Android এর হারিয়ে যাওয়া - TopicsExpress



          

Android এর হারিয়ে যাওয়া ডাটা(মেসেজ,Contracts,ছবি,ভিডিও,অডিও ও অন্যান্য) ফিরিয়ে আনুন খুব সহজে!!! (Link Updated) আসসালামুয়ালিকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। আমিও আছি মোটামুটি আমাদের সবারইতো অন্তত কমপক্ষে একটা করে Android মোবাইল তো আছেই? তাই না । তবে অনেক সময় ভুলে আমাদের মোবাইলের গুরুত্বপূর্ণ ডাটা বা ফাইল, মেসেজ, Contract ও ডিলিট হয়ে যায় এমনকি ঘরে ছোট বাচ্চা থাকলে তো কথাই নেই (পোলাপাইন ইদানিং বেশি বাঁদরামি করে । কোন মেসেজ বা আপনার বন্ধুর নাম্বার ডিলিট হলে তো মেজাজ সপ্ত আসমানে উঠে যায় ) তবে আজ আমি আপনাদের এমন একটি software দিব যাতে আপনি আপনার হারানো ডাটা বা ফাইল ফিরিয়ে আনতে পারবে কম্পিউটার এর সাহায্যে এই সফটওয়্যার টির নাম Wondershare Dr.Fone for Android ($49.95) এইটি বিনামুল্লে পাওয়্যা যায় না তাই আজ আপনাদের সাথে এর crack version শেয়ার করব (মাত্র ৭৯৫ KB) প্রথমে এই লিঙ্ক থেকে রার ফাইল টি download করুন : Wondershare Dr.Fone for Android bdmobile1.ga/forum2_theme_111376092.xhtml?tema=178 আমাদের পোস্ট গুলো নিয়মিত আপনার হোম পেজে পেতে প্রতিদিন লাইক বা কমেন্ট করুন । √ বিঃদ্রঃ- পোষ্টটা কেমন লেগেছে আপনার? কমেন্ট (Comment) করতে ভূলবেন না। আপনার যদি লিখতে কষ্ট হয়, তাহলে সংক্ষেপে T=(thanks) G=(good) B=(bad) N=(nice) O=(osthisr) লিখে কমেন্ট করবেন। তাহলে পরে আর ভাল পোষ্টে নিয়ে হাজির হব । ধন্যবাদ ।
Posted on: Sun, 12 Oct 2014 12:39:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015