Asus Vanguard B85 4th Gen আজকে আপনাদের - TopicsExpress



          

Asus Vanguard B85 4th Gen আজকে আপনাদের সামনে নিয়ে এলাম আসুসের একটি গেমিং সিরিজের মাদারবোর্ড। Asus Vanguard B85 4th Gen এই মাদারবোর্ডটি দামের দিক থেকেও কিছুটা কম। Gigabyte G1 Sniper এর সাথে পাল্লা দিয়ে ভালোই লড়ছে এই মাদারবোর্ডটি। আসুন দেখে নেওয়া যাক এর ফিউচার সমুহ। LGA1150 Socket এর মাদারবোর্ডটি 4th Gen Intel Core i3/i5/i7 প্রসেসর সাপোর্ট করে। এছাড়াও এটি Intel 22nm CPU & Intel turbo boost technology 2.0 সাপোর্ট করে। চিপসেট হিসেবে ব্যবহিত হয়েছে Intel B85 যা বর্তমানে ১০হাজার বাজেট এর মধ্যে ভালো চিপসেট। র‍্যাম বাড়াতে পারবেন ৩২ জিবি পর্যন্ত যা 1600 bus speed পর্যন্ত সাপোর্ট করে। এছাড়াও এটি Intel Extreme Memory Profile সাপোর্ট করে। To know about Intel Extreme memory profile> intel/content/www/us/en/gaming/extreme-memory-profile-xmp.html এতে গ্রাফিক্স Integrated রয়েছে। এর গ্রাফিক্স ফিউচারগুলো নিম্নরূপ – Multi-VGA output support : HDMI/DVI/RGB/DisplayPort ports - Supports HDMI with max. resolution 4096 x 2160 @ 24 Hz / 2560 x 1600 @ 60 Hz - Supports DVI with max. resolution 1920 x 1200 @ 60 Hz - Supports RGB with max. resolution 1920 x 1200 @ 60 Hz - Supports DisplayPort with max. resolution 4096 x 2160 @ 24 Hz / 3840 x 2160 @ 60 Hz Maximum shared memory of 1024 MB Supports Intel® InTru™ 3D, Quick Sync Video, Clear Video HD Technology, Insider™ Supports up to 3 displays simultaneously দেখা যাচ্ছে এটিতে বেশ ভালো ফিউচার add করা হয়েছে। External Graphics card ছাড়াই ৩টা মনিটর ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই মাদারবোর্ডটি AMD Quad GPU Crossfire Technology সাপোর্ট করে :D সিস্টেম কে ঠান্ডা রাখার জন্য এতে ব্যবহার করা হয়েছে TUF Thermal Radar Core Technology যা Complete System Cooling with Customized fan tuning করা সম্ভব। Bios এ ব্যবহিত হয়েছে 128MB Flash Rom. এছাড়াও অন্যান্য ফিউচার এর মধ্যে – UEFI AMI BIOS, PnP, DMI2.7, WfM2.0, SM BIOS 2.7, ACPI 5.0, Multi-language BIOS, ASUS EZ Flash 2, ASUS CrashFree BIOS 3, My Favorites, Quick Note, Last Modified log, F12 PrintScreen, F3 Shortcut functions, and ASUS DRAM SPD (Serial Presence Detect) memory information ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও অন্যান্য ফিউচারগুলির মধ্যে রয়েছে - -> TUF Components [10K Ti-Caps, Alloy Chokes & MOSFETs; Certified by Military-standard] - Certified for Tough Duty -> Server-grade Reliability Test - Promised Reliability with Strict Testing -> DIGI+ VRM - Herald the Arrival of a New Digital Power Design Era ESD Guards - Ultra-protection Against Electrostatic Discharge. Special features এ থাকছে 4 +1 Digital Phase Power Design, TUF Components (Alloy choke, Ti-Cap. & MOSFET; certified by military-standard), ASUS DIGI+ VRM Utility, AI Suite 3, Ai Charger, ESD Guards, Front Panel USB 3.0 Support, ASUS UEFI BIOS EZ Mode featuring friendly graphics user interface, Network iControl, USB 3.0 Boost, Precision Tweaker 2, ASUS O.C. Profile, ASUS CrashFree BIOS 3, ASUS EZ Flash 2, ASUS UEFI BIOS EZ Mode, Multi-language BIOS, ASUS Q-Shield, ASUS Q-LED (CPU, DRAM, VGA, Boot Device LED), ASUS Q-Slot, ASUS Q-DIMM, ASUS Q-Connector. Other Specifications: Expansion Slots: 1 x PCIe 3.0/2.0 x16 1 x PCIe 2.0 x16 (x4 mode, black) 1 x PCIe 2.0 x1 1 x PCI Storage: Intel® B85 chipset : 4 x SATA 6Gb/s port(s), brown 2 x SATA 3Gb/s port(s), black Supports Intel® Rapid Start Technology, Intel® Smart Connect Technology Audio: Realtek® ALC887 8-Channel High Definition Audio CODEC - Supports : Jack-detection, Multi-streaming, Front Panel Jack-retasking USB Ports: Intel® B85 chipset : 6 x USB 3.0/2.0 port(s) (4 at back panel, blue, 2 at mid-board) Intel® B85 chipset : 8 x USB 2.0/1.1 port(s) (2 at back panel, black, 6 at mid-board) Form Factor: uATX Form Factor 9.6 inch x 9.6 inch ( 24.4 cm x 24.4 cm ) বর্তমানে এর দাম ৯৮০০ টাকা সাথে থাকছে ৩ বছরের ওয়ারেন্টি। কেমন পারফরম্যান্স পাবেন? এক কথায় অসাধারণ। আসুস আবার ও প্রমান করেছে যে তারা কোনো দিক থেকেও পিছিয়ে নেই। Gigabyte G1 Sniper এর সাথে ভালোই পাল্লা দিয়ে লড়ে যাচ্ছে। যদিও ১০০০ টাকা বেশি জি ১ থেকে। তবে আসুসের বেশ কিছু ইউনিক ফিউচার পাবেন। #Asus #Motherboard #Review
Posted on: Tue, 21 Oct 2014 03:53:34 +0000

Trending Topics




© 2015