Ajker Bangladesh (আজকের বাংলাদেশ) June - TopicsExpress



          

Ajker Bangladesh (আজকের বাংলাদেশ) June 20, 2013: আজকের বিষয়: "গ্যাস-বিদ্যুতের কাগজ ও বাস্তব।" গ্যাস ও বিদ্যুতের অভাবনীয় উৎপাদন দাবি করছে সরকারি দল। অথচ মাঝরাতেও বিদ্যুতের লোডশেডিংয়ে ভুগতে হচ্ছে গ্রাহকদের। অন্যদিকে বছর কয়েক বন্ধ থাকার পর সম্প্রতি সীমিত পর্যায়ে গ্যাসের নতুন আবাসিক গ্রাহক করার উদ্যোগ নেয়া হয়েছে। এসব নিয়েই আজকের আলোচনা। আজ স্টুডিওতে আছেন- পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর। পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক ও বিদ্যুৎ বিশেষজ্ঞ বিডি রহমতউল্লাহ। বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন। পাক্ষিক এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন। Post comments here, SMS 16232 using the hotkey "AKBO" or email [email protected]
Posted on: Thu, 20 Jun 2013 13:19:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015