Al –Qur’an ------ Surah (28) -------Al Qasas—--39 to 42 In - TopicsExpress



          

Al –Qur’an ------ Surah (28) -------Al Qasas—--39 to 42 In the Name of Allâh, the Most Beneficent, the Most Merciful بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ [39] وَاستَكبَرَ هُوَ وَجُنودُهُ فِى الأَرضِ بِغَيرِ الحَقِّ وَظَنّوا أَنَّهُم إِلَينا لا يُرجَعونَ [39] ফেরাউন ও তার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করতে লাগল এবং তারা মনে করল যে, তারা আমার কাছে প্রত্যাবর্তিত হবে না। [39] And he and his hosts were arrogant in the land, without right, and they thought that they would never return to Us. [40] فَأَخَذنٰهُ وَجُنودَهُ فَنَبَذنٰهُم فِى اليَمِّ ۖ فَانظُر كَيفَ كانَ عٰقِبَةُ الظّٰلِمينَ [40] অতঃপর আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম, তৎপর আমি তাদেরকে সমুËেদ্র নিক্ষেপ করলাম। অতএব, দেখ জালেমদের পরিণাম কি হয়েছে। [40] So We seized him and his hosts, and We threw them all into the sea (and drowned them). So behold (O Muhammad S.A.W) what was the end of the Zâlimûn [wrong-doers, polytheists and those who disbelieved in the Oneness of their Lord (Allâh), or rejected the advice of His Messenger Mûsa (Moses) A.S.] [41] وَجَعَلنٰهُم أَئِمَّةً يَدعونَ إِلَى النّارِ ۖ وَيَومَ القِيٰمَةِ لا يُنصَرونَ [41] আমি তাদেরকে নেতা করেছিলাম। তারা জাহান্নামের দিকে আহবান করত। কেয়ামতের দিন তারা সাহায্য প্রাপ্ত হবে না। [41] And We made them leaders inviting to the Fire, and on the Day of Resurrection, they will not be helped. [42] وَأَتبَعنٰهُم فى هٰذِهِ الدُّنيا لَعنَةً ۖ وَيَومَ القِيٰمَةِ هُم مِنَ المَقبوحينَ [42] আমি এই পৃথিবীতে অভিশাপকে তাদের পশ্চাতে লাগিয়ে দিয়েছি এবং কেয়ামতের দিন তারা হবে দুর্দশাগ্রস্ত। [42] And We made a curse to follow them in this world, and on the Day of Resurrection, they will be among Al-Maqbuhûn (those who are prevented to receive Allâhs Mercy or any good, despised or destroyed).
Posted on: Fri, 07 Nov 2014 00:24:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015