Ajker Bangladesh, 19 November 2014: আজকের - TopicsExpress



          

Ajker Bangladesh, 19 November 2014: আজকের বিষয়ঃ ‘টেস্টের পর পরীক্ষা’। দেশের মাটিতে তিন টেস্টের প্রতিযোগে জিম্বাবুয়েকে ধবলধোলাই করে আবার জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এরফলে পাঁচদিনের ক্রিকেটের বিশ্বতালিকায় টাইগাররা এখন তাদের পেছনে ফেলে নবম স্থান দখলে নিয়েছে। এবার শুরু হতে যাচ্ছে দল দুটির পাঁচ ম্যাচের একদিনের লড়াই। টেস্টের বিজয়ে আমাদের ক্রিকেটারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। দেশের ক্রিকেট ভক্তরাও বড়ো ব্যবধানে একদিনের প্রতিযোগ জয়ের আশা নিয়ে আছেন। এসব নিয়েই আজকের আলোচনা। আজকের অতিথিঃ # জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। # সাবেক জাতীয় ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। # দৈনিক কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুন। Post comments here, SMS 16232 using the hotkey AKBO or email [email protected]
Posted on: Wed, 19 Nov 2014 14:26:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015