Amir Hossain Khan Rana >< এ কোন জালায় - TopicsExpress



          

Amir Hossain Khan Rana >< এ কোন জালায় পরলাম রে ভাই? একেতো পকেট খালি তার উপ্রে আবার ঘরে বাইরে সমান তালে জুতার বারি। গতকাল বিকেলে একমাত্র ভাতিজাকে নিয়ে হাটতে বের হলাম। রাস্তায় এক বড় ভাই। দেখা মাত্রই আরে রানা, কবে আসছো? আমি : আমিতো আর জাহাজে যাইনি ( সত্য গোপণ বা মিথ্যা বলার যে একটি গুণ আছে সেটা বোধহয় হারিয়ে ফেলেছি, তাই বলতে হলো) বড়ভাইঃ তার মানে, ঐযে গত কোরবানীর পরে আসছিলা এখনো যাওনাই? (কতক্ষণ ঘ্যানর ঘ্যানর পেনপেনানি চললো, কোনরকম ছাড়া পাইলাম) . এরকম উটকো ঝামেলা এখন হরহামেশাই সহ্য করতে হচ্ছে। আমার এক শুভাকাংখী পারাতো আংকেল আছেন। শালার বুইড়ার জ্বালায় এখন মসজিদে পর্যন্ত লুকিয়ে লুকিয়ে যেতে হয় আবার নামাজ শেষ করেই তারাতারি পালিয়ে যেতে হয়। সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয়, এই বুঝি কেউ দেখে ফেললো। ঐ আংকেলের সাথে দেখা হলেই বলবে, কি রানা, তোমার জাহাজের খবর কি? যাইবানা? কবে যাইবা? এমনে বেকার বইয়া বইয়া খাইলে চলবো? একগাদা প্রশ্ন বুইড়ার কথা শুনলে মনে হয় আমি তার বাড়িতে ঘর জামাই থাকি। আমি তার মেয়েরে কথা দিছি নাকি? তাহলে আমার চাকরি নিয়ে তার এত্তো ফাটে কেন? . এই হইলো অবস্থা। এসব কারনে ঘরের বাইরে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিছি (একান্ত প্রয়োজনীয় কাজ ছাড়া)। তাতেও রেহাই নাই। আজ সকালে এক প্রতিবেশী বড় আপা বাসায় হাজির। সালাম দিতেই চাকরির খবর জিগাইল। ( ওফফফ, মনডা কয় কাইন্দা লাই) সত্যি মিথ্যা কোন উত্তর না দিয়ে বললাম আম্মা ভিতরে আছে, যান, আম্মার কাছে যান । আম্মার উপ্রে ছাইড়া দিলাম। . আত্মীয় স্বজন ফোন করলেই ভয়ে ভয়ে থাকি, এইরে, এই বুঝি রানার খবর জিগায়। ওফফফফফফফ, ঘরে বাইরে সমানে জুতার বারি। . গত সাপ্তহ দুই আগে এক ফ্রেন্ড থার্ড অফিসার এর বিয়ের জন্য মেয়ে দেখা। আমাকে সাথে নিলে গেলাম। অন্য সবদিকে কথাবার্তা এগিয়েছে। একপর্যায়ে কনে পক্ষের এক লোক একাকী আমাকে পেয়ে আমার সম্পর্কে জানতে চাইলো। একসময় আমাকে জিজ্ঞেস করেই বসল আমি দেশে আছি কতদিন হয়। আমার তখন দুইচোখ কপালে। কি বলি এখন? যদি ভুলেও জানে যে আমি একবছর ধরে বেকার তাহলে হয়তো আমার জন্যই বন্ধুর বিয়ে ভেস্তে যেতে পারে। কেন জানি এই মুহূর্তে মিথ্যা বলাটাকে ফরযে বিয়ে বাচান মনে হলো। ব্যাস, ইচ্ছেমত গল্পমালা শুনিয়ে দিলাম। আর দোস্তকে বললাম