Article Writing Just একটি সাবলীল - TopicsExpress



          

Article Writing Just একটি সাবলীল শিল্প কোন গতবাধা বাংলা বা English ব্যাকরণ নয় Article Writing আপনার আমার মতই সাধারন মানুষের লেখালেখির একটি শিল্পের একটি প্রকাশ মাত্র। সাধারনত Onlineএ বিভিন্ন Blog-এ বিভিন্ন পণ্যে্র জন্য Article লিখে সেই Product sell করা বা Sell বাড়ানোর হয়। Online Marketing -এ এই মুহুর্তে সবচেয়ে গুরুত্তপূর্ণ SEOর কাজটি-ই হচ্ছে Article Writing. সামান্য কিছু বিষয়ের উপর দক্ষতা ও সচেতনতা থাকলে একজন ভাল Article Writer হয়ে ওঠা যায় - (i) Planing : অন্যান্য সবকিচুর মতই কোন Article লেখার আগেই প্রথমেই পরিকল্পনা করতে হবে আপনি যে বিষয়ের উপর Article লিখছেন তার উপর আপনার কাছে কতটুকু তথ্য আছে । যেমনঃ আপনি Windows Surface-এর উপর কোন Article লিখছেন তখন আপনাকে যানতে হবে এই Tab-এর Price,Processor,Operating System,Media Accelerator,Memory,Camera ইত্যাদি সম্পর্কে ।এরপর-ই সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে আপনি কত Word-এর ভিতর আপনার Article-টি লিখে আপনার Expected Bayers এর কাছে পৌছে দিতে পারছেন।এরপরের কাজটি হচ্ছে Promotional Marketing মানে আপনার বাছাইকৃ্ত Subject নিয়ে অন্যকোন Site-এ বা Blog-এ বিভিন্ন ফ্রীলেন্স Article Writer তাদের Article লিখেছেন তাতে Like & Comment দেয়া । (ii)Topics or Title : Topics or Title Selection Article Writing-এর ২য় ধাপ । মনেরাখতে হবে আপনার Article-এর Title-এর শব্দ যদি Exclusive না হয় তবে তা মানুষের মনে আগ্রহ যাগাতে পারবেনা।যেমন:SEO-এর উপর একটি Article-এর Title যদি আর্টিকেল রাইটি- দি গোল্ডমাইন অফ অনলাইন মার্কেটিং হয় তবে তা মানুষের মনে আগ্রহ যাগাবে।আজকাল কিছু Website আছে যা আপনাকে Topic Selection-এ সাহায্য করতে পারে যেমন:ubersuggest.আপনার Articleটির মধ্যে পর্যাপ্ত পরিমাণ উদাহরণ থাকলে তা পরে পাঠকদের জন্য উপভোগ্য হয়ে ওঠে। তাছারাও আপনার লেথাটি যদি Point ভিত্তিক বিভিন্ন প্যারায় নাহয়ে বাংলা ভাবসম্প্রসারণ-এর মত একটি প্যারাতেই সীমাবদ্ধ থাকে তবে তা মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, প্রতিটি প্যারা এক লাইনের না হয়ে কমপক্ষে পাঁচ লাইনের হলে তা তথ্য বহুল দেখায়।এছাড়াও Topics-এ বৈচিত্রতা আনতে লেখার Front-ভিন্নতা এবং Article-টির মাঝে মাঝে বিভিন্ন বিষয় ভিত্তিক আকর্ষনীয় ছবি এটির গ্রহনযোগ্যতা বাড়ায়। (iii)Manorial Language/Word : আপনার Article-এর ভাষা অবশ্যই অন্য কারও Article -এর ভাষার তুলনায় শক্তিশালী হতে হবে,এর জন্য যে ভাষায় আপনি আপনার Articleটি লিখছেন সেই ভাষার Vocabulary-র উপর দখল থাকতে হবে । এছাড়াও আপনার Article-এর Basic,Exclusive Data & Engaging-ভাল ও তথ্যবহুল থাকলে তা পাঠকের মনে দাগ কাটবে।এক্ষেএে Basic হচ্ছে আপনি যেই বিষয়ের উপর লিখছেন তার সংঞ্জা, প্রকারভেদ,এটির মূল প্রয়োজনিয়তা কি সে সম্পর্কে শ্রুতিমধুর ভাষায় লেখা।Exclusive Data হল যে বিষয়ের উপর আপনি Article-টি লিখছেন সেই বিষয়ের উপর সংগ্রহিত কিছু আকর্ষনিয় তথ্য। যেমনঃ Article Writing-এর উপর কোন Article লেখার সময় এর গুরুত্ত বোঝাতে এ তথ্যটি প্রায়ই দেয়া হয় যেSEO-র ৫০% কাজই হল Article Writing ।আর Engaging হল আপনি যেই Article লিখছেন তার বিভিন্ন Data যে Website বা অন্যকোন সূত্র থেকে নিয়েছেন তার Address Article-এর মধ্যে দিয়ে দেয়া ।এটি আপনার তথ্যের সত্যতার প্রমাণদেবে । (iv)Conclusion: অনেকেই লেখার এই অংশটিতে খুবে একটা গুরুত্ত দেয়না যা মারাত্তক এক ভুল ।আসলে Article এর Conclusion বা উপসংহার-এ সংক্ষেপে উপরের সব লেখার সাবধানতার প্রতি গুরুত লিখে পাঠকদের শুভেচ্ছা জানিয়ে শেষ করলে শেষ করলে সেটি পাঠকদের Article-এর উদ্দেশ্যর সাথে একাত্ম করে। এছারাও আপনার Article টি পরে পাঠকদের মতামত দেয়ার আহব্বান জানালে তাতে আপ্পনার একটি একান্ত পাঠক সমাজ তৈ্রীতে সাহায্য করে। আপনার Article - টি আপনি কোন সাইটে Post করবেন তা সম্পর্কে আপনার সচেতন থাকতে হবে। দেশ এবং বিদেশের বিভিন্ন এ পর্যায়ে আমি কিছু গুরুত্বপূর্ণ ফ্রিল্যানসিং রাইটিং ওয়েবসাইটস এর উপর আলোকপাত করছি যেগুলোতে আপনি কোন প্রকার দুশ্চিন্তা না রেখে সাবলিল ভাবেই কাজ শুরু করতে পারেন। ফ্রিল্যানসার হিসেবে কাজ পাওয়ার এগুলো শ্রেষ্ঠ জায়গা।যেমনঃ Craigslist, Odesk, Elance,Freelancer, Guru, People Per Hour, Demand Studios, iFreelance, Freelance Switch Jobs, Journalism Jobs, Freelance Writing Gigs, Freelance Writing Jobs (Canadian) etc. একজন ফ্রীলেন্স Article Writer-কে অনেক চ্যালেঞ্জ নিতে হয়। যেমন-অবশ্যই ডেডলাইন মানতে হয়, যে টপিকের উপর লেখা হবে সেটির ব্যাপারে রিসার্চ করে কাজটি সম্পন্ন করতে হয় , শরীর এবং মন ভালো রাখতে হয় যাতে কঠিন কাজেও সমস্যা না হয়। আজ তাহলে এ পর্যন্ত-ই কোন Planing থেকে Conclusion পর্যন্ত সচেতন পদক্ষেপ-ই তাকে একজন সফল ফ্রীলেন্স Article Writer এর হিসেবে গড়ে তুলতে পারে।সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আবার কখনো অন্য কোন বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন,আর আপনাদের সুচিন্তিত মতামত দিতে ভুলবেন না ।
Posted on: Tue, 28 Oct 2014 16:50:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015