AMADER PAGER AKJON FAN #Dibakar_Biswas বাংলাদেশ - TopicsExpress



          

AMADER PAGER AKJON FAN #Dibakar_Biswas বাংলাদেশ সিরিজ জেতার পর বিভিন্ন মহলের প্রতিক্রিয়া : ১. শেখ হাসিনা ও খালেদা জিয়া: দুজনেই একে অন্যের প্রতি বিদ্বেষ ভূলে যাবে। একে অন্যকে বলবেন আসেন বুবু আজ থেকে আমরা দুজন মিলে মিশে থাকি, একসাথে বাংলাদেশ দলের বিজয় উদযাপন করি আর দেশটা কে কিভাবে সামনের দিকে এগিয়ে নেয়া যায় সেই চিন্তা করি। ২.জাফর উল্লাহ শরাফত : প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা রেডিওতে খেলা দেখছেন (!) আর টেলি ভিশনে খেলার ধারাভাষ্য শুনছেন সবাইকে স্বাগতম।কর্দমুক ্ত আকাশ, মেঘ মুক্ত মাঠ।মাঠ চলে গেলো বলের বাইরে।ইয়ে মানে দর্শক বাংলাদেশের এই জয়ে আমি মনে হয় একটু বেশি ই উত্তেজিত হয়ে ভূল বলেছি, ইয়ে..মানে..ইয়ে ৩. রস টেইলরের বৌ: মিনসে শুধু বাংলাদেশ থেকে দেশে ফেরো তারপর বুঝামু কতো ধানে কতো চাল।টেইলর মানে হলো দর্জি।দর্জির কাজ সেলাই করা, ভাবছিলাম তাই টেইলর ছেড়া ম্যাচটিকে সেলাই দিয়ে জোড়া লাগাবে কিন্তু তা পারলোনা। কালকেই কমু ডিভোর্স দে আমাকে। ৪. ডিপজল: ঐ তোরা কে কোতায় আচোচ শেবাগ আর ইউনূস রে খবর দে, অগো চামড়া দিয়া ডুগডুগি বাজামু, হালারা আমগো বাংলাদেশ নিয়া ফাউল কতা কইচিলো।আজ আমার হাত থেকে ওদের কেউ বাঁচাতে পারবেনা। ৫. শেবাগ : কাম সারছে ,ডিপজল তো দেখি খেইপ্যা গেছে।জীবনে কিযে ভূল করছিলাম বাংলাদেশ কে অর্ডিনারী টিম বলে।এখন কোথায় পালাই?ডিপজলের হাতে পড়লে তো হাড্ডি গুড়া করে ফেলবে। ৬. ইউনূস খান : এই যে আমি কান ধরেছি, আর কখনো বলবোনা বাংলাদেশের টেস্ট ষ্ট্যাটাস কেড়ে নিয়ে আফগানিস্তান কে দেয়া হোক।এই কথা বলার পর থেকে শুধু বাঁশ খাইতেছি।জীবন একখান বাঁশ বাগান,শুধু বাঁশ আর বাঁশ।কেনু? কেনু কেনু? (এরপর কথা বলতে বলতে ইউনূস অগ্গান হয়ে যায়।শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে হসপিটালে নেয়া হচ্ছিল) ৭. মুন্নি সাহা:আপনারা সবাই জানেন, আমি অনুভূতিবিদ।তাই এই স্মরনীয় মুহূর্তে জানতে চাই আপনাদের অনুভূতি কি? ৮.ইভা রহমান:এই জয়ের সম্পূর্ন কৃতিত্ব আমার কারন আমি বাসায় বসে গান গাচ্ছিলাম।সেই গানের সুর স্টেডিয়ামে যায় ,ফলে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা বিরক্ত হয়ে মনসংযোগ হারিয়ে আউট হয়ে যায়। ৯. স্যার অনন্ত জলিল : আপনারা সবাই জানেন, গানা (ঘানা) দেশটার প্রতি আমার দুর্বলতা আছে আমি তাই নিউজিল্যান্ড কে পরামর্শ দিবো ভালো খেলতে হলে গানার কাছে ক্রিকেট শিখো।It is beri beri pani (very very funny). Hi Newziland you pom Gana? ১০.মুরাদ টাকলা : Bandura jabun cholar pate ato kusi r kakono hauni . Lunghi dance! Lunghi dance ( বঙানুবাদ: বন্ধুরা জীবন চলার পথে এতো খুশি আর কখনো হইনি। লুঙি ড্যান্স! লুঙি ড্যান্স!লুঙি ড্যান্স) ১১. ম্যাককালাম: কি শরমের কথা। সেই বার বাংলাওয়াশ খাইছিলাম।বৌতে ঝাড়ু নিয়া ধাওয়া দিছিলো এইবারো মনে হয় আরেকটা ধাওয়া খামু। ১২.মুশফিক: আপনারা সবাই জানেন মন্ডির সাথে আমার বাগদান হয়ে আছে। বিয়ের আগে যদি সিরিজ না জিততাম তাহলে কি মন্ডির কাছে আমার মানসন্মান থাকতো? ও তাহলে আমাকে হারু পার্টির ক্যাপ্টেন বলে ক্ষ্যাপাত।এই বিজয় এদেশের ১৬ কোটি মানুষের মাঝে বিলিয়ে দিলাম।খাড়ান একটা গান গাই......আমরা করবো জয়, আমরা করবো জয় এক দিন । (কাল্পনিক এই লেখাটি মজা করে লিখেছি, কেউ সিরিয়াসলি নিবেন না আশা করি) #RUBEL
Posted on: Thu, 31 Oct 2013 17:43:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015