দোস্ত, এরপর আমারে ডাকিসনা,নাইলে কিন্তু আমি তোর হবু বউয়ের প্রেমে পইরা যামু . আগামী 20/11 তারিখে আমার বেকারত্বের একবছর হতে চলেছে। প্রথম প্রথম কেউ কিছু জিজ্ঞেস করলে বলতাম, আরে ভাই, জাহাজে তো যাবোই। বাংলাদেশে T20 world cup হচ্ছে। এটা কি মিস করা যায়? এই করতে করতে প্রায় ছয়মাস ছুই ছুই। পাবলিক কি আর থামে? এরপরও রাস্তায় দেখা হলেই কি মিয়া, কবে যাবে জাহাজে? আমার মুখস্থ উত্তর আরে ভাই, আর্জেন্টিনা এবার বিশ্বকাপ নিবেই নিবে। এই বিশ্বকাপ মিস করে কিভাবে যে যাই? শালার আর্জেন্টিনারও আর কাপ জেতা হয়না, আমারও জাহাজে যাওয়া হয়না। ফুটবল বিশ্বকাপ শেষ, মাগার আমারে নিয়া পাবলিক এর কৌতুহল শেষ হয়না। এরপরও দেখা হলে বিশ্বকাপ তো গেলো, তোমার জাহাজের ডাক কবে আইবো? আমি আর কি কমু? না মানে রমজানের ঈদটা করেই যাই। বুঝেনইতো, বছরে ঈদেই পাই দুইটা, তাও সবসময় বাড়িতে থাকার সুযোগ হয়না। এইবার যখন সুযোগ পাইছি, কেমনে ছাড়ি? রমজানের ঈদও গেলো। ঘরে শুয়ে বসে থেকে আরও দুমাস। এবার আর পাবলিক রে নিজে থেকে কিচ্ছু বলতে হয়না। তারা নিজে থেকেই বলে রানা, কি আর করবা? কোরবানির ঈদ করেই যাও আমি বলি, যাক এতদিনে আপনাদের বুদ্ধি হইছে। কেমনে কেমনে বুঝে গেলেন। এইজন্যই আপনাদেরকে আমার এতো ভালো লাগে। (মনে তখন শনির দশা) খেলা, ঈদ সবই তো গেছে। এখন পাবলিক রে কি কমু? এখনতো আমি ফাইস্যা গেছি আমি ফাইস্যা গেছি আমি ফাইস্যা গেছি মাইনকার চিপায়। চিপায় যে চিপায় এমন চিপায় আটকাইছি যে ঘরের বাইরে যাওয়া এক্কেরে বন্ধ কইরা দিলাম। তাছাড়া পকেটের আর একাউন্টের ব্যালেন্স ওতো শেষ হয়ে এলো। তার সাথে পাল্লা দিয়ে কমতে লাগলো জাহাজের সংখ্যা, চাকরির রিকুয়ার্মেন্ট। আর বাড়তে লাগলো নিজের অপমানজনক মুহূর্ত, বেকারত্বের লজ্জা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে লাগলো মেরিনারের সংখ্যা। . . . . হায়রে কপাল। এই দিন দেখার জন্যই CHEMISTRY তে অনার্স পড়া বাদ দিয়ে জাহাজে গেলাম? . এমন প্রশ্ন শুধু আজ আমার একার নয়। এমন প্রশ্ন আজ হাজারো মেরিনারের যারা বুয়েটের চান্স পেয়েও মেরিন একাডেমিতে ভর্তি হয়েছে। এছাড়াও অনেক ভালো ভালো স্টুডেন্টরাও তো মেরিনে এসেছে। . কিন্তু যত যাই হোকনা কেন, যত কষ্টই হোকনা কেন, আমরা এ পেশাটাকে ভালোবেসেই এসেছি এটাকেই ভালোবেসে যাবো। সাগরের ঐ নোনা জলই যে আমাদের আরেক ঠিকানা ।
Posted on: Tue, 04 Nov 2014 04:13:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015