Aktaruzzaman Raz বি.এস.সি পড়ুয়া - TopicsExpress



          

Aktaruzzaman Raz বি.এস.সি পড়ুয়া ছাত্ররা আগামীকাল রাস্তায় নামছেন আমাদের দাবির বিরুদ্ধে। উনারা চাই আমাদের সার্টিফিকেটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার লেখা না থাকুক। আপনাদেরকে আমাদের ডিপ্লোমার ছাত্ররা যথেষ্ট সম্মান দেয় কারণ আপনারা স্বশিক্ষিত আমাদের তুলনায়। কিন্তু আপনারা যে গোল্ড ফিসের ব্রেইন নিয়ে ঘুরেন সেটা আগে বুঝিনি। সে্টা বাস্তবিক প্রমাণ দিলেন এই ফালতু আন্দোলনের ডাক দিয়ে। আপনারা এস.এস.সি পাসের পর ছয় বছর পড়াশুনা করে বি.এস.সি ইঞ্জিনিয়ার হোন আর আমরা এস.এস.সি পাশের পর চার বছর পড়াশুনা করলেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। সেটা আপনারা আজকে মেনে নিতে পারছেন কিন্তু এতকাল মেনে নিয়েছিলেন কেন? সেই পাকিস্তান শাসনকাল থেকেই পলিটেকনিকের ছাত্ররা কোর্স শেষ করলেই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার। তখনতো কেউ টু শব্দ করেনি, আজকে কেন আপনারা এত উঠেপড়ে লেগেছেন? জনৈক বুয়েটের প্রফেসার ইতিপূর্বে বলেছেন ডিপ্লোমার ছাত্ররা চটি বইয়ের মত কয়েকটা ছোট ছোট বই পড়েই নাকি ইঞ্জিনিয়ার। আপনার মত একজন উচ্চ শিক্ষিত শিক্ষকের মুখে এই নোংরা ভাষা মানায় না স্যার। শুধু বুয়েটের প্রফেসার হলেই হয় না মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে সেটাও চর্চা করিয়েন স্যার। আপনারা ইংরেজী মিডিয়ামে পড়াশুনা করে সেটা বারবার ফলাও করে প্রচার করছেন।আর আমরা বাংলা মিডিয়ামে পড়াশুনা করি তাই আপনারা আমাদের হেয়ও করছেন। একটা বিষয় আপনি নিজ মাতৃভাষায় যতটুক বুঝতে পারবেন, সেটা ভিন্ন ভাষায় ততটুক বুঝতে পারবেননা; এটাই প্রচলিত সত্য।অতএব এতে গর্ব করার কিছু নেই। সর্বশেষে বলছি, আপনারা আরেকবার বিবেচনা করেই রাস্তায় নামুন। আমরা আপনাদের শত্রু নয়, আপনারাও আমাদের শত্রু না।তবে হ্যাঁ, আপনারা রাস্তায় নামলেও আমাদের কিছু আসে যায়না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছেনা আমরা ততক্ষণ রাজপথ ছাড়ছিনা।
Posted on: Wed, 02 Oct 2013 18:44:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015