Actor হিসেবে অনন্ত জলিলকে - TopicsExpress



          

Actor হিসেবে অনন্ত জলিলকে আমি ১০ এর মধ্যে ০ (শূণ্য) দেব কিন্তু একজন ব্যক্তি অনন্ত জলিলকে ১০ এর মধ্যে ১১০ দেব । অলরেডি আমরা সবাই জানি যে , সে দেশের প্রতিটি বিভাগীয় শহরে একটি করে মাল্টি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে । এছাড়া বর্তমান চলচিত্রে যে ডিজিটালা করার প্রবনতা এটা তার মাধ্যমেই শুরু হয়েছে এটা মানতেই হবে । আজ আবার একটা খবর জানতে পারলাম, অনন্ত জলিল নাকি একাই ২ টা এতিম খানা চালায় আর ঢাকার অদুরে ২৮ বিঘা জমির উপর একটা বৃদ্ধাশ্রম খুলতে যাচ্ছে খুব শীঘ্রই। স্বাধীনতার পর এই ৪২ বছরে অনেক বড় বড় সুপার ডুপার স্টার আসছে গেছে । অনেকে অনেক বুলি আউরিয়েছে । কিন্তু বাস্তবে কে কয়টা চুল ছিড়ছে ?? বরং দেখা গেছে অনেকে ফেসভেল্যু কাজে লাগিয়ে জনপ্রতিন দলে এসে উল্টো জনগণে রক্ত আরো চুষে খেয়েছে । তুলনা করলে ঠিক হবে কি না জানিনা তার আজ আরেকবার মনে পড়ে গেল ভারতের সেই বিগ স্টার রজনীকান্তের কথা । যার ক্যারিয়ার শুরু হয়েছিল একজন সামান্য কন্ডাক্টর হিসেবে । লাইফের সাথে স্ট্রাগল করে আজ সে এই পর্যায়ে । সে তো ঠিকমত কথাই বলতে পারতো না । এখনও শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না । অথচ বলিউডের বাঘা বাঘা Actor বিগ- বি, শাহরুখ, সালমান,আমির,অক্ ষয়রা তাকে স্যালুট জানাতে দ্বিধা করেনা । তাকে নিয়ে ইন্ডিয়াতে হাজার জোকস প্রচলিত থাকলেও তারা কিন্তু তার পোস্টার আর মূর্তির পুজোও করে ।। আর অনন্ত তার ক্যারিয়ার শুরু করে সামান্য গার্মেন্টসকর্মী হিসেবে । জীবনের সাথে যুদ্ধ করে এখন তার এই অবস্থান । বর্তমানে সে নিজেই ১৯টা গার্মেন্টেস এর মালিক । (It’s Huge) এটা কিন্তু ফেলে দেবার মত কথা নয় । অনন্তকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো ? “ তুমি যেভাবে আছ সেভাবেই চালিয়ে যাও গুরু । তোমার ভাল Acting করতে হবেনা । তোমার সিরিয়াস ডায়লগে হো হো করে হেস তোমাকে নিয়ে জোকস বানাবো, তোমাকে সুযোগ পেলেই পচাবো । কিন্তু তোমাকে স্যালুট জানাতে ভুলবো না ।। ভাল Actor থেকে ভাল মানুষ অনেক ভালো
Posted on: Fri, 27 Sep 2013 15:16:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015