AB Ashik Please Published this post আমি - TopicsExpress



          

AB Ashik Please Published this post আমি আব্দুল্লাহ আশিক ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট ৬ ষ্ঠ পর্ব সিভিল টেকনোলজির কিছুক্ষণ আগে আমার নাম্বারে 01985929992 নাম্বার থেকে কল করে হুমকি দিয়েছে যশোর কোতোয়ালি থানা থেকে " হারুন অর রশীদ " নামের এক পুলিশ কর্মকর্তা. বলছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া বন্ধ করতে আর আন্দোলন বন্ধ করতে. সরকার নাকি পুলিশকে ছাত্রদের ধরে এনে গুলি করার নির্দেশ দিয়েছে. কথা কাটাকাটির এক পর্যায়ে বলল আমাকে নাকি আগামীকাল দুপুরের আগে মামাবাড়ি ( জেলখানা ) ঢুকাবে এবং পুলিশের বাস দেবে. তিনি বলেছে কাল দুপুরের আগে নাকি সে আমাকে গুলি করবে কথাগুলো সব আমি রেকর্ড করে রাখছি. আমরা আর কতো নির্যাতন সহ্য করব???????????? আমরা দেখতে চাই পুলিশের কত গুলি আছে ✘✘✘✘✘✘ কোনভাবেই আমরা আন্দোলন বন্ধ করব না. যতদিন আমাদের দাবি না মানবে. সবাই আমার সাথে একমত? ????
Posted on: Mon, 07 Oct 2013 04:38:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015