না হলে’ কি করার আছে, তাও আমার জানা নেই সত্যি বলতে, তারা এত কষ্ট করে এই সব আগা-মাথা ছাড়া হিন্দি সিরিয়ালগুলো দেখেছে, এদের এখন কি বলা উচিত? বলা কি উচিত যে, “এখন থেকে এসব একদম বাদ... টিভি দেখতে হলে দেশীও চ্যানেলে দেখবে?? -- আপনার কাছে ঈদের কোন অনুষ্ঠানটা ভালো লেগেছে শুনি? কোন অনুষ্ঠানটা দেখার পর মনে হয়েছে, ‘ফ্যামিলি নিয়ে দেখা উচিত ছিলও অনুষ্ঠানটা… তাহলে অন্তত বউ বাচ্চা কিছু শিখতে পারত’ কয়েকদিন আগে দেখলাম, বাংলাদেশের এক চ্যানেলের এক নাটকের কাহিনী হলো এক গ্রামের চেয়ারম্যানের পিছে ফোড়া হয়েছে ... তিনি লুঙ্গি উচিয়ে হাঁটছেন আর গ্রামের মানুষ তার নাম দিয়েছে ফোড়া চেয়ারম্যান এটাই কাহিনী... ফোঁড়া দিয়ে শুরু... ফোঁড়া দিয়েই শেষ তাহলে মা বউদের কি দেখতে বলব? মন্দগুলো? নাকি ‘মন্দের ভালোগুলো’? -- উরাউরা শুনলাম যে সামনের মাস থেকে নাকি স্টার জলসা ও জি বাংলা নিষিদ্ধ হতে যাচ্ছে ...আচ্ছা, এটা কি খুশির খবর? হ্যা হতে পারে খুশির খবর... কিন্তু মোটেও ‘খুব খুশির’ খবর না এটা শিওর থাকেন, আমাদের নিজেদের প্রোগ্রামের কনটেন্ট ভাল না করতে পারলে, কাল তারা সাবটাইটেল ছাড়াই জাপানিজ সিরিয়াল দেখা শুরু করে দিবে কতোগুলো বন্ধ করবেন? ... সুতরাং, বন্ধ করাটা মোটেও সলুশান না হ্যা অবশ্যই হিন্দি সিরিয়ালের দিকে আঙ্গুল তুলবো... দোষ তাদের আছেই কিন্তু এটাও আবার ভুলে না যাই যে; কারো দিকে আঙ্গুল তুললে, বাকি ৩ টা আঙ্গুল কিন্তু নিজের দিকেই আছে ... “নিজেদের শুধরানো” দিয়ে শুরু করাটা ভাল না? শিওর থাকেন... তা না হলে; আপনি হাত বাড়ালেও, আপনার পরিবার হাত বাড়াবে আরেকদিকে
Posted on: Thu, 31 Jul 2014 06:15:40 +0000

Trending Topics



Recently Viewed Topics



.

© 2015